ETV Bharat / sitara

Akshay Kumar: আইসিইউ-তে মা, ব্রিটেনে শ্যুটিং ফেলে মুম্বই ফিরলেন অক্ষয়

মুম্বইয়ের হাসপাতালে আইসিইউ-তে ভর্তি অক্ষয় কুমারের (Akshay Kumar) মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia) ৷ সেই খবর পেয়ে ব্রিটিনে সিন্ডেরেলার (Cinderella) শ্যুটিং ফেলে মুম্বই পৌঁছেছেন বেল বটমের (Bell Bottom) অভিনেতা ৷

akshay kumar mother aruna bhatia in icu, actor returned back to Mumbai from uk
আইসিইউ-তে মা, ব্রিটেনে শ্যুটিং ফেলে মুম্বই ফিরলেন অক্ষয়
author img

By

Published : Sep 7, 2021, 12:47 PM IST

মুম্বই, 7 সেপ্টেম্বর : গুরুতর অসুস্থ বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) মা ৷ তাঁকে মুম্বইয়ের (Mumbai) হীরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিএইতে রাখা হয়েছে ৷ এই খবর পেয়ে শ্যুটিং ফেলে ব্রিটেন থেকে মুম্বই ফিরেছেন অক্ষয় ৷

জানা গিয়েছে, শুক্রবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়াকে (Aruna Bhatia)৷ তবে পরিবারের অনুরোধে এই খবর গোপন রাখে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে ৷ পরবর্তী প্রজেক্ট সিন্ডেরেলার (Cinderella) শ্যুটিং-এ ব্রিটেনে ছিলেন অক্ষয় কুমার ৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে আর দেরি করেননি তিনি ৷ শ্যুটিং মাঝপথে ফেলে রেখে তড়িঘড়ি মুম্বইয়ের বিমানে ওঠেন ৷ সোমবার ভোররাতে মুম্বই পৌঁছন বলিউডের খিলাড়ি ৷

আরও পড়ুন: Pori Moni: দেশমাতা একটু নিরাপত্তা দিন ! কাতর আকুতি পরীমণির

অক্ষয়ের পরবর্তী ছবি রঞ্জিৎ এম তিওয়ারি পরিচালিত সিন্ডেরেলা একটি সাইকোলজিকাল থ্রিলার ৷ তিওয়ারিই অক্ষয়ের শেষ ছবি বেল বটমেরও (Bell Bottom) পরিচালক ছিলেন ৷ সিন্ডেরেলাতে অক্ষয় ছাড়াও দেখা যাবে রাকুল প্রীত সিং-কে ৷ জানা গিয়েছে, অক্ষয় চলে এলেও ফিল্মের শ্যুটিং বন্ধ হয়নি ৷ অন্যান্য দৃশ্যের শ্যুটিং চলছে ৷

আরও পড়ুন: Bigg Boss OTT: প্রতীকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন নেহার স্বামী

আগামী দিনে অক্ষয় কুমারের পরপর বেশ কয়েকটি ফিল্ম আসতে চলেছে ৷ রোহিত শেট্টির সূর্যবংশীতে (Sooryavanshi) ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে তাঁকে ৷ এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা মিলবে রণবীর সিং ও অজয় দেবগণের ৷ এ ছাড়াও ভূমি পেদনেকরের সঙ্গে রক্ষাবন্ধন (Raksha Bandhan) এবং সারা আলি খান ও ধনুশের সঙ্গে আতরঙ্গি রে (Atrangi Re)-তে অভিনয় করছেন বেল বটম স্টার ৷ এগুলি ছাড়াও রাম সেতুতেও (Ram Setu) দেখা যাবে তাঁকে ৷ সেখানে তাঁর সঙ্গে থাকছেন নুসরত ভারুচা ও জ্যাকলিন ফার্নান্ডেজ ৷

আরও পড়ুন: Manike Mage Hithe : এবার 'মানিকে মাগে হিথে'-র হিরো আলম ভার্সন, শুনেই দেখুন

মুম্বই, 7 সেপ্টেম্বর : গুরুতর অসুস্থ বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) মা ৷ তাঁকে মুম্বইয়ের (Mumbai) হীরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিএইতে রাখা হয়েছে ৷ এই খবর পেয়ে শ্যুটিং ফেলে ব্রিটেন থেকে মুম্বই ফিরেছেন অক্ষয় ৷

জানা গিয়েছে, শুক্রবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয় অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়াকে (Aruna Bhatia)৷ তবে পরিবারের অনুরোধে এই খবর গোপন রাখে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে ৷ পরবর্তী প্রজেক্ট সিন্ডেরেলার (Cinderella) শ্যুটিং-এ ব্রিটেনে ছিলেন অক্ষয় কুমার ৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে আর দেরি করেননি তিনি ৷ শ্যুটিং মাঝপথে ফেলে রেখে তড়িঘড়ি মুম্বইয়ের বিমানে ওঠেন ৷ সোমবার ভোররাতে মুম্বই পৌঁছন বলিউডের খিলাড়ি ৷

আরও পড়ুন: Pori Moni: দেশমাতা একটু নিরাপত্তা দিন ! কাতর আকুতি পরীমণির

অক্ষয়ের পরবর্তী ছবি রঞ্জিৎ এম তিওয়ারি পরিচালিত সিন্ডেরেলা একটি সাইকোলজিকাল থ্রিলার ৷ তিওয়ারিই অক্ষয়ের শেষ ছবি বেল বটমেরও (Bell Bottom) পরিচালক ছিলেন ৷ সিন্ডেরেলাতে অক্ষয় ছাড়াও দেখা যাবে রাকুল প্রীত সিং-কে ৷ জানা গিয়েছে, অক্ষয় চলে এলেও ফিল্মের শ্যুটিং বন্ধ হয়নি ৷ অন্যান্য দৃশ্যের শ্যুটিং চলছে ৷

আরও পড়ুন: Bigg Boss OTT: প্রতীকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন নেহার স্বামী

আগামী দিনে অক্ষয় কুমারের পরপর বেশ কয়েকটি ফিল্ম আসতে চলেছে ৷ রোহিত শেট্টির সূর্যবংশীতে (Sooryavanshi) ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা যাবে তাঁকে ৷ এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা মিলবে রণবীর সিং ও অজয় দেবগণের ৷ এ ছাড়াও ভূমি পেদনেকরের সঙ্গে রক্ষাবন্ধন (Raksha Bandhan) এবং সারা আলি খান ও ধনুশের সঙ্গে আতরঙ্গি রে (Atrangi Re)-তে অভিনয় করছেন বেল বটম স্টার ৷ এগুলি ছাড়াও রাম সেতুতেও (Ram Setu) দেখা যাবে তাঁকে ৷ সেখানে তাঁর সঙ্গে থাকছেন নুসরত ভারুচা ও জ্যাকলিন ফার্নান্ডেজ ৷

আরও পড়ুন: Manike Mage Hithe : এবার 'মানিকে মাগে হিথে'-র হিরো আলম ভার্সন, শুনেই দেখুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.