ETV Bharat / sitara

ওয়ার্কআউটের মাঝে হৃত্বিককে নকল করে নাচ অঙ্কুশের - hrithik roshan

হৃত্বিক রোশনের বড় ফ্যান অঙ্কুশ । সম্প্রতি জিমের মধ্যে হৃত্বিক অভিনীত সিনেমার গানের সঙ্গে নেচে ওঠেন অঙ্কুশ । আর এভাবেই হৃত্বিকের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন তিনি ।

sdf
df
author img

By

Published : Apr 9, 2020, 12:23 PM IST

কলকাতা : জিমের মধ্যে হঠাৎই হৃত্বিক অভিনীত সিনেমার গানের সঙ্গে নেচে উঠলেন অঙ্কুশ । হৃত্বিকের নাচকে সম্পূর্ণ নকল করেই নাচতে দেখা গেল তাঁকে । পরে সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

হৃত্বিক রোশনের বড় ফ্যান অঙ্কুশ । নাচে ও অভিনয় অনেক সময়ই হৃত্বিককে নকল করেন তিনি । আর এবার হৃত্বিকের 'ওয়ার' সিনেমার 'ঘুঙরু' গানের সঙ্গে নাচলেন অঙ্কুশ । তাও আবার জিমের মধ্যে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "লকডাউনের মধ্যে ভাবলাম গ্রিক গডকে একটু শ্রদ্ধা জানাই । তাঁর ধারে কাছেও যেতে পারব না । কিন্তু, তাও একটু চেষ্টা করলাম..."।

এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গেই একাধিক কমেন্ট আসতে শুরু করে । কমেন্ট করেন তাঁর বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা । লেখেন, "ঘুঙরুতে 'জয় জয় শিব শংকর' গানের স্টেপ ! মানব না । এই নাচ আবার নাচুন অঙ্কুশ..."।

করোনা আতঙ্কে জেরে দেশজুড়ে জারি লকডাউন । আম জনতা থেকে শুরু করে তারকা গৃহবন্দী সবাই । এই সময়টা নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তাঁরা । কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ জিম করছেন ৷ এরপর সোশাল মিডিয়ায় শেয়ার করছেন সেই সব মুহূর্তগুলি । আর এবার সেই তালিকায় ঢুকে পড়লেন অঙ্কুশও । হৃত্বিকের কায়দায় নেচে ভিডিয়ো শেয়ার করলেন তিনি ।

কলকাতা : জিমের মধ্যে হঠাৎই হৃত্বিক অভিনীত সিনেমার গানের সঙ্গে নেচে উঠলেন অঙ্কুশ । হৃত্বিকের নাচকে সম্পূর্ণ নকল করেই নাচতে দেখা গেল তাঁকে । পরে সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

হৃত্বিক রোশনের বড় ফ্যান অঙ্কুশ । নাচে ও অভিনয় অনেক সময়ই হৃত্বিককে নকল করেন তিনি । আর এবার হৃত্বিকের 'ওয়ার' সিনেমার 'ঘুঙরু' গানের সঙ্গে নাচলেন অঙ্কুশ । তাও আবার জিমের মধ্যে । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "লকডাউনের মধ্যে ভাবলাম গ্রিক গডকে একটু শ্রদ্ধা জানাই । তাঁর ধারে কাছেও যেতে পারব না । কিন্তু, তাও একটু চেষ্টা করলাম..."।

এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গেই একাধিক কমেন্ট আসতে শুরু করে । কমেন্ট করেন তাঁর বান্ধবী অভিনেত্রী ঐন্দ্রিলা । লেখেন, "ঘুঙরুতে 'জয় জয় শিব শংকর' গানের স্টেপ ! মানব না । এই নাচ আবার নাচুন অঙ্কুশ..."।

করোনা আতঙ্কে জেরে দেশজুড়ে জারি লকডাউন । আম জনতা থেকে শুরু করে তারকা গৃহবন্দী সবাই । এই সময়টা নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তাঁরা । কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ জিম করছেন ৷ এরপর সোশাল মিডিয়ায় শেয়ার করছেন সেই সব মুহূর্তগুলি । আর এবার সেই তালিকায় ঢুকে পড়লেন অঙ্কুশও । হৃত্বিকের কায়দায় নেচে ভিডিয়ো শেয়ার করলেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.