কলকাতা : টলিউডের অন্যতম প্রতিশ্রুতিবান অভিনেতার নাম অর্জুন চক্রবর্তী। ক্যারিয়ার শুরু 'গানের ওপারে' ধারাবাহিক দিয়ে। তারপর বড় পরদায় কাজ শুরু। বাংলা সিনেমার দুনিয়ায় একটু পরিচিতি পেতে পেতেই বাল্যবন্ধু সৃজাকে বিয়ে অর্জুনের। আর এখন তো স্ত্রী ও মেয়েকে নিয়ে জমিয়ে সংসার করছেন তিনি। দীপাবলিতে সৃজাকে চুম্বনরত ছবি দিয়ে সোশাল মিডিয়ায় ঝড় অর্জুনের।
নীল পাঞ্জাবী আর সাদা পাজামায় স্মার্ট অর্জুন। অন্যদিকে হলুদ সালোয়ার কামিজ় ও লাল ওড়নায় রূপসী সৃজা। নিজেদের সাজানো সুন্দর বাড়িতে সৃজাকে একমনে চুম্বন করছেন অর্জুন। দীপাবলিতে প্রকৃত অর্থেই তাঁদের বাড়িতে আলোয় আলো। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এছাড়াও সৃজার সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেছেন অর্জুন। সেখানে সোফায় বসে সৃজা আর হাসিমুখে দাঁড়িয়ে অর্জুন। ক্যাপশনে তিনি লিথেছেন, "ভালো করে দেখলে লক্ষ্য করবেন যে আমিও রয়েছি ফ্রেমে"। ছবিটি তিনি তাঁর "সুপারওম্যান" সৃজাকে উৎসর্গ করেছেন।
- View this post on Instagram
If you look closely, you’ll notice I’m also in the frame 😂🤣 #MySuperwoman 😍❤️
">
কয়েকমাস আগেই অর্জুন অভিনীত 'দুর্গেশগড়ের গুপ্তধন' ছবিটি সুপারহিট হয়েছে। বাংলাদেশ-ভারত ফিল্ম অ্যাওয়ার্ডসে জনপ্রিয়তার পুরস্কারও পেয়েছে ছবিটি। অভিনেতা আপাতত ব্যস্ত অঞ্জন দত্ত পরিচালিত 'সাহেবের কাটলেট' ছবির শুটিংয়ে।