ETV Bharat / sitara

সাংসদ হওয়ার পর বড় পরদায় মিমি, সঙ্গে অনির্বাণ - Dracula Sir

আসছে মিমি চক্রবর্তীর নতুন ছবি । নাম 'ড্রাকুলা স্যার'। ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । আগামী মাস থেকে শুরু শুটিং ।

fg
dfg
author img

By

Published : Dec 27, 2019, 1:37 PM IST

Updated : Dec 27, 2019, 1:45 PM IST

কলকাতা : সাংসদ হওয়ার পর একটিও সিনেমায় দেখা যায়নি মিমি চক্রবর্তীকে । নিজের কেন্দ্র ও দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন । তবে অভিনয়ে যে ফিরতে চান সেকথা একাধিকবার বলেছিলেন । সেই দিন এখন আর বেশি দেরি নয় । আসছে তাঁর নতুন ছবি । নাম 'ড্রাকুলা স্যার'। আগামীমাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং ।

নাম শুনে এটিকে ভূতের ছবি বলে মনে হলেও, আদতে এটি একটি সাইকোলজিকাল থ্রিলার । সেখানে মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে । পরিচালনায় দেবালয় ভট্টাচার্য ।

ছবিতে অনির্বাণ কলকাতার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক । চরিত্রটির নাম রক্তিম । আসলে তাঁর সামনের দাঁত দুটি স্বাভাবিকের তুলনায় একটু বড় । তাই তাঁকে 'ড্রাকুলা স্যার' বলেই ডাকে সবাই । ছবির গল্প 1971 সালের কলকাতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে । অন্যদিকে মিমির চরিত্রের নাম মঞ্জরী ।

ছবি সম্পর্কে দেবালয় বলেন,"এটি একটি সাইকোলজিকাল থ্রিলার । এক শিক্ষকের সামনের দুটি গজ দাঁত স্বাভাবিকের থেকে বড় । তাঁকে দেখলে ভ্যাম্পায়ার বলে মনে হয় । যার জন্য স্কুলের ছেলেমেয়েরা তাঁকে 'ড্রাকুলা স্যার' বলে ডাকে । এবং এই পরিস্থিতি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায় যে, তাঁর জীবনে ঘটে যায় একটা ঘটনা । যার ফলে তিনি হয়তো সত্যিই একদিন ড্রাকুলা হয়ে ওঠেন । অবশ্য তিনি সত্যিই ড্রাকুলা হয়ে উঠেছিলেন কি না তা জানা যাবে ছবিটি দেখলে ।"

ছবিতে মিমির চরিত্রটি ঠিক কী রকম ? এ প্রসঙ্গে পরিচালক বলেন, "মিমি নিজেই এই চরিত্রে অভিনয় করতে উৎসাহী হয়েছিলেন । তবে ছবিতে রক্তিমের স্কুলের সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিলেন না তিনি । কিন্তু, পরিস্থিতি তাঁকে ড্রাকুলা স্যারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় । ছবির স্ক্রিপ্ট লেখার সময় অনির্বাণের কথা ভেবে লিখেছিলাম ।" মিমি ও অনির্বাণ ছাড়া আর কে কে অভিনয় করবেন ছবিতে তা এখনও ঠিক হয়নি । তবে 2020 সালেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ।

কলকাতা : সাংসদ হওয়ার পর একটিও সিনেমায় দেখা যায়নি মিমি চক্রবর্তীকে । নিজের কেন্দ্র ও দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন । তবে অভিনয়ে যে ফিরতে চান সেকথা একাধিকবার বলেছিলেন । সেই দিন এখন আর বেশি দেরি নয় । আসছে তাঁর নতুন ছবি । নাম 'ড্রাকুলা স্যার'। আগামীমাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং ।

নাম শুনে এটিকে ভূতের ছবি বলে মনে হলেও, আদতে এটি একটি সাইকোলজিকাল থ্রিলার । সেখানে মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে । পরিচালনায় দেবালয় ভট্টাচার্য ।

ছবিতে অনির্বাণ কলকাতার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক । চরিত্রটির নাম রক্তিম । আসলে তাঁর সামনের দাঁত দুটি স্বাভাবিকের তুলনায় একটু বড় । তাই তাঁকে 'ড্রাকুলা স্যার' বলেই ডাকে সবাই । ছবির গল্প 1971 সালের কলকাতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে । অন্যদিকে মিমির চরিত্রের নাম মঞ্জরী ।

ছবি সম্পর্কে দেবালয় বলেন,"এটি একটি সাইকোলজিকাল থ্রিলার । এক শিক্ষকের সামনের দুটি গজ দাঁত স্বাভাবিকের থেকে বড় । তাঁকে দেখলে ভ্যাম্পায়ার বলে মনে হয় । যার জন্য স্কুলের ছেলেমেয়েরা তাঁকে 'ড্রাকুলা স্যার' বলে ডাকে । এবং এই পরিস্থিতি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায় যে, তাঁর জীবনে ঘটে যায় একটা ঘটনা । যার ফলে তিনি হয়তো সত্যিই একদিন ড্রাকুলা হয়ে ওঠেন । অবশ্য তিনি সত্যিই ড্রাকুলা হয়ে উঠেছিলেন কি না তা জানা যাবে ছবিটি দেখলে ।"

ছবিতে মিমির চরিত্রটি ঠিক কী রকম ? এ প্রসঙ্গে পরিচালক বলেন, "মিমি নিজেই এই চরিত্রে অভিনয় করতে উৎসাহী হয়েছিলেন । তবে ছবিতে রক্তিমের স্কুলের সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিলেন না তিনি । কিন্তু, পরিস্থিতি তাঁকে ড্রাকুলা স্যারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় । ছবির স্ক্রিপ্ট লেখার সময় অনির্বাণের কথা ভেবে লিখেছিলাম ।" মিমি ও অনির্বাণ ছাড়া আর কে কে অভিনয় করবেন ছবিতে তা এখনও ঠিক হয়নি । তবে 2020 সালেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ।

Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: সাংসদ হওয়ার পর থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আর শুটিংয়ের ফ্লোরে পাওয়া যায়নি। বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তিনিও ব্যস্ত রয়েছেন তার যাদবপুর কেন্দ্রে এবং তার দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে। তবে অভিনেত্রী মিমি চক্রবর্তী বারবারই বলেছিলেন যে তিনি অভিনয়ে ফিরতে চান সেটাও সাংসদ হিসাবে দুদিকে ভারসাম্য রেখে। আর তাই আগামী মাস থেকেই তাকে আবার দেখা যাবে শুটিং ফ্লোরে, তার নতুন ছবির নাম ড্রাকুলা স্যার এ। ছবির নাম শুনে ভয়ের বা ভূত কেন্দ্রিক ছবির কথা মনে। ছবিটি একটি সাইকোলজিকাল থ্রিলার,যার পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। এবং মিমির বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য।

ছবিতে অনির্বাণ ভট্টাচার্য এই কলকাতা শহরে একটি প্রাথমিক স্কুলের শিক্ষক যার নাম রক্তিম।এবং তার সামনের দুটো দাঁত এতটাই বড় যে সবাই তাকে ড্রাকুলা স্যার অভিহিত করে। ছবির গল্প 1971 সালের কলকাতার প্রেক্ষাপটে কে কেন্দ্র করে। এবং ছবির আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মঞ্জরী, যে চরিত্রে অভিনয় করছেন মিমি চক্রবর্তী।

তার নতুন এই ছবি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক দেবালয় ভট্টাচার্য আমাদেরকে জানালেন," ড্রাকুলা স্যার হচ্ছে একটি সাইকোলজিকাল থ্রিলার ছবি। গল্পে এক বাঙ্গালী ড্রাকুলার খোঁজ দর্শকরা দেখতে পারবেন। প্রাইমারি স্কুলের একজন অস্থায়ী টিচার যার দুটো লম্বা বড় গজ দাঁত রয়েছে। তার ক্ষেত্রে এই দাঁতগুলি অত্যাধিক বড়।দেখলে মনে হবে যেন একজন ভ্যাম্পায়ার। যার জন্য স্কুলের ছেলেমেয়েরা তাকে ড্রাকুলা স্যার বলে ডাকে। এবং এই পরিস্থিতি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায় যে, তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যার ফলে ধীরে ধীরে সে হয়তো ড্রাকুলা হয়ে ওঠে। সত্যিই কি শেষ পর্যন্ত রক্তিম একজন বাঙালি ড্রাকুলা হয়ে ওঠে কিনা সেটাই জানা যাবে। মিমি নিজে এই ছবিটি এবং এই চরিত্রে অভিনয় করতে ভীষণ উৎসাহী ছিলেন।তাই আমরা তাঁর সেই বড় দায়িত্বের মধ্যে চেষ্টা করব সম্পূর্ণভাবে কাজটাকে উতরে যাওয়ার। একজন অভিনেত্রী সবসময় তেই ভালো চরিত্রে অভিনয় করতে চান। সাংসদ যেমন একটা দিক অভিনেত্রী ও তার আরেকটা দিক। মিমি এই স্কুলের সঙ্গে একদমই যুক্ত না। কিন্তু পরিস্থিতি তাকে এই ড্রাকুলা স্যারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। আমি এই ছবির স্ক্রিপ্টটা যখন ফাইনালি লিখেছিলেন, তখনই আমি অনির্বাণকে ভেবেই ছবির স্ক্রিপ্ট লিখে ছিলাম। ছবিতে আর কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও কিছু ফাইনাল না হলেও ছবিটি এই বছরই মুক্তি পাবে মানে 2020 তে"।


Body:স্টিল কপি


Conclusion:
Last Updated : Dec 27, 2019, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.