ETV Bharat / sitara

'দেন অ্যান্ড নাও' চ্যালেঞ্জে গা ভাসালেন অর্পিতাও

সোশাল মিডিয়ার বর্তমান ট্রেন্ড 'দেন অ্যান্ড নাও' চ্যালেঞ্জে এবার গা ভাসিয়ে দিলেন অর্পিতা চ্যাটার্জি । নিজের ছোটোবেলার ছবির পাশাপাশি বর্তমান ছবিও পোস্ট করেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Apr 2, 2020, 2:20 PM IST

কলকাতা : সম্প্রতি সোশাল মিডিয়ায় শুরু হয়েছে একটি ট্রেন্ড । যেখানে ছোটোবেলার ছবির পাশাপাশি বর্তমান ছবিও পোস্ট করা হচ্ছে । আর এবার এই ট্রেন্ডে গা ভাসিয়ে দিলেন অর্পিতা চ্যাটার্জিও । সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের ছোটোবেলার ছবির পাশাপাশি বর্তমান ছবিও পোস্ট করেন তিনি ।

কোরোনা আতঙ্কের জের । বন্ধ সব ধরনের শুটিং । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ব্যতিক্রমী নন অর্পিতাও । বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । এর মধ্যেই 'দেন অ্যান্ড নাও চ্যালেঞ্জ' শুরু হয়েছে সোশাল মিডিয়ায় । নেটিজ়েনদের দেওয়া সেই চ্যালেঞ্জ লুফে নিয়েছেন টলিউডের একাধিক তারকা । আর এবার সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিলেন অর্পিতাও ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের ছোটোবেলার পাশাপাশি বর্তমান ছবিও শেয়ার করেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "অবশেষে আমিও ওই ধরনের ছবি পোস্ট করলাম"। তবে শুধু অর্পিতাই নন । টলি তারকাদের মধ্যে অনেকেই গা ভাসিয়ে দিয়েছেন এই ট্রেন্ডে ।

তবে শুধু এই পোস্টই নয় । এছাড়া এই সময় ঘরে বসে কীভাবে সময় কাটানো যায় সেই আইডিয়াও ফ্যানদের কাছ থেকে জানতে চেয়েছেন অর্পিতা ।

কলকাতা : সম্প্রতি সোশাল মিডিয়ায় শুরু হয়েছে একটি ট্রেন্ড । যেখানে ছোটোবেলার ছবির পাশাপাশি বর্তমান ছবিও পোস্ট করা হচ্ছে । আর এবার এই ট্রেন্ডে গা ভাসিয়ে দিলেন অর্পিতা চ্যাটার্জিও । সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের ছোটোবেলার ছবির পাশাপাশি বর্তমান ছবিও পোস্ট করেন তিনি ।

কোরোনা আতঙ্কের জের । বন্ধ সব ধরনের শুটিং । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ব্যতিক্রমী নন অর্পিতাও । বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । এর মধ্যেই 'দেন অ্যান্ড নাও চ্যালেঞ্জ' শুরু হয়েছে সোশাল মিডিয়ায় । নেটিজ়েনদের দেওয়া সেই চ্যালেঞ্জ লুফে নিয়েছেন টলিউডের একাধিক তারকা । আর এবার সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিলেন অর্পিতাও ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের ছোটোবেলার পাশাপাশি বর্তমান ছবিও শেয়ার করেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "অবশেষে আমিও ওই ধরনের ছবি পোস্ট করলাম"। তবে শুধু অর্পিতাই নন । টলি তারকাদের মধ্যে অনেকেই গা ভাসিয়ে দিয়েছেন এই ট্রেন্ডে ।

তবে শুধু এই পোস্টই নয় । এছাড়া এই সময় ঘরে বসে কীভাবে সময় কাটানো যায় সেই আইডিয়াও ফ্যানদের কাছ থেকে জানতে চেয়েছেন অর্পিতা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.