কলকাতা : অনীক ধরের পরিবারের সঙ্গে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলার ভালোই বন্ধুত্ব রয়েছে । প্রায়ই একে অপরের বাড়িতে যাতায়াত করেন তাঁরা । সম্প্রতি অনীকের বাড়িতে গিয়েছিলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা । কিন্তু, গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছেন তা বুঝতেই পারেননি অঙ্কুশ । তখনই তাঁর মুখে ফিডিং বোতল ধরেন অনীক ।
টেবিলের উপর রাখা ফাঁকা ফিডিং বোতল নিয়ে তা ঘুমন্ত অঙ্কুশের মুখে ঠেকান অনীক । কিন্তু, তাতেও অঙ্কুশের ঘুম ভাঙেনি । বরং হালকা করে চোখ খুলে ফের মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়েন তিনি । আর এই দৃশ্য দেখে ঘরে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন ।
এদিকে ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করার পরই তাতে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । অঙ্কুশের এই শিশুসুলভ আচরণ দেখে খুশি হয়েছেন সবাই । একজন আবার লেখেন, "একটা ঘুমন্ত বাচ্চাকে কি এভাবে ডিস্টার্ব করা উচিত ?"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
যাই হোক কাজের দিক থেকে এখন একাধিক ছবি রয়েছে অঙ্কুশের হাতে । তার মধ্যে 'ম্যাজিক' ছবিতে ঐন্দ্রিলার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । এছাড়াও রয়েছে 'মৃগয়া' ও 'ভয়'-এর মতো ছবিগুলি ।