ETV Bharat / sitara

এমনই দেখতে 'অভিযাত্রিক'-এর অপুকে - অভিযাত্রিকের লুক

সামনে এল 'অভিযাত্রিক' ছবিতে অপুর ফার্স্ট লুক।

Arjun as Apu in Abhajatrik
author img

By

Published : Nov 15, 2019, 1:10 PM IST

কলকাতা : অপু হিসেবে শেষ দেখা গেছিল সৌমিত্র চ্য়াটার্জিকে, সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' ছবিতে। তাই 'অভিযাত্রিক' ছবির অপুকে কেমন দেখতে হবে সেই নিয়ে একটা উত্তেজনা ছিল দর্শকের মধ্যে। অবশেষে সামনে এল ছবির ফার্স্ট লুক।

অর্জুন চক্রবর্তী, যিনি এই অপুর চরিত্রে অভিনয় করছেন, তিনিই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই প্রথম লুক। অপুর সঙ্গে রয়েছে তার ছেলে কাজলও। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "ওই দ্যাখো কাজল, নিশ্চিন্দিপুর। 🙂" অপুর শৈশব জুড়ে রয়েছে এই নিশ্চিন্দিপুর গ্রাম।

শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'অভিযাত্রিক' ছবিটি 'অপুর সংসার'-এর পরবর্তী অংশ নিয়ে তৈরি। অপুর ভূমিকায় এই ছবিতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর। কিন্তু, ভিসাজনিত সমস্যার কারণে তিনি আসতে পারেননি কলকাতায়। তখন অর্জুনকে অপু হিসেবে নির্বাচন করেন শুভ্রজিৎ।

সম্প্রতি শেষ হয়েছে 'অভিযাত্রিক'-এর শুটিং। ছবিতে অর্জুনের প্রাণ ঢালা অভিনয় দেখে মুগ্ধ সবাই। আর কয়েকমাস পরই মুক্তি পাবে বহু প্রতীক্ষীত এই ছবি।

কলকাতা : অপু হিসেবে শেষ দেখা গেছিল সৌমিত্র চ্য়াটার্জিকে, সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' ছবিতে। তাই 'অভিযাত্রিক' ছবির অপুকে কেমন দেখতে হবে সেই নিয়ে একটা উত্তেজনা ছিল দর্শকের মধ্যে। অবশেষে সামনে এল ছবির ফার্স্ট লুক।

অর্জুন চক্রবর্তী, যিনি এই অপুর চরিত্রে অভিনয় করছেন, তিনিই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই প্রথম লুক। অপুর সঙ্গে রয়েছে তার ছেলে কাজলও। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "ওই দ্যাখো কাজল, নিশ্চিন্দিপুর। 🙂" অপুর শৈশব জুড়ে রয়েছে এই নিশ্চিন্দিপুর গ্রাম।

শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'অভিযাত্রিক' ছবিটি 'অপুর সংসার'-এর পরবর্তী অংশ নিয়ে তৈরি। অপুর ভূমিকায় এই ছবিতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর। কিন্তু, ভিসাজনিত সমস্যার কারণে তিনি আসতে পারেননি কলকাতায়। তখন অর্জুনকে অপু হিসেবে নির্বাচন করেন শুভ্রজিৎ।

সম্প্রতি শেষ হয়েছে 'অভিযাত্রিক'-এর শুটিং। ছবিতে অর্জুনের প্রাণ ঢালা অভিনয় দেখে মুগ্ধ সবাই। আর কয়েকমাস পরই মুক্তি পাবে বহু প্রতীক্ষীত এই ছবি।

Intro:Body:

এমনই দেখতে 'অভিযাত্রিক'-এর অপুকে



সামনে এল 'অভিযাত্রিক' ছবিতে অপুর ফার্স্ট লুক।



কলকাতা : অপু হিসেবে শেষ দেখা গেছিল সৌমিত্র চ্য়াটার্জিকে, সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' ছবিতে। তাই 'অভিযাত্রিক' ছবির অপুকে কেমন দেখতে হবে সেই নিয়ে একটা উত্তেজনা ছিল দর্শকের মধ্যে। অবশেষে সামনে এল ছবির ফার্স্ট লুক।



অর্জুন চক্রবর্তী, যিনি এই অপুর চরিত্রে অভিনয় করছেন, তিনিই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই প্রথম লুক। অপুর সঙ্গে রয়েছে তার ছেলে কাজলও। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "ওই দ্যাখো কাজল, নিশ্চিন্দিপুর। 🙂" অপুর শৈশব জুড়ে রয়েছে এই নিশ্চিন্দিপুর গ্রাম।



শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'অভিযাত্রিক' ছবিটি 'অপুর সংসার'-এর পরবর্তী অংশ নিয়ে তৈরি। অপুর ভূমিকায় এই ছবিতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর। কিন্তু, ভিসাজনিত সমস্যার কারণে তিনি আসতে পারেননি কলকাতায়। তখন অর্জুনকে অপু হিসেবে নির্বাচন করেন শুভ্রজিৎ।



সম্প্রতি শেষ হয়েছে 'অভিযাত্রিক'-এর শুটিং। ছবিতে অর্জুনের প্রাণ ঢালা অভিনয় দেখে মুগ্ধ সবাই। আর কয়েকমাস পরই মুক্তি পাবে বহু প্রতীক্ষীত এই ছবি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.