ETV Bharat / sitara

নতুন পথচলা শুরু অনির্বাণ-মধুরিমার - anirban marriage

অবশেষে বিয়ে করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । পাত্রী মধুরিমা গোস্বামী । সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে গতকাল ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।

asd
asd
author img

By

Published : Nov 27, 2020, 11:22 AM IST

কলকাতা : 'খোকা'-র বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল । অবশেষে গতকাল নিজের দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করলেন অনির্বাণ ভট্টাচার্য । সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে রেজিস্ট্রি বিয়ে সারেন তাঁরা ।

গত এক বছর ধরে অনির্বাণের বিয়ে নিয়ে একটা জল্পনা শোনা যাচ্ছিল । আর এবার যাবতীয় জল্পনাকে দূরে সরিয়ে সত্যিই বিয়ে করলেন টলিউডের 'খোকা' । ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়াভাবে অনির্বাণের বিয়ের আয়োজন করা হয়েছিল ।

asd
অনির্বাণ-মধুরিমা

ছিমছামভাবেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । আর নব দম্পতির সাজও ছিল একেবারেই ছিমছাম । অনির্বাণ পরেছিলেন লাল পাঞ্জাবি ও লাল-কালো প্রিন্টেড ধুতি । অন্যদিকে মধুরিমার পরনে ছিল লাল শাড়ি । আর তার সঙ্গে মানানসই সোনার গয়না ।

asd
অনির্বাণ-মধুরিমা

অনেকগুলো বছর ধরে নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন অনির্বাণ । সেই সঙ্গে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও পাঁচ বছর কাটিয়ে ফেলেছেন তিনি । অন্যদিকে মধুরিমা হলেন পদ্মশ্রীপ্রাপ্ত মাইম আর্টিস্ট নিরঞ্জন গোস্বামীর কন্যা । পাশাপাশি তিনি নিজেও একজন থিয়েটার অভিনেত্রী ও মাইম আর্টিস্ট । অনির্বাণের সঙ্গে একাধিকবার মঞ্চ শেয়ার করেছেন তিনি । এছাড়া দু'জনেই পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ।

নতুন পথচলা শুরু অনির্বাণ-মধুরিমার

পরিচালক সৃজিত মুখার্জির বিয়ের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অনির্বাণ ও মধুরিমাকে । তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা । তবে এই সম্পর্কের কথা সম্পূর্ণভাবে গোপন করে রেখেছিলেন টলিউডের 'খোকা'। অবশেষে গতকাল বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই জল্পনার অবসান ঘটে । আর সেখান থেকেই এক নতুন জীবন ও পথচলা শুরু করলেন তাঁরা ।

কলকাতা : 'খোকা'-র বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল । অবশেষে গতকাল নিজের দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীকে বিয়ে করলেন অনির্বাণ ভট্টাচার্য । সল্টলেকের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে রেজিস্ট্রি বিয়ে সারেন তাঁরা ।

গত এক বছর ধরে অনির্বাণের বিয়ে নিয়ে একটা জল্পনা শোনা যাচ্ছিল । আর এবার যাবতীয় জল্পনাকে দূরে সরিয়ে সত্যিই বিয়ে করলেন টলিউডের 'খোকা' । ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়াভাবে অনির্বাণের বিয়ের আয়োজন করা হয়েছিল ।

asd
অনির্বাণ-মধুরিমা

ছিমছামভাবেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । আর নব দম্পতির সাজও ছিল একেবারেই ছিমছাম । অনির্বাণ পরেছিলেন লাল পাঞ্জাবি ও লাল-কালো প্রিন্টেড ধুতি । অন্যদিকে মধুরিমার পরনে ছিল লাল শাড়ি । আর তার সঙ্গে মানানসই সোনার গয়না ।

asd
অনির্বাণ-মধুরিমা

অনেকগুলো বছর ধরে নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন অনির্বাণ । সেই সঙ্গে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেও পাঁচ বছর কাটিয়ে ফেলেছেন তিনি । অন্যদিকে মধুরিমা হলেন পদ্মশ্রীপ্রাপ্ত মাইম আর্টিস্ট নিরঞ্জন গোস্বামীর কন্যা । পাশাপাশি তিনি নিজেও একজন থিয়েটার অভিনেত্রী ও মাইম আর্টিস্ট । অনির্বাণের সঙ্গে একাধিকবার মঞ্চ শেয়ার করেছেন তিনি । এছাড়া দু'জনেই পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ।

নতুন পথচলা শুরু অনির্বাণ-মধুরিমার

পরিচালক সৃজিত মুখার্জির বিয়ের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অনির্বাণ ও মধুরিমাকে । তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা । তবে এই সম্পর্কের কথা সম্পূর্ণভাবে গোপন করে রেখেছিলেন টলিউডের 'খোকা'। অবশেষে গতকাল বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই জল্পনার অবসান ঘটে । আর সেখান থেকেই এক নতুন জীবন ও পথচলা শুরু করলেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.