ETV Bharat / sitara

Yard: বাংলা ছবিতে এবার শিশু পাচার, বন্দুক হাতে নয়া অবতারে ঐশ্বর্য - শিশু পাচারের খবর

বাংলা ছবি ইয়ার্ডে (Yard) এ বার ধরা দেবে শিশু পাচারের গল্প ৷ বন্দুক হাতে নয়া অবতারে দেখা যাবে ঐশ্বর্য সেনকে (Aishwarya Sen) ৷

aishwarya sen's bengali film yard is all about Child trafficking
বাংলা ছবিতে এবার শিশু পাচার, বন্দুক হাতে নয়া অবতারে ঐশ্বর্য
author img

By

Published : Oct 28, 2021, 8:27 PM IST

কলকাতা, 28 অক্টোবর: বাংলা ছবিতে এ বার শিশু পাচারের গল্প । পরিচালক প্রার্জুন মজুমদার ।

বাংলা ছবিতে এবার আসছে শিশু পাচারের গল্প । রহস্য উদঘাটন এবং রোমাঞ্চ সবই মিশে থাকবে গল্পে । প্রার্জুন মজুমদার পরিচালিত এবং মুকেশ পাণ্ডে প্রযোজিত এই ক্রাইম-ড্রামার নাম 'ইয়ার্ড' (Yard)। শিশু পাচারের মতো জঘন্য অপরাধের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি ।

স্বাভাবিকভাবেই এই ছবিতে সমাজের জন্য একটি শক্তিশালী বার্তা রয়েছে । গল্পের দিকে তাকালে দেখব, স্নেহা নামে একটি মেয়ের জীবন ওলটপালট হয়ে যায় যখন তার ভাই অর্জুন তার বাবার হত্যার পরপরই অপহৃত হয় । স্নেহা তার ভাইকে খুঁজতে থাকে । খোঁজ করতে করতে সে এক কঠিন সত্যের মুখোমুখি হয় । সে জানতে পারে যে এই শিশু পাচার ব্যবসার সঙ্গে তার বাবাও জড়িত ছিল । এক অন্ধকার রহস্য আবিষ্কার করে সে । সে দেখা করে শৌমিকের সঙ্গে । শৌমিকের ছোট ছেলেকে তার বাবা অপহরণ করে বিক্রি করে দেয় এক শিশু সংগ্রহকারীর কাছে । এর ভিতরে রয়েছে আরও অনেক রহস্যের জাল । জানতে হলে ছবিটি দেখতে হবে ।

আরও পড়ুন: Bishakto Manush: বিষাক্ত মানুষে যৌন নির্যাতনকারীর চরিত্রে সঙ্ঘশ্রী

স্নেহার চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য সেন (Aishwarya Sen) । এ ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, রাঘব কুমার ও আমান সিনহা প্রমুখ ।

আরও পড়ুন: Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

ঐশ্বর্য এই মুহূর্তে টেলিভিশনের কাজে ব্যস্ত না হলেও ওয়েব সিরিজে বেজায় ব্যস্ত । এ বার বড় পর্দাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে । বন্দুক হাতে এক অন্য ইমেজে ধরা দেবেন ঐশ্বর্য । এই ঐশ্বর্যকে চেনে না দর্শক ।

আরও পড়ুন: Alia Ranbir Marriage: ডিসেম্বরেই বিয়ে আলিয়া-রণবীরের ? বিরুষ্কার পথে ডেস্টিনেশন ইতালি ?

কলকাতা, 28 অক্টোবর: বাংলা ছবিতে এ বার শিশু পাচারের গল্প । পরিচালক প্রার্জুন মজুমদার ।

বাংলা ছবিতে এবার আসছে শিশু পাচারের গল্প । রহস্য উদঘাটন এবং রোমাঞ্চ সবই মিশে থাকবে গল্পে । প্রার্জুন মজুমদার পরিচালিত এবং মুকেশ পাণ্ডে প্রযোজিত এই ক্রাইম-ড্রামার নাম 'ইয়ার্ড' (Yard)। শিশু পাচারের মতো জঘন্য অপরাধের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি ।

স্বাভাবিকভাবেই এই ছবিতে সমাজের জন্য একটি শক্তিশালী বার্তা রয়েছে । গল্পের দিকে তাকালে দেখব, স্নেহা নামে একটি মেয়ের জীবন ওলটপালট হয়ে যায় যখন তার ভাই অর্জুন তার বাবার হত্যার পরপরই অপহৃত হয় । স্নেহা তার ভাইকে খুঁজতে থাকে । খোঁজ করতে করতে সে এক কঠিন সত্যের মুখোমুখি হয় । সে জানতে পারে যে এই শিশু পাচার ব্যবসার সঙ্গে তার বাবাও জড়িত ছিল । এক অন্ধকার রহস্য আবিষ্কার করে সে । সে দেখা করে শৌমিকের সঙ্গে । শৌমিকের ছোট ছেলেকে তার বাবা অপহরণ করে বিক্রি করে দেয় এক শিশু সংগ্রহকারীর কাছে । এর ভিতরে রয়েছে আরও অনেক রহস্যের জাল । জানতে হলে ছবিটি দেখতে হবে ।

আরও পড়ুন: Bishakto Manush: বিষাক্ত মানুষে যৌন নির্যাতনকারীর চরিত্রে সঙ্ঘশ্রী

স্নেহার চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্য সেন (Aishwarya Sen) । এ ছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, রাঘব কুমার ও আমান সিনহা প্রমুখ ।

আরও পড়ুন: Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

ঐশ্বর্য এই মুহূর্তে টেলিভিশনের কাজে ব্যস্ত না হলেও ওয়েব সিরিজে বেজায় ব্যস্ত । এ বার বড় পর্দাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে । বন্দুক হাতে এক অন্য ইমেজে ধরা দেবেন ঐশ্বর্য । এই ঐশ্বর্যকে চেনে না দর্শক ।

আরও পড়ুন: Alia Ranbir Marriage: ডিসেম্বরেই বিয়ে আলিয়া-রণবীরের ? বিরুষ্কার পথে ডেস্টিনেশন ইতালি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.