হায়দরাবাদ, 12 জুলাই : আবারও ঘরে ঘরে আসছে জনপ্রিয় টিভি ধারাবাহিক পবিত্র রিশতা (Pavitra Rishta 2) ৷ রবিবার জি5 ও এএলটিবালাজি ঘোষণা করেছে যে, এই ধারাবাহিকের দ্বিতীয় সিজন আসতে চলেছে ৷ অঙ্কিতা লোখন্ডেকে (Ankita Lokhande) পেলেও সিজন টু-তে সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) মিস করবেন দর্শকরা ৷
2009 সালের এই ধারাবাহিকেই আম জনতার ঘরের ছেলে হয়ে উঠেছিলেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর পাশাপাশি মানুষের মনে জায়গা করে নেন সুশান্তের তৎকালীন বান্ধবী অঙ্কিতা লোখন্ডেও ৷ একতা কাপুরের পবিত্র রিশতার সিজন টু আসছে শুনে খুশি দর্শকরা ৷ তবে তাঁরা মিস করছেন সুশান্তকে ৷ সুশান্তের জায়গায় সিজন 2-তে অঙ্কিতার বিপরীতে দেখা যাবে শাহির শেখকে (Shaheer Sheikh) ৷
আরও পড়ুন: সৈকতে লাল বিকিনিতে সুপার হট পাওলি, আগুন ধরল ইন্টারনেটে
প্রথম সিজনে সুশান্তের চরিত্রের নাম ছিল মানব এবং অঙ্কিতা অভিনয় করেছিলেন অর্চনা নামে এক সাদামাটা মেয়ের চরিত্রে ৷ তাঁদের দু জনের মিষ্টি প্রেমের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় ৷ পবিত্র রিশতা সিজন টু-এর শুটিং-এর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে এএলটিবালাজি ৷ পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, "অনেক সময় খুব সাধারণ জীবনেও আমরা সবচেয়ে অসাধারণ ভালবাসার গল্প খুঁজে পাই ৷ মানব ও অর্চনার সে রকম অসাধারণ ভালবাসার গল্পের সাক্ষী থাকুন ৷ পবিত্র রিশতার শুটিং শুরু হয়েছে ৷ খুব শিগগিরই এএলটিবালাজি-তে দেখা যাবে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এ বারও অর্চনার চরিত্রে অঙ্কিতাই থাকছেন ৷ তবে মানব চরিত্রে অভিনয় করছেন শাহির শেখ ৷ সুশান্তের পরে এই চরিত্রে অভিনয় করেছেন হিতেন তেজওয়ানি ৷ এই ধারাবাহিকের কথা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন অঙ্কিতাও ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: ভমিকার 6 মাস পূর্ণ, ব্রিটেনের পার্কে পিকনিকে বিরুষ্কা
তাঁর কমেন্ট বক্স শুভেচ্ছার আতিশয্যে বানভাসি হয়েছে ৷ তবে অনেকেই সুশান্তের স্মৃতিচারণা করেছেন ৷ মানব চরিত্রে অন্য কারও কথা ভাবা যায় না বলে দাবি করেছেন কয়েকজন ভক্ত ৷ অনেকের আবার দাবি, সুশান্তের প্রয়াণের পর সেই আবেগকে কাজে লাগাতেই এত বছর পর ফের পবিত্র রিশতা সিজন টু আনার পরিকল্পনা করেছেন প্রযোজকরা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">