ETV Bharat / sitara

একসঙ্গে দিওয়ালি কাটালেন অঙ্কুশ-বিক্রম, চুম্বন ঐন্দ্রিলাকে - Vikram Chatterjee latest news

অভিনেতা বিক্রম চ্যাটার্জি, গায়ক অনীক ধর ও প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে এই বছরের দিওয়ালিটা বেশ ভালোই কাটালেন অঙ্কুশ হাজরা।

Ankush Hajra with Oindrila
author img

By

Published : Oct 28, 2019, 5:20 PM IST

কলকাতা : মাঝে বেশ গুঞ্জন উঠেছিল যে, একটা লাভ ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রমের মধ্যে। 'ফাগুন বউ' ধারাবাহিকের পর থেকেই ঐন্দ্রিলা ও বিক্রমের মধ্যে একটা সম্পর্কের গুজব তৈরি হয়েছিল। কিন্তু, সেই গুজব সম্পূর্ণ রূপে উড়িয়ে দিয়ে একই সঙ্গে ঐন্দ্রিলা ও বিক্রমের সঙ্গে দিওয়ালি কাটালেন অঙ্কুশ।

অঙ্কুশের শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার গালে চুম্বন করছেন তিনি। ক্যাপশনে লেখা, "ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোটাই সব..." অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের কথা সর্বজনবিদিত।

অন্যদিকে আরও একটি ছবিতে অঙ্কুশ ফানুশ ওড়াচ্ছেন বিক্রম ও অনীকের সঙ্গে। ক্যাপশনে লেখা "#friendsforever"...

অঙ্কুশ আবারও প্রমাণ করলেন, কোনও গুজবে কান দেন না তিনি।

কলকাতা : মাঝে বেশ গুঞ্জন উঠেছিল যে, একটা লাভ ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রমের মধ্যে। 'ফাগুন বউ' ধারাবাহিকের পর থেকেই ঐন্দ্রিলা ও বিক্রমের মধ্যে একটা সম্পর্কের গুজব তৈরি হয়েছিল। কিন্তু, সেই গুজব সম্পূর্ণ রূপে উড়িয়ে দিয়ে একই সঙ্গে ঐন্দ্রিলা ও বিক্রমের সঙ্গে দিওয়ালি কাটালেন অঙ্কুশ।

অঙ্কুশের শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার গালে চুম্বন করছেন তিনি। ক্যাপশনে লেখা, "ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোটাই সব..." অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের কথা সর্বজনবিদিত।

অন্যদিকে আরও একটি ছবিতে অঙ্কুশ ফানুশ ওড়াচ্ছেন বিক্রম ও অনীকের সঙ্গে। ক্যাপশনে লেখা "#friendsforever"...

অঙ্কুশ আবারও প্রমাণ করলেন, কোনও গুজবে কান দেন না তিনি।

Intro:Body:

একসঙ্গে দিওয়ালি কাটালেন অঙ্কুশ-বিক্রম, চুম্বন ঐন্দ্রিলাকে



অভিনেতা বিক্রম চ্যাটার্জি, গায়ক অনীক ধর ও প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে এই বছরের দিওয়ালিটা বেশ ভালোই কাটালেন অঙ্কুশ হাজরা।



কলকাতা : মাঝে বেশ গুঞ্জন উঠেছিল যে, একটা লাভ ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রমের মধ্যে। 'ফাগুন বউ' ধারাবাহিকের পর থেকেই ঐন্দ্রিলা ও বিক্রমের মধ্যে একটা সম্পর্কের গুজব তৈরি হয়েছিল। কিন্তু, সেই গুজব সম্পূর্ণ রূপে উড়িয়ে দিয়ে একই সঙ্গে ঐন্দ্রিলা ও বিক্রমের সঙ্গে দিওয়ালি কাটালেন অঙ্কুশ।



অঙ্কুশের শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার গালে চুম্বন করছেন তিনি। ক্যাপশনে লেখা, "ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোটাই সব..."



অন্যদিকে আরও একটি ছবিতে অঙ্কুশ ফানুশ ওড়াচ্ছেন বিক্রম ও অনীকের সঙ্গে। ক্যাপশনে লেখা "#friendsforever"...



অঙ্কুশ আবারও প্রমাণ করলেন, কোনও গুজবে কান দেন না তিনি।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.