কলকাতা : মাঝে বেশ গুঞ্জন উঠেছিল যে, একটা লাভ ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রমের মধ্যে। 'ফাগুন বউ' ধারাবাহিকের পর থেকেই ঐন্দ্রিলা ও বিক্রমের মধ্যে একটা সম্পর্কের গুজব তৈরি হয়েছিল। কিন্তু, সেই গুজব সম্পূর্ণ রূপে উড়িয়ে দিয়ে একই সঙ্গে ঐন্দ্রিলা ও বিক্রমের সঙ্গে দিওয়ালি কাটালেন অঙ্কুশ।
অঙ্কুশের শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলার গালে চুম্বন করছেন তিনি। ক্যাপশনে লেখা, "ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোটাই সব..." অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের কথা সর্বজনবিদিত।
- View this post on Instagram
Its all about spending with ur loved ones .. @love_oindrila .. #happydiwali
">
অন্যদিকে আরও একটি ছবিতে অঙ্কুশ ফানুশ ওড়াচ্ছেন বিক্রম ও অনীকের সঙ্গে। ক্যাপশনে লেখা "#friendsforever"...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অঙ্কুশ আবারও প্রমাণ করলেন, কোনও গুজবে কান দেন না তিনি।