ETV Bharat / sitara

Aryan Khan: মুক্তি মিলবে আরিয়ানের ? আজ মুম্বইয়ের আদালতে জামিনের আবেদনের রায় - মাদক মামলা

মাদক মামলায় (Drug Case) শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদনের (Bail Plea Order) শুনানি রয়েছে আজ ৷ মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে (Special NDPS Court) হবে শুনানি ৷

Aryan Khan Drug Case: Shah Rukh Khan's son's bail plea order to be heard today by mumbai court
মুক্তি মিলবে আরিয়ানের ? আজ মুম্বইয়ের আদালতে জামিনের আবেদনের রায়
author img

By

Published : Oct 20, 2021, 10:42 AM IST

মুম্বই, 20 অক্টোবর: আজ কি মুক্তি পাবেন বলিউডের মেগাস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে মুম্বইয়ের আনাচে কানাচে ৷ মাদক মামলায় (Drug Case) এনসিবি-র হাতে গ্রেফতার হওয়া আরিয়ানের জামিনের আবেদনের রায়ের (Bail Plea Order) শুনানি আজ মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে (Special NDPS Court) হওয়ার কথা ৷

এর আগে, গত 14 অক্টোবর শুনানি হয় এই মামলার ৷ জামিনের আবেদনের প্রেক্ষিতে নির্দেশ রিজার্ভ রাখে আদালত ৷ বিচারক ভিভি পাতিল জানিয়ে দেন, দশেরা উৎসবের কারণে মামলার পরবর্তী শুনানি হবে 20 অক্টোবর ৷ মুম্বইয়ের স্পেশাল দায়রা আদালতের বিচারক ভিভি পাতিলের এজলাসে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি চলছে ৷ শেষ দিন আদালতে হাজির ছিলেন আরিয়ানের আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানেশিণ্ডে ৷ তাঁরা আদালতে বলেন, ওই ক্রুজে মাদক পার্টি চলাকালীন আরিয়ান সেখানে ছিলেন না, তিনি মাদক নেননি এবং তাঁর থেকে মাদক উদ্ধারও হয়নি ৷ পাল্টা তদন্তকারী সংস্থা এনসিবি'র আইনজীবীরা বলেন, তদন্তকারীরা দিনরাত পরিশ্রম করছেন এই মামলার তদন্তের জন্য ৷ তাই এখন আরিয়ান ছাড়া পেলে এই মামলা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে ৷

আরও পড়ুন: Aryan Khan : এখনই ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র, 20 অক্টোবর জামিনের আবেদনের রায়

মুম্বই-গোয়ার তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়েছিল ৷ এছাড়াও মুনমুন ধামেচা, ইসমীত সিং, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া, নূপুর সতিজা ও বিক্রান্ত ছোকারকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷

আরও পড়ুন : Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

জানা গিয়েছে, আরিয়ান খানের নিরাপত্তা আরও জোরদার করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাঁকে স্পেশাল ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ৷ প্রতিনিয়ত তাঁর উপর নজরদারি রাখছেন আধিকারিকরা ৷ সম্প্রতি জানা গিয়েছে, এনসিবি-র কাউন্সেলিং সেশনে আরিয়ান বলেছেন যে তিনি ভবিষ্যতে নিজেকে একেবারে বদলে ফেলবেন ৷ আর্তের সেবা করবেন ৷ তাঁর আচরণে গর্বিত হবে এনসিবি ৷ কাউন্সেলিং চলাকালীন এনসিবি আধিকারিককে আরিয়ান বলেন, এ বার থেকে সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন ৷ সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজেকে ডুবিয়ে দেবেন ৷

আরও পড়ুন: Aryan Khan : আর সব অভিযুক্তের মতোই আরিয়ানকেও কাউন্সেল করা হচ্ছে, জানালেন সমীর ওয়াংখেড়ে

মুম্বই, 20 অক্টোবর: আজ কি মুক্তি পাবেন বলিউডের মেগাস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) ? এই প্রশ্নই ঘোরাফেরা করছে মুম্বইয়ের আনাচে কানাচে ৷ মাদক মামলায় (Drug Case) এনসিবি-র হাতে গ্রেফতার হওয়া আরিয়ানের জামিনের আবেদনের রায়ের (Bail Plea Order) শুনানি আজ মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতে (Special NDPS Court) হওয়ার কথা ৷

এর আগে, গত 14 অক্টোবর শুনানি হয় এই মামলার ৷ জামিনের আবেদনের প্রেক্ষিতে নির্দেশ রিজার্ভ রাখে আদালত ৷ বিচারক ভিভি পাতিল জানিয়ে দেন, দশেরা উৎসবের কারণে মামলার পরবর্তী শুনানি হবে 20 অক্টোবর ৷ মুম্বইয়ের স্পেশাল দায়রা আদালতের বিচারক ভিভি পাতিলের এজলাসে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি চলছে ৷ শেষ দিন আদালতে হাজির ছিলেন আরিয়ানের আইনজীবী অমিত দেশাই এবং সতীশ মানেশিণ্ডে ৷ তাঁরা আদালতে বলেন, ওই ক্রুজে মাদক পার্টি চলাকালীন আরিয়ান সেখানে ছিলেন না, তিনি মাদক নেননি এবং তাঁর থেকে মাদক উদ্ধারও হয়নি ৷ পাল্টা তদন্তকারী সংস্থা এনসিবি'র আইনজীবীরা বলেন, তদন্তকারীরা দিনরাত পরিশ্রম করছেন এই মামলার তদন্তের জন্য ৷ তাই এখন আরিয়ান ছাড়া পেলে এই মামলা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে ৷

আরও পড়ুন: Aryan Khan : এখনই ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র, 20 অক্টোবর জামিনের আবেদনের রায়

মুম্বই-গোয়ার তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়েছিল ৷ এছাড়াও মুনমুন ধামেচা, ইসমীত সিং, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া, নূপুর সতিজা ও বিক্রান্ত ছোকারকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷

আরও পড়ুন : Kiran Gosavi : আরিয়ানের সঙ্গে সেলফিতে বিতর্ক, পুরনো মামলায় ‘পলাতক’ কিরণের নামে জারি লুকআউট নোটিস

জানা গিয়েছে, আরিয়ান খানের নিরাপত্তা আরও জোরদার করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ তাঁকে স্পেশাল ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ৷ প্রতিনিয়ত তাঁর উপর নজরদারি রাখছেন আধিকারিকরা ৷ সম্প্রতি জানা গিয়েছে, এনসিবি-র কাউন্সেলিং সেশনে আরিয়ান বলেছেন যে তিনি ভবিষ্যতে নিজেকে একেবারে বদলে ফেলবেন ৷ আর্তের সেবা করবেন ৷ তাঁর আচরণে গর্বিত হবে এনসিবি ৷ কাউন্সেলিং চলাকালীন এনসিবি আধিকারিককে আরিয়ান বলেন, এ বার থেকে সমাজের মঙ্গলের জন্য কাজ করবেন ৷ সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজেকে ডুবিয়ে দেবেন ৷

আরও পড়ুন: Aryan Khan : আর সব অভিযুক্তের মতোই আরিয়ানকেও কাউন্সেল করা হচ্ছে, জানালেন সমীর ওয়াংখেড়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.