ETV Bharat / sitara

"ভারতীয় চলচ্চিত্রের অন্ধকারময় সপ্তাহ"

ইরফান খান ও ঋষি কাপুরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেতা তথা পরিচালক অরিন্দম শীল ।

arindam
arindam
author img

By

Published : Apr 30, 2020, 2:22 PM IST

কলকাতা : লকডাউনের মধ্যে পরপর বিখ্যাত দুই প্রিয় অভিনেতার মৃত্যু একপ্রকার স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে । শোকপ্রকাশ করার কোনও ভাষা খুঁজে পাচ্ছেন না অনেকেই । ইরফান খান ও ঋষি কাপুরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেতা তথা পরিচালক অরিন্দম শীল ।

sdf
.

ETV ভারত সিতারাকে অরিন্দম বলেন, "গতকাল থেকে শুধু দুঃখের খবরই আসছে । পরপর দুটো খারাপ খবর । গতকাল ইরফানের চলে যাওয়া । আর আজ সকালে ঋষি কাপুর । অত্যন্ত বেদনাদায়ক ।"

দেখুন ভিডিয়ো

এটাকে ভারতীয় চলচ্চিত্রের একটা অন্ধকারময় সপ্তাহ হিসেবে ধরা যেতে পারে বলে মনে করেন অরিন্দম । বলেন, "এটাকে ভারতীয় চলচ্চিত্রের অন্ধকারময় সপ্তাহ হিসেবে ধরা যেতে পারে । একজন অসাধারণ অভিনেতা । আর যিনি আজ চলে গেলেন তিনি একজন সুঅভিনেতা, রোম্যান্টিক হিরো, আইকন । আমাদের ছোটোবেলা থেকে যাঁকে দেখে বড় হওয়া । 53 বা 67, কোনও বয়সই চলে যাওয়ার নয় । খুব দুঃখজনক, যে এই রকম কঠিন সময়ের মধ্যে এত খারাপ খবর রোজ সহ্য করতে হচ্ছে । ইরফান খান এবং ঋষি কাপুর দু'জনের আত্মার শান্তি কামনা করি ।"

কলকাতা : লকডাউনের মধ্যে পরপর বিখ্যাত দুই প্রিয় অভিনেতার মৃত্যু একপ্রকার স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে । শোকপ্রকাশ করার কোনও ভাষা খুঁজে পাচ্ছেন না অনেকেই । ইরফান খান ও ঋষি কাপুরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেতা তথা পরিচালক অরিন্দম শীল ।

sdf
.

ETV ভারত সিতারাকে অরিন্দম বলেন, "গতকাল থেকে শুধু দুঃখের খবরই আসছে । পরপর দুটো খারাপ খবর । গতকাল ইরফানের চলে যাওয়া । আর আজ সকালে ঋষি কাপুর । অত্যন্ত বেদনাদায়ক ।"

দেখুন ভিডিয়ো

এটাকে ভারতীয় চলচ্চিত্রের একটা অন্ধকারময় সপ্তাহ হিসেবে ধরা যেতে পারে বলে মনে করেন অরিন্দম । বলেন, "এটাকে ভারতীয় চলচ্চিত্রের অন্ধকারময় সপ্তাহ হিসেবে ধরা যেতে পারে । একজন অসাধারণ অভিনেতা । আর যিনি আজ চলে গেলেন তিনি একজন সুঅভিনেতা, রোম্যান্টিক হিরো, আইকন । আমাদের ছোটোবেলা থেকে যাঁকে দেখে বড় হওয়া । 53 বা 67, কোনও বয়সই চলে যাওয়ার নয় । খুব দুঃখজনক, যে এই রকম কঠিন সময়ের মধ্যে এত খারাপ খবর রোজ সহ্য করতে হচ্ছে । ইরফান খান এবং ঋষি কাপুর দু'জনের আত্মার শান্তি কামনা করি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.