কলকাতা : টলিউডের অন্যতম সুখী দম্পতি অর্জুন আর সৃজা । চিৎকার করে তাঁরা নিজেদের সুখের ঘোষণা করেন না বটে, তবে তাঁদের কেমিস্ট্রি বা বোঝাপড়া দেখলেই বোঝা যায় যে, কি ভালো দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা । আজ তাঁদের এনগেজমেন্টের পাঁচ বছর পূর্ণ হল ।
পাঁচ বছর পুরোনো সেই দিনটির কথা মনে করলেন অর্জুন । সেই অনুষ্ঠান, সেই জাঁকজমক, একে অপরের প্রতি মুগ্ধতা সবকিছু নিয়েই কেটেছিল দিনটা ।
অনুষ্ঠানের দু'টো ছবি শেয়ার করেছেন অর্জুন । একটিতে তাঁর কোল ঘেঁষে বসে রয়েছেন সৃজা । আর অন্যটিতে সৃজাকে আংটি পরিয়ে দিচ্ছেন অভিনেতা ।
ক্যাপশনে লিখেছেন, "পাঁচ বছর আগে আজকের দিনে, আমরা এনগেজড হয়েছিলাম । সৃজা, আই লাভ ইউ..."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এভাবেই কাটুক অর্জুন আর সৃজার সুন্দর সাজানো জীবন । শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার ।