ETV Bharat / sitara

Aryan Khan’s bail: আরিয়ানকে আজই বাড়ি ফেরাতে তৎপরতা শাহরুখের আইনজীবীদের - আরিয়ান খানের জামিন

আরিয়ান খানের (Aryan Khan) আইনজীবীরা আজই তাঁকে বাড়ি ফেরানোর চেষ্টায় তৎপর ৷ হাইকোর্টের দেওয়া জামিনে আদেশের অনুলিপির জন্য অপেক্ষা করছেন তাঁরা ৷ আজই যাতে শাহরুখ পুত্র মান্নতে ফিরতে পারেন তার জন্য সবরকমের চেষ্টা চলছে ৷

aryan-khans-bail-the-release-process-and-how-srks-lawyers-trying-all-out-today
আরিয়ানকে আজই বাড়ি ফেরাতে তৎপরতা শাহরুখের আইনজীবীদের
author img

By

Published : Oct 29, 2021, 3:49 PM IST

মুম্বই, 29 অক্টোবর : তিন সপ্তাহেরও বেশি সময় পর জামিন পেয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan), তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা ৷ তবে এখনও তাঁদের জেল থেকে মুক্তি মেলেনি ৷ আজ এই মামলায় সবিস্তার রায়দান করবেন বম্বে হাইকোর্টের বিচারপতি নীতিন সাম্বরে ৷ কেন মাদক মামলায় ধৃতদের জামিন দেওয়া হল, কী শর্তে জামিন দেওয়া হল তা জানানোর কথা আদালতের ৷ আজই যাতে আরিয়ান মন্নতে ফিরতে পারেন, তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন শাহরুখের আইনজীবীরা ৷

প্রতিদিন বিচারপতি সাম্বরের এজলাসে শুনানির তালিকায় জামিন ও অন্তর্বর্তী জামিনের 70টি মামলা নথিভুক্ত থাকে ৷ সামনেই যেহেতু দু'সপ্তাহের দীপাবলির অবকাশকালীন ছুটি, সেই কারণে মামলার চাপ আরও বেশি ৷ এই মামলাগুলির জরুরি ভিত্তিতে শুনানির জন্য বর্তমানে আইনজীবীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কোর্টরুমে ৷ তবে আজ বিচারপতি সাম্বরের মাত্র 40টি মামলা শোনার কথা ৷ বৃহস্পতিবার আদালত আরিয়ানের জামিন মঞ্জুর করার পর শাহরুখ খানের আইনজীবী বলেছিলেন, যাবতীয় ফর্ম্যালিটিস শেষ করে শুক্রবার বা শনিবারই যাতে আরিয়ান বাড়ি ফিরতে পারে, তার চেষ্টা করবেন ৷

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

বিচারপতি সাম্বরের কর্মী জানিয়েছেন, শুক্রবার বিকেলের মধ্যে রায়দান শেষ হয়ে যাওয়া উচিত ৷ যত দ্রুত সম্ভব আরিয়ানের মামলার শুনানি করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর আইনজীবীরা ৷ সতীশ মানেশিণ্ডের সঙ্গে কাজ করা আইনজীবী আনন্দিনী ফার্নান্ডেজকে শুক্রবার সকাল থেকে বিচারপতি সাম্বরের চেম্বারের বাইরে বসে থাকতে দেখা গিয়েছে ৷ এ প্রসঙ্গে মানেশিণ্ডে বলেছেন, "আমি তৈরি আছি ৷ একবার রায়দান হলেই আমরা সব নথিপত্র নিয়ে বিশেষ আদালতের দ্বারস্থ হব ৷ আশা রাখছি, আদালতকে আমরা সন্তুষ্ট করতে পারব এবং আজ রাত বা কাল সকালের মধ্যেই আরিয়ান মুক্তি পেয়ে যাবে ৷"

আরও পড়ুন : Suhana Khan : আরিয়ান জামিন পেতেই আবেগঘন পোস্ট বোন সুহানার

একবার রায়দান হলে তা এনডিপিএস আইনের আওতাভুক্ত বিশেষ আদালতে তা পাঠানো হবে ৷ আরিয়ান ও অন্যান্যদের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল এই আদালত ৷ জামিনের রায়দানের সঙ্গে নির্দিষ্ট অঙ্কের নগদ বন্ড চাপানোর কথা বিচারপতি সাম্বরের ৷ মুম্বই সেশন কোর্টে বন্ডের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরই সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে ধৃতদের মুক্তির নির্দেশ পাঠাবে বিশেষ এনডিপিএস আদালত ৷

আরও পড়ুন : leander Paes joins TMC : দিদির মতো ইয়ং লেডির হাত শক্ত করতেই তৃণমূলে : লিয়েন্ডার

মুম্বই, 29 অক্টোবর : তিন সপ্তাহেরও বেশি সময় পর জামিন পেয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan), তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা ৷ তবে এখনও তাঁদের জেল থেকে মুক্তি মেলেনি ৷ আজ এই মামলায় সবিস্তার রায়দান করবেন বম্বে হাইকোর্টের বিচারপতি নীতিন সাম্বরে ৷ কেন মাদক মামলায় ধৃতদের জামিন দেওয়া হল, কী শর্তে জামিন দেওয়া হল তা জানানোর কথা আদালতের ৷ আজই যাতে আরিয়ান মন্নতে ফিরতে পারেন, তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন শাহরুখের আইনজীবীরা ৷

প্রতিদিন বিচারপতি সাম্বরের এজলাসে শুনানির তালিকায় জামিন ও অন্তর্বর্তী জামিনের 70টি মামলা নথিভুক্ত থাকে ৷ সামনেই যেহেতু দু'সপ্তাহের দীপাবলির অবকাশকালীন ছুটি, সেই কারণে মামলার চাপ আরও বেশি ৷ এই মামলাগুলির জরুরি ভিত্তিতে শুনানির জন্য বর্তমানে আইনজীবীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কোর্টরুমে ৷ তবে আজ বিচারপতি সাম্বরের মাত্র 40টি মামলা শোনার কথা ৷ বৃহস্পতিবার আদালত আরিয়ানের জামিন মঞ্জুর করার পর শাহরুখ খানের আইনজীবী বলেছিলেন, যাবতীয় ফর্ম্যালিটিস শেষ করে শুক্রবার বা শনিবারই যাতে আরিয়ান বাড়ি ফিরতে পারে, তার চেষ্টা করবেন ৷

আরও পড়ুন: Aryan Khan Bail: 25 দিন পর জামিন আরিয়ানের, জন্মদিনে ছেলেকে কাছে পাবেন শাহরুখ

বিচারপতি সাম্বরের কর্মী জানিয়েছেন, শুক্রবার বিকেলের মধ্যে রায়দান শেষ হয়ে যাওয়া উচিত ৷ যত দ্রুত সম্ভব আরিয়ানের মামলার শুনানি করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁর আইনজীবীরা ৷ সতীশ মানেশিণ্ডের সঙ্গে কাজ করা আইনজীবী আনন্দিনী ফার্নান্ডেজকে শুক্রবার সকাল থেকে বিচারপতি সাম্বরের চেম্বারের বাইরে বসে থাকতে দেখা গিয়েছে ৷ এ প্রসঙ্গে মানেশিণ্ডে বলেছেন, "আমি তৈরি আছি ৷ একবার রায়দান হলেই আমরা সব নথিপত্র নিয়ে বিশেষ আদালতের দ্বারস্থ হব ৷ আশা রাখছি, আদালতকে আমরা সন্তুষ্ট করতে পারব এবং আজ রাত বা কাল সকালের মধ্যেই আরিয়ান মুক্তি পেয়ে যাবে ৷"

আরও পড়ুন : Suhana Khan : আরিয়ান জামিন পেতেই আবেগঘন পোস্ট বোন সুহানার

একবার রায়দান হলে তা এনডিপিএস আইনের আওতাভুক্ত বিশেষ আদালতে তা পাঠানো হবে ৷ আরিয়ান ও অন্যান্যদের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল এই আদালত ৷ জামিনের রায়দানের সঙ্গে নির্দিষ্ট অঙ্কের নগদ বন্ড চাপানোর কথা বিচারপতি সাম্বরের ৷ মুম্বই সেশন কোর্টে বন্ডের প্রক্রিয়া সম্পন্ন হলে তারপরই সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে ধৃতদের মুক্তির নির্দেশ পাঠাবে বিশেষ এনডিপিএস আদালত ৷

আরও পড়ুন : leander Paes joins TMC : দিদির মতো ইয়ং লেডির হাত শক্ত করতেই তৃণমূলে : লিয়েন্ডার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.