মুম্বই, 7 অক্টোবর: মাদক মামলায় (Drug Case) আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে বলিউডের বিরুদ্ধে ফের বিস্ফোরণ ঘটালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan) শাহরুখ-পুত্রকে খোলা চিঠি লিখে কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন ৷ তার কয়েক মিনিটের মধ্যেই এই নিয়ে নিজের চেনা মেজাজে ধরা দেন বলিউডের কুইন ৷ নাম না-করে তাঁর প্রাক্তন চর্চিত বয়ফ্রেন্ড হৃত্বিককেই যেন তিনি নিশানা করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বলিউডের মাফিয়া পাপ্পুরা এখন আরিয়ান খানের স্বপক্ষে এসে দাঁড়াচ্ছে ৷
আজ সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আরিয়ানের একটি ছবি পোস্ট করে দীর্ঘ বার্তা দেন হৃত্বিক রোশন ৷ তিনি আরিয়ানের উদ্দেশে খোলা চিঠিতে লেখেন, "আমার প্রিয় আরিয়ান, জীবন একটা অদ্ভুত সফর ৷ এটা অনিশ্চিত বলেই অপূর্ব ৷ এটা দারুণ কারণ এটি তোমারে কঠিন পিচে ফেলে দেয়, তবে ঈশ্বর মহান ৷ তিনি সবচেয়ে সক্ষম মানুষটিকেই সবচেয়ে কঠিন বলটা খেলতে দেন ৷ তোমাকে বেছে নেওয়া হয়েছে, কারণ এত ডামাডোলের মধ্যেও তুমি নিজের চাপটা নিজের কাঁধেই নিতে পার ৷ আর আমি জানি যে এটা এখন তুমি বুঝতে পারছ ৷ বুঝতে পারছি তোমার রাগ, দ্বন্দ্ব, অসহায়তা ৷ তোমার মধ্যে থেকে নায়ককে বের করে আনার প্রয়োজনীয় উপাদানগুলি রয়েছে । কিন্তু সতর্ক থেকো, সেই একই উপাদান ভাল জিনিসগুলিকেও পুড়িয়ে দিতে পারে... দয়া, করুণা, ভালবাসাকে । নিজেকে পোড়াও, তবে যেটুকু প্রয়োজন ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের
হৃত্বিক আরও লিখেছেন, "ভুল, ব্যর্থতা, জয়, সাফল্য - এগুলি সবই এক যদি তুমি জানো যে, কোনটা জীবনে আঁকড়ে রাখতে হবে এবং কোনটাকে ছুড়ে ফেলে দিতে হবে ৷ তোমাকে ছোটবেলা থেকে চিনি এবং বড় হওয়ার পরও তোমাকে চিনি...শান্ত থাক, আলোর উপর ভরসা রাখ ৷ নিজের উপরও ৷ লাভ ইউ ম্যান ৷"
আরও পড়ুন: Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র
হৃত্বিকের এই চিঠির অব্যবহিত পরেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিস্ফোরণ ঘটান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, "এখন সব মাফিয়া পাপ্পুরা আরিয়ান খানের স্বপক্ষে দাঁড়াচ্ছে...আমরা ভুল করি কিন্তু সেগুলিকে আমরা মহিমান্বিত করি না...আমি বিশ্বাস রাখি যে, এটি তাঁকে তাঁর কর্মের পরিণতি উপলব্ধি করাবে ৷ এটি তাঁকে আরও ভাল ও বড় করতে পারে বলে আশা করা যায় ৷ যিনি কঠিন সময়ের মধ্যে আছেন, তাঁকে নিয়ে পরনিন্দা করাটা যেমন উচিত নয়, তেমনই তিনি কিছু ভুল করেননি তাঁকে এটা বোঝানোও অপরাধ ৷"
গত 2 অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে শাহরুখ খানের পুত্র আরিয়ানকে ৷ ক্রুজে হানা দিয়ে বেশ কিছুও মাদকও উদ্ধার করেছে বলে দাবি করেছে এনসিবি ৷