ETV Bharat / sitara

Aryan Khan: মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিন, ছাড়া পেলেন আরবাজ-মুনমুনও - শাহরুখ খানের ছবি

অবশেষে জামিন পেলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan)৷ আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকেও জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court) ৷

Aryan Khan Bail Hearing
আরিয়ান খান
author img

By

Published : Oct 28, 2021, 4:48 PM IST

Updated : Oct 28, 2021, 5:33 PM IST

মুম্বই, 28 অক্টোবর : 25 দিন পর বম্বে হাইকোর্টে জামিন পেলেন আরিয়ান খান (Aryan Khan)৷ বম্বে হাইকোর্টে (Bombay High Court) বিচারপতি এনডব্লিউ সাম্বরের সিঙ্গল বেঞ্চ আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করেছে ৷ বিস্তারিত রায় শুক্রবার সকালে প্রকাশিত হবে বলে জানান বিচারপতি ৷ সেই রায় যতক্ষণ না আদালত প্রকাশ করছে, ততক্ষণ অভিযুক্তদের আদালতেই কাটাতে হবে ৷ আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি (Mukul Rohatgi) জানিয়েছেন, শুক্রবার অথবা শনিবার তাঁরা তিনজনই জেল থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে ৷

গত 2 অক্টোবর মুম্বই-গোয়া তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আটক হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান ৷ 3 অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয় ৷ এর আগে দু'বার তাঁর জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেয় আদালত ৷ এরপর বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরিয়ান, আরবাজ ও মুনমুন ৷ পরপর তিন দিন মামলার শুনানি চলে হাইকোর্টে ৷ দু'দিন শুনানি মুলতুবি হওয়ার পর আজ ফের শুনানি শুরু হয় ৷

এ দিন আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগি তাঁর সওয়ালে দাবি করেন, "জাহাজে আরবাজ ও অচিত ছাড়া আর কারওকে চিনতেন না আরিয়ান ৷ অচিতকে চারদিন পর গ্রেফতার করা হয় ৷ বলা হচ্ছে তিনি ডিলার এবং তাঁর কাছ থেকে 2.4 গ্রাম মাদক পাওয়া গিয়েছে ৷ একজনের কাছে 200 গ্রাম মাদক থাকলে তাঁকে ডিলার বলা হয় ৷"

আরও পড়ুন: Sameer Wankhede: মহিলার সম্ভ্রম নিয়ে খেলা করা হচ্ছে ! উদ্ধবকে চিঠি সমীরের স্ত্রীর

এ দিনও এই মামলায় ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দেন মুকুল রোহাতগি ৷ এই মামলায় বারবার মুকুল রোহাতগি উল্লেখ করেছেন যে, তাঁর মক্কেলের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি ৷ উল্টোদিকে এনসিবি দাবি করে এসেছে যে, আরিয়ান ষড়যন্ত্রেরই একটা অংশ ৷ অবৈধ মাদক সরবরাহে তিনি যে জড়িত তার প্রমাণ মিলেছে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ৷

আরও পড়ুন: Aryan Khan : আজও ছাড়া পেলেন না শাহরুখ-পুত্র, বৃহস্পতিবার ফের জামিনের শুনানি

গত কয়েকদিন ধরেই শাহরুখের বাড়ি মন্নতের বাইরে ভিড় জমাচ্ছেন তাঁর ভক্তরা ৷ কঠিন সময়ে বলিউডের তারকাদেরও পাশে পেয়েছেন কিং খান ৷ আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই শাহরুখের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সলমন খান, ফারাহ খান ও হৃত্বিক রোশন-সহ আরও অনেকে ৷ আরিয়ানের থেকে মাদক পাওয়া না-গেলেও কেন তাঁকে জামিন দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা ৷ অবশেষে গ্রেফতার হওয়ার 25 দিন পর জামিন পেলেন শাহরুখ-পুত্র ৷ আদালতের এই রায়দানের পর আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেছেন, "ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন ৷ আরিয়ান আজ মুক্ত ৷"

আরও পড়ুন: Aryan Khan Case : আজ শাহরুখ-পুত্রের জামিনের শুনানি, আরিয়ানের হয়ে সওয়াল করবেন মুকুল রোহাতগি

মুম্বই, 28 অক্টোবর : 25 দিন পর বম্বে হাইকোর্টে জামিন পেলেন আরিয়ান খান (Aryan Khan)৷ বম্বে হাইকোর্টে (Bombay High Court) বিচারপতি এনডব্লিউ সাম্বরের সিঙ্গল বেঞ্চ আরিয়ানের বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারও জামিন মঞ্জুর করেছে ৷ বিস্তারিত রায় শুক্রবার সকালে প্রকাশিত হবে বলে জানান বিচারপতি ৷ সেই রায় যতক্ষণ না আদালত প্রকাশ করছে, ততক্ষণ অভিযুক্তদের আদালতেই কাটাতে হবে ৷ আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি (Mukul Rohatgi) জানিয়েছেন, শুক্রবার অথবা শনিবার তাঁরা তিনজনই জেল থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে ৷

গত 2 অক্টোবর মুম্বই-গোয়া তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আটক হয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান ৷ 3 অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয় ৷ এর আগে দু'বার তাঁর জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেয় আদালত ৷ এরপর বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরিয়ান, আরবাজ ও মুনমুন ৷ পরপর তিন দিন মামলার শুনানি চলে হাইকোর্টে ৷ দু'দিন শুনানি মুলতুবি হওয়ার পর আজ ফের শুনানি শুরু হয় ৷

এ দিন আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতগি তাঁর সওয়ালে দাবি করেন, "জাহাজে আরবাজ ও অচিত ছাড়া আর কারওকে চিনতেন না আরিয়ান ৷ অচিতকে চারদিন পর গ্রেফতার করা হয় ৷ বলা হচ্ছে তিনি ডিলার এবং তাঁর কাছ থেকে 2.4 গ্রাম মাদক পাওয়া গিয়েছে ৷ একজনের কাছে 200 গ্রাম মাদক থাকলে তাঁকে ডিলার বলা হয় ৷"

আরও পড়ুন: Sameer Wankhede: মহিলার সম্ভ্রম নিয়ে খেলা করা হচ্ছে ! উদ্ধবকে চিঠি সমীরের স্ত্রীর

এ দিনও এই মামলায় ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দেন মুকুল রোহাতগি ৷ এই মামলায় বারবার মুকুল রোহাতগি উল্লেখ করেছেন যে, তাঁর মক্কেলের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি ৷ উল্টোদিকে এনসিবি দাবি করে এসেছে যে, আরিয়ান ষড়যন্ত্রেরই একটা অংশ ৷ অবৈধ মাদক সরবরাহে তিনি যে জড়িত তার প্রমাণ মিলেছে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে ৷

আরও পড়ুন: Aryan Khan : আজও ছাড়া পেলেন না শাহরুখ-পুত্র, বৃহস্পতিবার ফের জামিনের শুনানি

গত কয়েকদিন ধরেই শাহরুখের বাড়ি মন্নতের বাইরে ভিড় জমাচ্ছেন তাঁর ভক্তরা ৷ কঠিন সময়ে বলিউডের তারকাদেরও পাশে পেয়েছেন কিং খান ৷ আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই শাহরুখের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সলমন খান, ফারাহ খান ও হৃত্বিক রোশন-সহ আরও অনেকে ৷ আরিয়ানের থেকে মাদক পাওয়া না-গেলেও কেন তাঁকে জামিন দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা ৷ অবশেষে গ্রেফতার হওয়ার 25 দিন পর জামিন পেলেন শাহরুখ-পুত্র ৷ আদালতের এই রায়দানের পর আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেছেন, "ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন ৷ আরিয়ান আজ মুক্ত ৷"

আরও পড়ুন: Aryan Khan Case : আজ শাহরুখ-পুত্রের জামিনের শুনানি, আরিয়ানের হয়ে সওয়াল করবেন মুকুল রোহাতগি

Last Updated : Oct 28, 2021, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.