মুম্বই, 7 নভেম্বর: রোম্যান্টিক মিষ্টি হিরোর যুগে সিনেপ্রেমীদের মনে তোলপাড় ফেলে দিয়েছিলেন অ্যাংরি ইয়াং ম্যান ৷ দীর্ঘকায় রোগাসোগা চেহারার ছেলেটিকে শুরুর দিন থেকেই মনে ধরেছিল দর্শকদের ৷ সেই শুরু ৷ আর ফিরে তাকাতে হয়নি ৷ আশির কোঠায় দাঁড়িয়ে আজও তিনিই বলিউডের শাহেনশা ৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ কেরিয়ারের উজ্জ্বল 52 বছর (52 years in Bollywood) পূর্তির উদযাপন করলেন বিগ বি ৷
অমিতাভ বচ্চনের বলিউডে অভিষেক ঘটেছিল সাত হিন্দুস্থানি (Saat Hindustani) ছবি দিয়ে ৷ 52 বছর আগে আজকের দিনেই মুক্তি পায় তাঁর প্রথম ছবি ৷ সেই সোনালী স্মৃতি রোমন্থন করে আজ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অমিতাভ ৷ সাত হিন্দুস্থানি ফিল্মের ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "1969 সালের 15 ফেব্রুয়ারি আমার প্রথম ছবি সাত হিন্দুস্থানির জন্য সই করি ৷ এই ছবি মুক্তি পায় 1969 সালের 7 নভেম্বর...52 বছর...আজ !"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বিগ বি সেই ফিল্মের যে দুটি ছবি পোস্ট করেছেন, তার একটিতে দেখা যাচ্ছে যুবা অমিতাভকে ৷ আর অপর ছবিতে তাঁর পাশে রয়েছেন প্রবীণ অভিনেতা মধু, উৎপল দত্ত ও জালাল আগা-সহ আরও অনেকে ৷
আরও পড়ুন: Aryan Khan : আরবাজকে জেরা সিটের, কাল আরিয়ানের হাজিরার সম্ভাবনা
এই পোস্ট বানভাসি হয়েছে ভক্তদের শুভেচ্ছায় ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি - সবাই ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রবীণ অভিনেতাকে ৷ অভিনেত্রী তিসকা চোপড়া লিখেছেন, "এবং ভারতীয় সিনেমার ইতিহাসের দুরন্ত একটা অধ্যায় শুরু হল ৷" বিগ বি-পুত্র অভিষেক বচ্চন লিখেছেন, "1969 সালের 15 ফেব্রুয়ারির জন্য ঈশ্বরকে ধন্যবাদ ৷" অমিতাভের পোস্টে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন ৷
-
T 4089 -
— Amitabh Bachchan (@SrBachchan) November 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
on 15th Feb 1969 signed my first film "Saat Hindustani" & it released on 7 November 1969…
52 Years .. TODAY !! pic.twitter.com/Pf0IBWFiiX
">T 4089 -
— Amitabh Bachchan (@SrBachchan) November 7, 2021
on 15th Feb 1969 signed my first film "Saat Hindustani" & it released on 7 November 1969…
52 Years .. TODAY !! pic.twitter.com/Pf0IBWFiiXT 4089 -
— Amitabh Bachchan (@SrBachchan) November 7, 2021
on 15th Feb 1969 signed my first film "Saat Hindustani" & it released on 7 November 1969…
52 Years .. TODAY !! pic.twitter.com/Pf0IBWFiiX
আরও পড়ুন: Sooryavanshi Box Office Collection : বক্স অফিস শাসন আক্কি-রোহিতের, 2 দিনেই 50 কোটির ঘরে সূর্যবংশী
কর্মজীবনের 52 বছর অতিক্রান্ত হওয়ার পর এখনও বলিউডে দাপিয়ে অভিনয় করে চলেছেন অমিতাভ বচ্চন ৷ শিগগিরই বড় পর্দায় গুডবাই ফিল্মে নীনা গুপ্তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ৷ রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্রেও রয়েছেন তিনি ৷ এছাড়াও তাঁকে দেখা যাবে মেডে ও ঝুন্ডেও ৷