ETV Bharat / sitara

Big B In Dehradun For New Film : নতুন ছবি 'গুডবাই'-এর শ্যুটিংয়ের জন্য উত্তরাখণ্ডে পৌঁছলেন বিগ বি - Big B New Film Good Bye

নিজের নতুন ছবি 'গুডবাই'-এর শ্যুটিংয়ের জন্য এবার উত্তরাখণ্ডে পৌঁছলেন বিগ বি ৷ আগামী কয়েকদিন এখানেই চলবে ছবির কাজ (Big B New Film Good Bye) ৷

Big B In Dehradun For New Film
নতুন ছবি 'গুডবাই'-এর কাজের জন্য উত্তরাখণ্ডে পৌঁছলেন বিগ বি
author img

By

Published : Mar 25, 2022, 5:31 PM IST

দেরাদুন, 25 মার্চ : নিজের নতুন ছবি 'গুডবাই'-এর শ্যুটিংয়ের জন্য এবার উত্তরাখণ্ডে পৌঁছলেন বিগ বি ৷ 26 মার্চ থেকে উত্তরাখণ্ডে 1 এপ্রিল পর্যন্ত শ্যুটিং করার কথা রয়েছে তাঁর ৷ ছবিতে অমিতাভের সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন 'পুষ্পা' খ্যাত রশ্মিকা মান্দানাও ৷ এদিন বিশেষ চ্যাটার্ড বিমানে দেরাদুন বিমান বন্দরে পৌঁছান বিগ বি (Big B New Film Good Bye) ৷

বিমান বন্দরের কর্মীদের সঙ্গে ছবি তোলার জন্য এদিনও পোজও দেন অমিতাভ ৷ তারপর অবশ্য় প্রচণ্ড ভিড়ের মধ্যে কড়া নিরাপত্তায় টার্মিনাল থেকে বের করে আনা হয় তাঁকে ৷ দেরাদুন বিমান বন্দর থেকে এরপর নরেন্দ্র নগরের দিকে রওনা দেন তিনি ৷ খবর অনুযায়ী মুম্বই বিমান বন্দর থেকে এদিন সকাল দশটা নাগাদ রওনা হন বিগ বি ৷

আরও পডু়ন : রেট্রো লুকে অনুরাগীদের মনে ঝড় 'পঞ্জাব কী ক্যাটরিনা'

'গুডবাই' ছবির পরিচালনা করছেন বিকাশ বহেল ৷ প্রযোজনার দায়ভার একতা কাপুর এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ওপর ৷ শুধু দেরাদুন নয়, ছবির শ্যুটিংয়ের জন্য় চণ্ডীগড় এবং হরিদ্বারেও যেতে হচ্ছে দলকে ৷ অমিতাভ, রশ্মিকা ছাড়াও ছবিতে দেখা যাবে নিনা গুপ্তকে ৷ খবর অনুযায়ী ছবিতে তাঁর বিপরীতেই অভিনয় করবেন বিগ বি ৷ মাঝে কিছুদিন বিগ বির অসুস্থতার জন্য থমকে ছিল শ্য়ুটিং ৷ তবে সুস্থ হয়ে ওঠা মাত্রই ফের জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন তিনি ৷

দেরাদুন, 25 মার্চ : নিজের নতুন ছবি 'গুডবাই'-এর শ্যুটিংয়ের জন্য এবার উত্তরাখণ্ডে পৌঁছলেন বিগ বি ৷ 26 মার্চ থেকে উত্তরাখণ্ডে 1 এপ্রিল পর্যন্ত শ্যুটিং করার কথা রয়েছে তাঁর ৷ ছবিতে অমিতাভের সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন 'পুষ্পা' খ্যাত রশ্মিকা মান্দানাও ৷ এদিন বিশেষ চ্যাটার্ড বিমানে দেরাদুন বিমান বন্দরে পৌঁছান বিগ বি (Big B New Film Good Bye) ৷

বিমান বন্দরের কর্মীদের সঙ্গে ছবি তোলার জন্য এদিনও পোজও দেন অমিতাভ ৷ তারপর অবশ্য় প্রচণ্ড ভিড়ের মধ্যে কড়া নিরাপত্তায় টার্মিনাল থেকে বের করে আনা হয় তাঁকে ৷ দেরাদুন বিমান বন্দর থেকে এরপর নরেন্দ্র নগরের দিকে রওনা দেন তিনি ৷ খবর অনুযায়ী মুম্বই বিমান বন্দর থেকে এদিন সকাল দশটা নাগাদ রওনা হন বিগ বি ৷

আরও পডু়ন : রেট্রো লুকে অনুরাগীদের মনে ঝড় 'পঞ্জাব কী ক্যাটরিনা'

'গুডবাই' ছবির পরিচালনা করছেন বিকাশ বহেল ৷ প্রযোজনার দায়ভার একতা কাপুর এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ওপর ৷ শুধু দেরাদুন নয়, ছবির শ্যুটিংয়ের জন্য় চণ্ডীগড় এবং হরিদ্বারেও যেতে হচ্ছে দলকে ৷ অমিতাভ, রশ্মিকা ছাড়াও ছবিতে দেখা যাবে নিনা গুপ্তকে ৷ খবর অনুযায়ী ছবিতে তাঁর বিপরীতেই অভিনয় করবেন বিগ বি ৷ মাঝে কিছুদিন বিগ বির অসুস্থতার জন্য থমকে ছিল শ্য়ুটিং ৷ তবে সুস্থ হয়ে ওঠা মাত্রই ফের জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.