ETV Bharat / sitara

শেষযাত্রায় অমলা শংকর - mamata shankar

আজ দুপুরের দিকে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় অমলা শংকরের ।

sdf
sdf
author img

By

Published : Jul 24, 2020, 2:37 PM IST

Updated : Jul 24, 2020, 4:11 PM IST

কলকাতা : আজ ভোরে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শংকর । বয়স হয়েছিল 101 বছর । দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি । দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । দুপুরের দিকে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।

মায়ের শেষকৃত্য সম্পন্ন করার পর কান্নায় ভেঙে পড়েন মমতা শংকর । বলেন, "এরচেয়ে ভালো মৃত্যু মানুষের হয় না । মায়ের সব স্বপ্ন পূরণ হয়েছিল । মা চাইতেন শান্তিতে চলে যেতে । তাই হয়েছে । কোনও রোগ না, কোনও ব্যাধি না । ঘুমের মধ্যে শান্তিতে চলে গেলেন মা ।"

sdf
.

কিন্তু, মা চলে গেলে মেয়ের কাছে তা যে অপূরণীয় ক্ষতি, সে আর বলার অপেক্ষা রাখে না । মায়ের শেষকৃত্যের সময় মমতা শঙ্করের মাতৃহারা কান্না প্রত্যক্ষ করেছে শ্মশান চত্বর।

অমলা শংকরের জামাই চন্দ্রোদয় ঘোষের কাছে অমলা শংকরের মৃত্যু ঠিক যেন এক বন্ধু হারানোর মতো কষ্টের । তিনিও ভেঙে পড়লেন আমাদের ক্যামেরায় । দেখে নিন ভিডিয়ো..

দেখে নিন ভিডিয়ো..

যেখানেই থাকুন ভালো থাকুন অমলা শংকর, কামনা করে ETV ভারত সিতারা ।

কলকাতা : আজ ভোরে ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শংকর । বয়স হয়েছিল 101 বছর । দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি । দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । দুপুরের দিকে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।

মায়ের শেষকৃত্য সম্পন্ন করার পর কান্নায় ভেঙে পড়েন মমতা শংকর । বলেন, "এরচেয়ে ভালো মৃত্যু মানুষের হয় না । মায়ের সব স্বপ্ন পূরণ হয়েছিল । মা চাইতেন শান্তিতে চলে যেতে । তাই হয়েছে । কোনও রোগ না, কোনও ব্যাধি না । ঘুমের মধ্যে শান্তিতে চলে গেলেন মা ।"

sdf
.

কিন্তু, মা চলে গেলে মেয়ের কাছে তা যে অপূরণীয় ক্ষতি, সে আর বলার অপেক্ষা রাখে না । মায়ের শেষকৃত্যের সময় মমতা শঙ্করের মাতৃহারা কান্না প্রত্যক্ষ করেছে শ্মশান চত্বর।

অমলা শংকরের জামাই চন্দ্রোদয় ঘোষের কাছে অমলা শংকরের মৃত্যু ঠিক যেন এক বন্ধু হারানোর মতো কষ্টের । তিনিও ভেঙে পড়লেন আমাদের ক্যামেরায় । দেখে নিন ভিডিয়ো..

দেখে নিন ভিডিয়ো..

যেখানেই থাকুন ভালো থাকুন অমলা শংকর, কামনা করে ETV ভারত সিতারা ।

Last Updated : Jul 24, 2020, 4:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.