মুম্বই, 28 জানুয়ারি : পরিচালক সঞ্জয় লীলা বনশালির হাত ধরে আসতে চলেছে নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ এবার সামনে এল ছবির সিনেমা হলে মুক্তির তারিখ ৷ প্রোডাকশন হাউসের তরফে জানানো হয়েছে 25 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি ( Gangubai Kathiawadi to hit big screens on this date) ৷ শেষ কয়েক বছরে সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই ছিল দীপিকা-রণবীর জুটি ৷ 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত'-এর ছবিতে সঞ্জয়ের হাত ধরে পর্দায় সকলের মন জয় করে নিয়েছিলেন বলিউডের এই রঙিন জুটি তবে এবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'তে সঞ্জয় মুখ্য চরিত্রে বেছে নিয়েছেন আলিয়া ভাটকে ৷ তাই ছবিটি কবে মুক্তি পাবে তা নিয়ে একটা আলাদা আগ্রহ তো রয়েছেই ৷
প্রোডাকশন হাউসের করা একটি টুইটে জানানো হয়েছে, "25 ফেব্রুয়ারি 2022 আপনার কাছের সিনেমাহলে গিয়ে তার সাম্রাজ্য়ের সাক্ষী থাকুন ৷ #গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি " হাসান জাহিদির লেখা "মাফিয়া কুইনস অফ মুম্বই"-এর একটি অধ্যায়ের ওপর ভিত্তি করে বানানো হয়েছে এই ছবি ৷ গাঙ্গুবাঈ যিনি 1960-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান মুখ হয়ে উঠেছিলেন, আবার একইসঙ্গে যিনি অর্জন করেছিলেন সকলের শ্রদ্ধাও ৷ সেই চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলবেন আলিয়া ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: সেকেলে ধারণা বদলাতে এবার এল ছোট ছবি, 'সোচ বদলো সচ নেহি'
পরের মাসে 72তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে ৷ আসলে করোনার দাপটে বারবার পিছিয়ে গিয়েছে ছবিটির মুক্তির তারিখ ৷ এবার অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় আসতে চলেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">