ETV Bharat / sitara

"মিস শেফালির লড়াই নারীবাদের প্রতীক"

মিস শেফালির প্রয়াণে শোকাহত পরিচালক অনীক দত্ত ।

োে্
োে্
author img

By

Published : Feb 6, 2020, 10:24 PM IST

কলকাতা : "মিস শেফালির মধ্যে লড়াই করার একটা শক্তি ছিল । অনেক আর্থিক প্রতিকূলতা ছিল । তার থেকে অনেক লড়াই করে বেরিয়ে এসেছিলেন । তাঁর লড়াই নারীবাদের প্রতীক ।" বললেন পরিচালক অনীক দত্ত । মিস শেফালির প্রয়াণে শোকাহত তিনিও ।

মিস শেফালিই কলকাতার প্রথম ক্যাবারে ড্যান্সার হিসেবে খ্যাতিলাভ করেছিলেন । দীর্ঘ অসুস্থতার পর অবশেষে আজ চলে গেলেন 'আইডল অফ দা ক্যাবারে' মিস শেফালি । উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভা 33 নম্বর ওয়ার্ডের কামারপাড়ার বাড়িতে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

অনীক দত্ত বলেন, "আমার ভীষণ খারাপ লেগেছে । প্রবাদপ্রতিম যাকে বলি আমরা উনি তাই ছিলেন । ওঁর সম্পর্কে অনেক কিছু শুনেছি । সকলেই ওঁর সম্পর্কে জানেন । অনেক ওঠা-পড়া রয়েছে তাঁর জীবনে । যেকোনও মানুষের চলে যাওয়া দুঃখের । সেখানে মিস শেফালির মতো একজনের চলে যাওয়া খুবই কষ্টের । মানুষের মনে ওঁর একটা জায়গা ছিল ।"

অনীক দত্তর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ভূতিষ্যতের ভূত'-এ মিস শেফালির কিছু কিছু উপাদান নিয়ে একটি চরিত্র তৈরি করেছিলেন পরিচালক । সেই চরিত্রে অভিনয় করেছিলেন চান্দ্রেয়ী ঘোষ । এ প্রসঙ্গে অনীক বলেন, "ওই চরিত্রে মিস শেফালির কিছু কিছু উপাদান ছিল । আমি এমন একটা চরিত্র দাঁড় করাতে চাইছিলাম, যা ক্যাবারেকে কেন্দ্র করে । যেই ক্যাবারে এখন আর নেই । সেটা করতে গিয়ে, এবং তার মধ্যে দিয়ে সমাজ সম্পর্কে অনেক কিছু বলতে চেয়েছিলাম । তবে সেখানে এমন অনেক কিছু ছিল, যার সঙ্গে মিস শেফালির কোনও মিল ছিল না । দেখিয়েছিলাম যে তাঁকে খুন করা হয়েছিল । কিন্তু, সেটা তো আসল ঘটনা নয় । তবে মিস শেফালির সম্পর্কের কাছাকাছি ছিল । এভাবে তাঁকে সম্মান জানাতে চেয়েছিলাম । তাই নামেরও মিল ছিল ।"

কলকাতা : "মিস শেফালির মধ্যে লড়াই করার একটা শক্তি ছিল । অনেক আর্থিক প্রতিকূলতা ছিল । তার থেকে অনেক লড়াই করে বেরিয়ে এসেছিলেন । তাঁর লড়াই নারীবাদের প্রতীক ।" বললেন পরিচালক অনীক দত্ত । মিস শেফালির প্রয়াণে শোকাহত তিনিও ।

মিস শেফালিই কলকাতার প্রথম ক্যাবারে ড্যান্সার হিসেবে খ্যাতিলাভ করেছিলেন । দীর্ঘ অসুস্থতার পর অবশেষে আজ চলে গেলেন 'আইডল অফ দা ক্যাবারে' মিস শেফালি । উত্তর 24 পরগনার পানিহাটি পৌরসভা 33 নম্বর ওয়ার্ডের কামারপাড়ার বাড়িতে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

অনীক দত্ত বলেন, "আমার ভীষণ খারাপ লেগেছে । প্রবাদপ্রতিম যাকে বলি আমরা উনি তাই ছিলেন । ওঁর সম্পর্কে অনেক কিছু শুনেছি । সকলেই ওঁর সম্পর্কে জানেন । অনেক ওঠা-পড়া রয়েছে তাঁর জীবনে । যেকোনও মানুষের চলে যাওয়া দুঃখের । সেখানে মিস শেফালির মতো একজনের চলে যাওয়া খুবই কষ্টের । মানুষের মনে ওঁর একটা জায়গা ছিল ।"

অনীক দত্তর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ভূতিষ্যতের ভূত'-এ মিস শেফালির কিছু কিছু উপাদান নিয়ে একটি চরিত্র তৈরি করেছিলেন পরিচালক । সেই চরিত্রে অভিনয় করেছিলেন চান্দ্রেয়ী ঘোষ । এ প্রসঙ্গে অনীক বলেন, "ওই চরিত্রে মিস শেফালির কিছু কিছু উপাদান ছিল । আমি এমন একটা চরিত্র দাঁড় করাতে চাইছিলাম, যা ক্যাবারেকে কেন্দ্র করে । যেই ক্যাবারে এখন আর নেই । সেটা করতে গিয়ে, এবং তার মধ্যে দিয়ে সমাজ সম্পর্কে অনেক কিছু বলতে চেয়েছিলাম । তবে সেখানে এমন অনেক কিছু ছিল, যার সঙ্গে মিস শেফালির কোনও মিল ছিল না । দেখিয়েছিলাম যে তাঁকে খুন করা হয়েছিল । কিন্তু, সেটা তো আসল ঘটনা নয় । তবে মিস শেফালির সম্পর্কের কাছাকাছি ছিল । এভাবে তাঁকে সম্মান জানাতে চেয়েছিলাম । তাই নামেরও মিল ছিল ।"

Intro:চলে গেলেন ক্যাবারে কুইন মিস শেফালী। তাঁর প্রয়াণে শোকাহত হয়েছেন পরিচালক অনীক দত্ত। ETV ভারত সিতারার সঙ্গে তিনি শেয়ার করলেন সেই কথাই।


Body:পরিচালক আমাদের বললেন, "আমার ভীষন খারাপ লেগেছে। উনি প্রায় প্রবাদপ্রতিম যাকে বলি আমরা। ওঁর সম্বন্ধে অনেককিছু শুনেছি। সকলেই ওঁর সম্পর্কে জানেন। অনেক উত্থান-পতন দিয়ে গেছেন তিনি। খুব ড্রামাটিক জীবন ছিল। যেকোনও মানুষের চলে যাওয়া দুঃখের। সেখানে মিস শেফালীর মতো একজনের চলে যাওয়া খুব কষ্টের। মানুষের মনে ওঁর একটা জায়গা ছিল।" সেই সঙ্গে অনীক দত্ত যোগ করেন, "মিস শেফালীর মধ্যে লড়াই করার একটা শক্তি ছিল। অনেক আর্থিক প্রতিকূলতা ছিল। তার থেকে লড়াই করে বেরিয়ে এসে ডমিনাতে করেছিলেন। সেটা মিস শেফালীর নারীবাদী স্টেটমেন্ট।" অনীক দত্তর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ভতিষ্যতের ভূত'এ তিনি মিস শেফালীর কিছু কিছু উপাদান নিয়ে তৈরি একটি চরিত্র দেখিয়েছিলেন। সেই চরিত্রে অভিনয় করেছিলেন চন্দ্রেয়ী ঘোষ। অনীক দত্ত বললেন, "ওই চরিত্রে মিস শেফালীর কিছু কিছু উপাদান ছিল। আমি এমন একটা চরিত্র দাঁড় করাতে চাইছিলাম, যা ক্যাবারেকে কেন্দ্র করে। যেই ক্যাবারে এখন আর নেই। সেটা করতে গিয়ে, এবং তার মধ্যে দিয়ে সমাজ সম্পর্কে অনেককিছু বলতে চেয়েছিলাম। তবে সেখানে এমন অনেককিছু ছিল, যার সঙ্গে মিস শেফালীর মিল নেই। দেখেছিলাম সে মারা গেছে রুপালি, চন্দ্রেয়ীয়ের চরিত্র। খুন করা হয়েছিল, সেটা তো আসল ঘটনা নয়। তবে মিস শেফালীর সঙ্গে কাছাকাছি ছিল। হোমাজ করতে চেয়েছিলাম, তাই নামেরও মিল ছিল। মিস শেফালী আসলে অ্যামায়ার করার মত একজন মানুষ।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.