ETV Bharat / sitara

'গুলদাস্তা' নিয়ে আশাবাদী অর্পিতা - guldasta

আগামীকাল মুক্তি পাচ্ছে অর্জুন দত্তর 'গুলদাস্তা'। সমাজের তিন স্তর এবং পরিবার থেকে উঠে আসা তিন নারী । তাদের অনেক না-বলা কষ্ট রয়েছে । তবুও তার মধ্যে ভালো থাকার রসদ জোগাবে এই ছবি । অর্পিতা চট্টোপাধ্যায় আর দেবযানী চট্টোপাধ্যায়কে ভালোভাবে বাঁচতে শেখাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের চরিত্র ডলি বাগরি । এই ছবি নিয়ে ETV ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় অর্পিতা ।

asd
asd
author img

By

Published : Oct 20, 2020, 11:01 PM IST

কলকাতা : পরিচালক অর্জুন দত্তর দ্বিতীয় ছবি 'গুলদাস্তা'-র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় । অর্জুনের প্রথম ছবিতেও অর্পিতা ছিলেন মধ্যমণি । এই ধরনের চরিত্রগুলি বরাবরই পছন্দ করেন তিনি । 'গুলদাস্তা' নিয়ে ETV ভারতের সঙ্গে বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করে নিলেন অর্পিতা ।

  • ETV : 'গুলদাস্তা' নিয়ে কতটা আশাবাদী ?

অর্পিতা : যে ছবির সঙ্গেই আমি যুক্ত থাকি না কেন, সেখানে আমি আমার 100 শতাংশ দেওয়ার চেষ্টা করি । এই ছবির ক্ষেত্রেও তাই । আমি আশা করব, এটিও ভালো করবে । দর্শকের ভালো লাগবে । আমার প্রত্যেক ছবির জন্যই আমি এই আশাই করি ।

  • ETV : এই ছবির চরিত্রটা সম্পর্কে কতটা আশাবাদী আপনি ?

অর্পিতা : 'গুলদাস্তা'-তে আমার চরিত্রটির নাম শ্রীরূপা । সে একটি মধ্যবিত্ত পরিবারের ফুলটাইম হাউজওয়াইফ । তার দাম্পত্য জীবনের ক্রাইসিস একটাই, সে কিছুতেই মা হতে পারছে না । সেই জন্য স্বামীর সঙ্গে তার দাম্পত্য জীবন এমন জায়গায় পৌঁছয়, যেখানে সে খুবই দুর্বল হয়ে পড়ে । এদিকে স্বামীর অন্য মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয় । সেটা শ্রীরূপা জানে । অথচ, তা জেনেও কিছু বলতে বা করতে পারে না । শ্রীরূপার আরেকটা গুন হল, সে খুব ভালো ক্ল্যাসিকাল ডান্সার । নাচের প্র্যাক্টিস সে বন্ধ করে দেয় । এই দুটি বিষয়ের সঙ্গে জুঝতে জুঝতে খুবই দুর্বল হয়ে পড়ে সে ।

  • ETV : ভালো-মন্দ মিলিয়ে এবারের পুজোটা । কীভাবে কাটাবেন ?

অর্পিতা : এবারের পুজোটা সকলের কাছেই আলাদা । আমার জন্যে যে খুব বেশি আলাদা সেটা নয়, পুজোতে আমি খুব একটা কলকাতায় থাকি না । ট্র্যাভেল করি ও কাজ করি । চেষ্টা করি অন্তত একদিন মুম্বইতে কাটাতে পারি । তবে এবার সেটা হচ্ছে না ।

কলকাতা : পরিচালক অর্জুন দত্তর দ্বিতীয় ছবি 'গুলদাস্তা'-র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায় । অর্জুনের প্রথম ছবিতেও অর্পিতা ছিলেন মধ্যমণি । এই ধরনের চরিত্রগুলি বরাবরই পছন্দ করেন তিনি । 'গুলদাস্তা' নিয়ে ETV ভারতের সঙ্গে বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করে নিলেন অর্পিতা ।

  • ETV : 'গুলদাস্তা' নিয়ে কতটা আশাবাদী ?

অর্পিতা : যে ছবির সঙ্গেই আমি যুক্ত থাকি না কেন, সেখানে আমি আমার 100 শতাংশ দেওয়ার চেষ্টা করি । এই ছবির ক্ষেত্রেও তাই । আমি আশা করব, এটিও ভালো করবে । দর্শকের ভালো লাগবে । আমার প্রত্যেক ছবির জন্যই আমি এই আশাই করি ।

  • ETV : এই ছবির চরিত্রটা সম্পর্কে কতটা আশাবাদী আপনি ?

অর্পিতা : 'গুলদাস্তা'-তে আমার চরিত্রটির নাম শ্রীরূপা । সে একটি মধ্যবিত্ত পরিবারের ফুলটাইম হাউজওয়াইফ । তার দাম্পত্য জীবনের ক্রাইসিস একটাই, সে কিছুতেই মা হতে পারছে না । সেই জন্য স্বামীর সঙ্গে তার দাম্পত্য জীবন এমন জায়গায় পৌঁছয়, যেখানে সে খুবই দুর্বল হয়ে পড়ে । এদিকে স্বামীর অন্য মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয় । সেটা শ্রীরূপা জানে । অথচ, তা জেনেও কিছু বলতে বা করতে পারে না । শ্রীরূপার আরেকটা গুন হল, সে খুব ভালো ক্ল্যাসিকাল ডান্সার । নাচের প্র্যাক্টিস সে বন্ধ করে দেয় । এই দুটি বিষয়ের সঙ্গে জুঝতে জুঝতে খুবই দুর্বল হয়ে পড়ে সে ।

  • ETV : ভালো-মন্দ মিলিয়ে এবারের পুজোটা । কীভাবে কাটাবেন ?

অর্পিতা : এবারের পুজোটা সকলের কাছেই আলাদা । আমার জন্যে যে খুব বেশি আলাদা সেটা নয়, পুজোতে আমি খুব একটা কলকাতায় থাকি না । ট্র্যাভেল করি ও কাজ করি । চেষ্টা করি অন্তত একদিন মুম্বইতে কাটাতে পারি । তবে এবার সেটা হচ্ছে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.