ETV Bharat / sitara

Aryan Khan: আরিয়ানের জামিনের আবেদনের শুনানি অসমাপ্ত, কাল ফের শুনানি - বম্বে হাইকোর্ট

আরিয়ান খানের জামিনের আবেদনের (Aryan Khan bail hearing) মামলার শুনানি আজকের মতো মুলতুবি করে দিল বম্বে হাইকোর্ট ৷ কাল ফের এই মামলার শুনানি হবে ৷

Aryan Khan bail hearing: Bombay HC hearing adjourned for tomorrow
আরিয়ানের জামিনের আবেদনের শুনানি মুলতুবি, কাল ফের শুনানি
author img

By

Published : Oct 26, 2021, 6:20 PM IST

Updated : Oct 26, 2021, 6:56 PM IST

মুম্বই, 26 অক্টোবর: আরিয়ান খানের জামিনের আবেদনের (Aryan Khan bail hearing) মামলার শুনানি আজকের মতো মুলতুবি করে দিল বম্বে হাইকোর্ট ৷ কাল ফের এই মামলার শুনানি হবে ৷

সকাল থেকেই কোর্টরুম চত্বরে ছিল টানটান উত্তেজনা ৷ আরিয়ান খানের জামিনের আবেদন মামলার শুনানি দেখতে ভিড় জমে যায় বম্বে হাইকোর্টে ৷ শুরুতেই বিচারপতি সাম্বরে জানিয়ে দেন যে, কোভিড বিধি মানা না-হলে তিনি শুনানি শুরু করবেন না ৷ জানা গিয়েছে, শুধুমাত্র 45 থেকে 70 নম্বরের মামলার জন্য যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের বাদ দিয়ে সবাইকে আদালতের বাইরে যেতে নির্দেশ দেন বিচারপতি ৷ আরিয়ানের মামলা ছিল 57 নম্বরে ৷ এরপর কোর্টরুম খালি হলে বিকেলের পর শুরু হয় শুনানি ৷

আরিয়ানের হয়ে সওয়াল করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি ৷ শুরু থেকেই আরিয়ানের হেফাজত নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ কেন এত দিন শাহরুখ-পুত্রকে জেলে থাকতে হল এই প্রশ্ন তুলে রোহতগি বলেন, "যে মামলায় আমার মক্কেলের বিরুদ্ধে কোনও অভিযোগই নেই, সেই মামলায় আমি সওয়াল করছি ৷ আরিয়ান মাদক সেবন করেননি, ওর কাছ থেকেও মাদক পাওয়া যায়নি...তাহলে এই ছেলেটাকে কেন 20দিনের জন্য জেলে পাঠানো হল ? আরিয়ান খানের থেকে কিছুই উদ্ধার হয়নি ৷ তিনি মাদক নিয়েছেন, কোনও মেডিক্যাল রিপোর্টেও তার উল্লেখ নেই ৷ আরবাজ মার্চেন্টের কাছে 6 গ্রাম চরস ছিল, যেটা তার জুতোর থেকে উদ্ধার করা হয়েছিল ৷ আরবাজ সেটা অস্বীকার করছে ৷ সেটা আমার ভাবার বিষয় নয় ৷ ও শুধু আরিয়ানের বন্ধু, এটুকুই ৷"

আরও পড়ুন: Aryan Khan Case : আজ শাহরুখ-পুত্রের জামিনের শুনানি, আরিয়ানের হয়ে সওয়াল করবেন মুকুল রোহাতগি

পাল্টা জবাবে এনসিবি বলে, এখনও পর্যন্ত হওয়া তদন্তে অবৈধ ভাবে মাদক সংগ্রহ, পরিবহণ ও সেবনে আরিয়ানের ভূমিকা লক্ষ্য করা গিয়েছে ৷ প্রাথমিক তদন্তের পর দেখা গিয়েছে যে, এই মামলায় অপর অভিযুক্ত তথা বন্ধু আরবাজ মার্চেন্টের থেকে মাদক সংগ্রহ করতেন আরিয়ান ৷ এনসিবি দাবি করে, "অবৈধ ভাবে মাদক সংগ্রহে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে জড়িত কয়েকজন বিদেশির সঙ্গেও যোগ ছিল আরিয়ানের ৷" তাঁর কাছ থেকে মাদক পাওয়া না-গেলেও তিনি ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে হলফনামায় ৷ তাতে বলা হয়েছে, "এনডিপিএস আইন অনুযায়ী মাদক সেবনে আরিয়ানের ভূমিকা খুবই গুরুতর ৷"

দু'পক্ষের সওয়াল জবাবের পর আরবাজ মার্চেন্টের আইনজীবী ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তাঁদের বক্তব্য পেশের জন্য 45 মিনিট করে সময় চাইলে আদালত আজকের মতো শুনানি মুলতুবি করে দেয় ৷ আগামিকাল দুপুর 2.30টে নাগাদ ফের এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি ৷ অর্থাৎ আজও আর্থার রোড সংশোধনাগারেই কাটাতে হচ্ছে শাহরুখ-পুত্রকে ৷

আরও পড়ুন : Mumbai Cruise Drug Case : মাদক মামলায় আর্থিক লেনদেন ? সাক্ষীর অভিযোগে তদন্ত শুরু এনসিবির

প্রমোদতরীতে মাদক মামলায় গ্রেফতার হওয়া দু'জন এ দিন জামিন পেয়েছেন ৷ 2 অক্টোবর এনসিবির হাতে প্রথম গ্রেফতার হওয়া অভিন সাহু ও মণীশ রাজগাড়িয়ার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট ৷ তাঁরা দু'জনেই ওড়িশার বাসিন্দা ৷ মণীশের কাছ থেকে পাওয়া গিয়েছিল 2.4 গ্রাম গাঁজা ৷

এদিকে, এনসিবি মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে বুধবার জেরা করবে এনসিবি-র পাঁচ সদস্যের ভিজিল্যান্স ডিপার্টমেন্ট ৷ এই মামলার সাক্ষী প্রভাকর সইল অভিযোগ করেছেন যে, আরিয়ান খানের মুক্তির জন্য ঘুষ চেয়েছেন সমীর ওয়াংখেড়ে ৷

আরও পড়ুন : Aryan Khan: হেফাজতে থাকা আরিয়ানের ভিডিয়ো প্রকাশ করে নয়া দাবি শিবসেনার

মুম্বই, 26 অক্টোবর: আরিয়ান খানের জামিনের আবেদনের (Aryan Khan bail hearing) মামলার শুনানি আজকের মতো মুলতুবি করে দিল বম্বে হাইকোর্ট ৷ কাল ফের এই মামলার শুনানি হবে ৷

সকাল থেকেই কোর্টরুম চত্বরে ছিল টানটান উত্তেজনা ৷ আরিয়ান খানের জামিনের আবেদন মামলার শুনানি দেখতে ভিড় জমে যায় বম্বে হাইকোর্টে ৷ শুরুতেই বিচারপতি সাম্বরে জানিয়ে দেন যে, কোভিড বিধি মানা না-হলে তিনি শুনানি শুরু করবেন না ৷ জানা গিয়েছে, শুধুমাত্র 45 থেকে 70 নম্বরের মামলার জন্য যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের বাদ দিয়ে সবাইকে আদালতের বাইরে যেতে নির্দেশ দেন বিচারপতি ৷ আরিয়ানের মামলা ছিল 57 নম্বরে ৷ এরপর কোর্টরুম খালি হলে বিকেলের পর শুরু হয় শুনানি ৷

আরিয়ানের হয়ে সওয়াল করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি ৷ শুরু থেকেই আরিয়ানের হেফাজত নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ কেন এত দিন শাহরুখ-পুত্রকে জেলে থাকতে হল এই প্রশ্ন তুলে রোহতগি বলেন, "যে মামলায় আমার মক্কেলের বিরুদ্ধে কোনও অভিযোগই নেই, সেই মামলায় আমি সওয়াল করছি ৷ আরিয়ান মাদক সেবন করেননি, ওর কাছ থেকেও মাদক পাওয়া যায়নি...তাহলে এই ছেলেটাকে কেন 20দিনের জন্য জেলে পাঠানো হল ? আরিয়ান খানের থেকে কিছুই উদ্ধার হয়নি ৷ তিনি মাদক নিয়েছেন, কোনও মেডিক্যাল রিপোর্টেও তার উল্লেখ নেই ৷ আরবাজ মার্চেন্টের কাছে 6 গ্রাম চরস ছিল, যেটা তার জুতোর থেকে উদ্ধার করা হয়েছিল ৷ আরবাজ সেটা অস্বীকার করছে ৷ সেটা আমার ভাবার বিষয় নয় ৷ ও শুধু আরিয়ানের বন্ধু, এটুকুই ৷"

আরও পড়ুন: Aryan Khan Case : আজ শাহরুখ-পুত্রের জামিনের শুনানি, আরিয়ানের হয়ে সওয়াল করবেন মুকুল রোহাতগি

পাল্টা জবাবে এনসিবি বলে, এখনও পর্যন্ত হওয়া তদন্তে অবৈধ ভাবে মাদক সংগ্রহ, পরিবহণ ও সেবনে আরিয়ানের ভূমিকা লক্ষ্য করা গিয়েছে ৷ প্রাথমিক তদন্তের পর দেখা গিয়েছে যে, এই মামলায় অপর অভিযুক্ত তথা বন্ধু আরবাজ মার্চেন্টের থেকে মাদক সংগ্রহ করতেন আরিয়ান ৷ এনসিবি দাবি করে, "অবৈধ ভাবে মাদক সংগ্রহে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে জড়িত কয়েকজন বিদেশির সঙ্গেও যোগ ছিল আরিয়ানের ৷" তাঁর কাছ থেকে মাদক পাওয়া না-গেলেও তিনি ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে হলফনামায় ৷ তাতে বলা হয়েছে, "এনডিপিএস আইন অনুযায়ী মাদক সেবনে আরিয়ানের ভূমিকা খুবই গুরুতর ৷"

দু'পক্ষের সওয়াল জবাবের পর আরবাজ মার্চেন্টের আইনজীবী ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তাঁদের বক্তব্য পেশের জন্য 45 মিনিট করে সময় চাইলে আদালত আজকের মতো শুনানি মুলতুবি করে দেয় ৷ আগামিকাল দুপুর 2.30টে নাগাদ ফের এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি ৷ অর্থাৎ আজও আর্থার রোড সংশোধনাগারেই কাটাতে হচ্ছে শাহরুখ-পুত্রকে ৷

আরও পড়ুন : Mumbai Cruise Drug Case : মাদক মামলায় আর্থিক লেনদেন ? সাক্ষীর অভিযোগে তদন্ত শুরু এনসিবির

প্রমোদতরীতে মাদক মামলায় গ্রেফতার হওয়া দু'জন এ দিন জামিন পেয়েছেন ৷ 2 অক্টোবর এনসিবির হাতে প্রথম গ্রেফতার হওয়া অভিন সাহু ও মণীশ রাজগাড়িয়ার জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট ৷ তাঁরা দু'জনেই ওড়িশার বাসিন্দা ৷ মণীশের কাছ থেকে পাওয়া গিয়েছিল 2.4 গ্রাম গাঁজা ৷

এদিকে, এনসিবি মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে বুধবার জেরা করবে এনসিবি-র পাঁচ সদস্যের ভিজিল্যান্স ডিপার্টমেন্ট ৷ এই মামলার সাক্ষী প্রভাকর সইল অভিযোগ করেছেন যে, আরিয়ান খানের মুক্তির জন্য ঘুষ চেয়েছেন সমীর ওয়াংখেড়ে ৷

আরও পড়ুন : Aryan Khan: হেফাজতে থাকা আরিয়ানের ভিডিয়ো প্রকাশ করে নয়া দাবি শিবসেনার

Last Updated : Oct 26, 2021, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.