কলকাতা : সাংসদ হওয়ার পর একটিও সিনেমায় দেখা যায়নি মিমি চক্রবর্তীকে । নিজের কেন্দ্র ও দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন । তবে অভিনয়ে যে ফিরতে চান সেকথা একাধিকবার বলেছিলেন । সেই দিন এখন আর বেশি দেরি নয় । আসছে তাঁর নতুন ছবি । নাম 'ড্রাকুলা স্যার'। আগামীমাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং ।
নাম শুনে এটিকে ভূতের ছবি বলে মনে হলেও, আদতে এটি একটি সাইকোলজিকাল থ্রিলার । সেখানে মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে । পরিচালনায় দেবালয় ভট্টাচার্য ।
ছবিতে অনির্বাণ কলকাতার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক । চরিত্রটির নাম রক্তিম । আসলে তাঁর সামনের দাঁত দুটি স্বাভাবিকের তুলনায় একটু বড় । তাই তাঁকে 'ড্রাকুলা স্যার' বলেই ডাকে সবাই । ছবির গল্প 1971 সালের কলকাতার প্রেক্ষাপটকে কেন্দ্র করে । অন্যদিকে মিমির চরিত্রের নাম মঞ্জরী ।
-
Yes my next @iammony @SVFsocial @debaloy033 #Anirban
— Mimssi (@mimichakraborty) December 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
We start filming in January 2020. pic.twitter.com/hPUGrrsqsT
">Yes my next @iammony @SVFsocial @debaloy033 #Anirban
— Mimssi (@mimichakraborty) December 27, 2019
We start filming in January 2020. pic.twitter.com/hPUGrrsqsTYes my next @iammony @SVFsocial @debaloy033 #Anirban
— Mimssi (@mimichakraborty) December 27, 2019
We start filming in January 2020. pic.twitter.com/hPUGrrsqsT
ছবি সম্পর্কে দেবালয় বলেন,"এটি একটি সাইকোলজিকাল থ্রিলার । এক শিক্ষকের সামনের দুটি গজ দাঁত স্বাভাবিকের থেকে বড় । তাঁকে দেখলে ভ্যাম্পায়ার বলে মনে হয় । যার জন্য স্কুলের ছেলেমেয়েরা তাঁকে 'ড্রাকুলা স্যার' বলে ডাকে । এবং এই পরিস্থিতি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায় যে, তাঁর জীবনে ঘটে যায় একটা ঘটনা । যার ফলে তিনি হয়তো সত্যিই একদিন ড্রাকুলা হয়ে ওঠেন । অবশ্য তিনি সত্যিই ড্রাকুলা হয়ে উঠেছিলেন কি না তা জানা যাবে ছবিটি দেখলে ।"
ছবিতে মিমির চরিত্রটি ঠিক কী রকম ? এ প্রসঙ্গে পরিচালক বলেন, "মিমি নিজেই এই চরিত্রে অভিনয় করতে উৎসাহী হয়েছিলেন । তবে ছবিতে রক্তিমের স্কুলের সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিলেন না তিনি । কিন্তু, পরিস্থিতি তাঁকে ড্রাকুলা স্যারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় । ছবির স্ক্রিপ্ট লেখার সময় অনির্বাণের কথা ভেবে লিখেছিলাম ।" মিমি ও অনির্বাণ ছাড়া আর কে কে অভিনয় করবেন ছবিতে তা এখনও ঠিক হয়নি । তবে 2020 সালেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ।