ETV Bharat / sitara

Aryan Khan: জেল থেকে ভিডিয়ো কলে শাহরুখ-গৌরীর সঙ্গে কথা আরিয়ানের - আরিয়ান খানের জামিন

মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ভিডিয়ো কলে শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরীর (Gauri Khan) সঙ্গে কথা বললেন তাঁদের জেলবন্দি ছেলে আরিয়ান খান (Aryan Khan)৷ তাঁর সব অভিজ্ঞতার কথা বাবা-মাকে জানিয়েছেন তিনি ৷

aryan-khan-spoke-to-shah-rukh-khan-and-gauri-through-video-calls-from-mumbai-jail
জেল থেকে ভিডিয়ো কলে শাহরুখ-গৌরীর সঙ্গে কথা আরিয়ানের
author img

By

Published : Oct 15, 2021, 4:59 PM IST

মুম্বই, 15 অক্টোবর: জেল থেকে ভিডিয়ো কলে বাবা-মায়ের সঙ্গে কথা বললেন আরিয়ান খান (Aryan Khan)৷ মাদক মামলায় ধৃত শাহরুখ-পুত্র আজ মুম্বইয়ের আর্থার রোড সংশোধনাগার থেকে ভিডিয়ো কলে কথা বললেন বাবা শাহরুখ খান (Shah Rukh Khan) ও মা গৌরী খানের (Gauri Khan) সঙ্গে ৷ জেলে থাকার যাবতীয় অভিজ্ঞতা বাবা-মায়ের সঙ্গে শেয়ার করেন আরিয়ান খান ৷ জানান তাঁর সুবিধে-অসুবিধের কথা ৷

কোভিড পরিস্থিতিতে সংশোধনাগারের প্রত্যেক বন্দিকে তাঁর পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার জন্য মোবাইল ফোন দেয় জেল কর্তৃপক্ষ ৷ সপ্তাহে দু'বার ভিডিয়ো কল করতে দেওয়া হয় ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, নিয়ম মেনেই 23 বছরের আরিয়ান খানকেও একটি ফোন দেওয়া হয়েছিল ৷ সেটা দিয়েই ভিডিয়ো কল করে শাহরুখ ও গৌরীর সঙ্গে কথা বলেন আরিয়ান ৷ ছেলের মুখ দেখে চোখ জল এসে যায় বাবা-মায়ের ৷ এক সপ্তাহ ধরে জেলে থাকার অভিজ্ঞতা বাবা-মাকে জানান আরিয়ান ৷ তাঁকে কীভাবে থাকতে হচ্ছে, তিনি কী খাওয়া-দাওয়া করছেন, সব জানতে চান মা গৌরী ৷ গত বৃহস্পতিবার আরিয়ানের জামিনের আবেদনের শুনানিতে মুম্বইয়ের দায়রা আদালত জানিয়ে দেয়, অন্তত 20 অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে স্টারকিডকে ৷

আরও পড়ুন: Aryan Khan: জেলের খরচ চালাতে আরিয়ানকে 4500 টাকার মানি অর্ডার পাঠালেন শাহরুখ

এ দিকে, জেলবন্দি আরিয়ান খানের জন্য আর্থার রোড সংশোধনাগারে (Arthur Road Jail) এসেছে 4,500 টাকার মানি অর্ডার (money order) ৷ মুম্বই ক্রুজের মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান ৷ আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়ায় বর্তমানে তিনি আর্থার রোড সংশোধনাগারে বন্দি ৷ সেখানকারই সুপার নীতিন ওয়েচাল জানিয়েছেন, গত 11 অক্টোবর আরিয়ান খানের পরিবারের তরফ থেকে তাঁর জন্য পাঠানো 4,500 টাকার মানি অর্ডার এসেছে ৷ তা গ্রহণ করেছে জেল কর্তৃপক্ষ ৷ নিয়ম অনুযায়ী সংশোধনাগারে নিজের খরচ চালানোর জন্য সর্বাধিক 4,500 টাকার মানি অর্ডার পেতে পারেন একজন জেলবন্দি ৷

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (Narcotic Control Bureau) হাতে ধৃত আরিয়ান খান ও বাকি পাঁচজনকে মুম্বইয়ের আর্থার রোড সংশোধনাগারে সাধারণ বন্দিদের জন্য তৈরি সেলে রাখা হয়েছে ৷ তাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁদের এই সেলে স্থানান্তরিত করা হয় ৷ কোভিডের রিপোর্ট আসার আগে পর্যন্ত আর্থার রোড সংশোধনাগারের কোয়ারান্টাইন ব্যারাকে আরিয়ানদের রাখা হয়েছিল ৷

আরও পড়ুন: Aryan Khan : ‘খান’ পদবির জন্যই নিশানায় আরিয়ান, মেহবুবার মন্তব্যে কড়া জবাব বিজেপির

মুম্বই, 15 অক্টোবর: জেল থেকে ভিডিয়ো কলে বাবা-মায়ের সঙ্গে কথা বললেন আরিয়ান খান (Aryan Khan)৷ মাদক মামলায় ধৃত শাহরুখ-পুত্র আজ মুম্বইয়ের আর্থার রোড সংশোধনাগার থেকে ভিডিয়ো কলে কথা বললেন বাবা শাহরুখ খান (Shah Rukh Khan) ও মা গৌরী খানের (Gauri Khan) সঙ্গে ৷ জেলে থাকার যাবতীয় অভিজ্ঞতা বাবা-মায়ের সঙ্গে শেয়ার করেন আরিয়ান খান ৷ জানান তাঁর সুবিধে-অসুবিধের কথা ৷

কোভিড পরিস্থিতিতে সংশোধনাগারের প্রত্যেক বন্দিকে তাঁর পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার জন্য মোবাইল ফোন দেয় জেল কর্তৃপক্ষ ৷ সপ্তাহে দু'বার ভিডিয়ো কল করতে দেওয়া হয় ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে, নিয়ম মেনেই 23 বছরের আরিয়ান খানকেও একটি ফোন দেওয়া হয়েছিল ৷ সেটা দিয়েই ভিডিয়ো কল করে শাহরুখ ও গৌরীর সঙ্গে কথা বলেন আরিয়ান ৷ ছেলের মুখ দেখে চোখ জল এসে যায় বাবা-মায়ের ৷ এক সপ্তাহ ধরে জেলে থাকার অভিজ্ঞতা বাবা-মাকে জানান আরিয়ান ৷ তাঁকে কীভাবে থাকতে হচ্ছে, তিনি কী খাওয়া-দাওয়া করছেন, সব জানতে চান মা গৌরী ৷ গত বৃহস্পতিবার আরিয়ানের জামিনের আবেদনের শুনানিতে মুম্বইয়ের দায়রা আদালত জানিয়ে দেয়, অন্তত 20 অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে স্টারকিডকে ৷

আরও পড়ুন: Aryan Khan: জেলের খরচ চালাতে আরিয়ানকে 4500 টাকার মানি অর্ডার পাঠালেন শাহরুখ

এ দিকে, জেলবন্দি আরিয়ান খানের জন্য আর্থার রোড সংশোধনাগারে (Arthur Road Jail) এসেছে 4,500 টাকার মানি অর্ডার (money order) ৷ মুম্বই ক্রুজের মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের (Shahrukh Khan) পুত্র আরিয়ান খান ৷ আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়ায় বর্তমানে তিনি আর্থার রোড সংশোধনাগারে বন্দি ৷ সেখানকারই সুপার নীতিন ওয়েচাল জানিয়েছেন, গত 11 অক্টোবর আরিয়ান খানের পরিবারের তরফ থেকে তাঁর জন্য পাঠানো 4,500 টাকার মানি অর্ডার এসেছে ৷ তা গ্রহণ করেছে জেল কর্তৃপক্ষ ৷ নিয়ম অনুযায়ী সংশোধনাগারে নিজের খরচ চালানোর জন্য সর্বাধিক 4,500 টাকার মানি অর্ডার পেতে পারেন একজন জেলবন্দি ৷

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (Narcotic Control Bureau) হাতে ধৃত আরিয়ান খান ও বাকি পাঁচজনকে মুম্বইয়ের আর্থার রোড সংশোধনাগারে সাধারণ বন্দিদের জন্য তৈরি সেলে রাখা হয়েছে ৷ তাঁদের কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁদের এই সেলে স্থানান্তরিত করা হয় ৷ কোভিডের রিপোর্ট আসার আগে পর্যন্ত আর্থার রোড সংশোধনাগারের কোয়ারান্টাইন ব্যারাকে আরিয়ানদের রাখা হয়েছিল ৷

আরও পড়ুন: Aryan Khan : ‘খান’ পদবির জন্যই নিশানায় আরিয়ান, মেহবুবার মন্তব্যে কড়া জবাব বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.