ETV Bharat / sitara

মুক্তি পেল 'অতিথি', প্রিমিয়ারে নেই ঋতুপর্ণা... - TOLLYWOOD

মুক্তি পেল পরিচালক সুজিত পালের ছবি 'অতিথি'। গতকাল প্রিয়া সিনেমা হলে ঠিক হয়ে গেল ছবির প্রিমিয়ার।

অতিথির প্রিমিয়ারে
author img

By

Published : May 18, 2019, 2:21 PM IST

Updated : May 18, 2019, 7:50 PM IST

কলকাতা : গাড়ি দুর্ঘটনায় মানসিক ভারসাম্য হারায় দু'জন। এসে পৌঁছয় এক আশ্রমে। সেখান থেকেই ভালোবাসা, ভালো হয়ে ওঠার গল্প শুরু। ছবির নাম 'অতিথি'। অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, প্রতীক, নিশান। পরিচালনায় সুজিত কুমার পাল। গতকাল মুক্তি পেয়েছে ছবিটি।

ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন কলাকুশলীরা। তবে প্রিমিয়ারে আসতে পারেননি ছবির অন্যতম প্রধান চরিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সময় তিনি সিঙ্গাপুরে মেয়ে ঋষণা এবং ছেলে অঙ্কনের সঙ্গে সময় কাটাচ্ছেন সামার ভ্যাকেশনের। ঋতুপর্ণা না এলেও প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা।

ছবিতে অভিনয় ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে রয়েছেন খোকাবাবু ধারাবাহিকের খোকাবাবু অর্থাৎ প্রতীক সেন। এর আগে তরুণ মজুমদারের ছবি 'ভালোবাসার বাড়ি'-তে প্রতীক এবং ঋতুপর্ণা একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। এই ছবিতেও তেমনটাই দেখা যাবে। ছবিতে রয়েছেন সায়নী ঘোষও। ঋতুপর্ণা এখানে মানসিকভাবে অন্যরকম মানুষদের চিকিৎসা করেন।

অতিথির প্রিমিয়ারে

কলকাতা : গাড়ি দুর্ঘটনায় মানসিক ভারসাম্য হারায় দু'জন। এসে পৌঁছয় এক আশ্রমে। সেখান থেকেই ভালোবাসা, ভালো হয়ে ওঠার গল্প শুরু। ছবির নাম 'অতিথি'। অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, প্রতীক, নিশান। পরিচালনায় সুজিত কুমার পাল। গতকাল মুক্তি পেয়েছে ছবিটি।

ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন কলাকুশলীরা। তবে প্রিমিয়ারে আসতে পারেননি ছবির অন্যতম প্রধান চরিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সময় তিনি সিঙ্গাপুরে মেয়ে ঋষণা এবং ছেলে অঙ্কনের সঙ্গে সময় কাটাচ্ছেন সামার ভ্যাকেশনের। ঋতুপর্ণা না এলেও প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা।

ছবিতে অভিনয় ঋতুপর্ণা সেনগুপ্তর বিপরীতে রয়েছেন খোকাবাবু ধারাবাহিকের খোকাবাবু অর্থাৎ প্রতীক সেন। এর আগে তরুণ মজুমদারের ছবি 'ভালোবাসার বাড়ি'-তে প্রতীক এবং ঋতুপর্ণা একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। এই ছবিতেও তেমনটাই দেখা যাবে। ছবিতে রয়েছেন সায়নী ঘোষও। ঋতুপর্ণা এখানে মানসিকভাবে অন্যরকম মানুষদের চিকিৎসা করেন।

অতিথির প্রিমিয়ারে
Intro:atithi


Body:atithi


Conclusion:atithi
Last Updated : May 18, 2019, 7:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.