ETV Bharat / sitara

ছবিতে সুযোগের বিনিময়ে বাংলাদেশি অভিনেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ রাজীবের বিরুদ্ধে - rajib biswas

অভিনেত্রীর অভিযোগ, "রাজীব আমাকে বলেন আমি যদি তাঁর ছবিতে কাজ করতে রাজি থাকি, তাহলে হোটেলের ঘরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে হবে । তিনি আমাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবিও পাঠাতে বলেন । কিন্তু, আমি রাজি হইনি ।"

asd
asd
author img

By

Published : Jul 9, 2020, 10:13 PM IST

Updated : Jul 10, 2020, 1:24 AM IST

কলকাতা : পরিচালক রাজীব বিশ্বাসের বিরুদ্ধে ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন এক বাংলাদেশি অভিনেত্রী । জুন মাসের শেষের দিকের ঘটনা । যদিও এবিষয়ে রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি ।

ওই অভিনেত্রী বলেন, "সবাই রাজীবকে ভালো পরিচালক হিসেবেই জানে । আমার সঙ্গে ফেসবুক মাধ্যমে আলাপ হয় । তিনি তাঁর একটি ছবির জন্য আমাকে কাস্ট করতে চেয়েছিলেন । প্রথমে অভিনেতা বনি সেনগুপ্তর বিপরীতে কাস্ট করতে চেয়েছিলেন । কিন্তু তারপর বনির পরিবর্তে ছবিতে দেবকে নিতে চান তিনি । আমাকে দেবের বিপরীতে কাজ করার কথা বলেন । তারপর আমি তাঁর থেকে ছবির কথা জানতে চাই । চুক্তির কথাও জানতে চাই ।"

অভিনেত্রীর অভিযোগ, "রাজীব আমাকে বলেন আমি যদি তাঁর ছবিতে কাজ করতে রাজি থাকি, তাহলে হোটেলের ঘরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে হবে । তিনি আমাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবিও পাঠাতে বলেন । কিন্তু, আমি রাজি হইনি ।"

কয়েক বছর ধরেই '#মিটু' আন্দোলনে উত্তপ্ত হলিউড ও বলিউড । কয়েকদিন আগে সেই আন্দোলন ঢুকে পড়ে টলিউডেও । পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে '#মিটু' অভিযোগ আনেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র । আর এবার রাজীব বিশ্বাসের বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন এক অভিনেত্রী ।

যদিও এই বিষয়ে রাজীবের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কোনও উত্তর দেননি তিনি ।

কলকাতা : পরিচালক রাজীব বিশ্বাসের বিরুদ্ধে ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন এক বাংলাদেশি অভিনেত্রী । জুন মাসের শেষের দিকের ঘটনা । যদিও এবিষয়ে রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি ।

ওই অভিনেত্রী বলেন, "সবাই রাজীবকে ভালো পরিচালক হিসেবেই জানে । আমার সঙ্গে ফেসবুক মাধ্যমে আলাপ হয় । তিনি তাঁর একটি ছবির জন্য আমাকে কাস্ট করতে চেয়েছিলেন । প্রথমে অভিনেতা বনি সেনগুপ্তর বিপরীতে কাস্ট করতে চেয়েছিলেন । কিন্তু তারপর বনির পরিবর্তে ছবিতে দেবকে নিতে চান তিনি । আমাকে দেবের বিপরীতে কাজ করার কথা বলেন । তারপর আমি তাঁর থেকে ছবির কথা জানতে চাই । চুক্তির কথাও জানতে চাই ।"

অভিনেত্রীর অভিযোগ, "রাজীব আমাকে বলেন আমি যদি তাঁর ছবিতে কাজ করতে রাজি থাকি, তাহলে হোটেলের ঘরে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে হবে । তিনি আমাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবিও পাঠাতে বলেন । কিন্তু, আমি রাজি হইনি ।"

কয়েক বছর ধরেই '#মিটু' আন্দোলনে উত্তপ্ত হলিউড ও বলিউড । কয়েকদিন আগে সেই আন্দোলন ঢুকে পড়ে টলিউডেও । পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে '#মিটু' অভিযোগ আনেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র । আর এবার রাজীব বিশ্বাসের বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ তুললেন এক অভিনেত্রী ।

যদিও এই বিষয়ে রাজীবের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কোনও উত্তর দেননি তিনি ।

Last Updated : Jul 10, 2020, 1:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.