ETV Bharat / sitara

Swatilekha Sengupta: বেলাশেষে ফেরা হল না ঘরে, প্রয়াত স্বাতীলেখা - swatilekha sengupta latest news

প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) ৷ বয়স হয়েছিল 71 বছর ৷ আজ দুপুর দুটোয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি ৷

প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত
প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত
author img

By

Published : Jun 16, 2021, 3:20 PM IST

Updated : Jun 17, 2021, 7:11 PM IST

কলকাতা, 16 জুন : প্রয়াত হলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর ৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷ তাঁর ডায়ালিসিসও চলছিল ৷ তবে গত বেশ কয়েকদিন ধরে তিনি আইসিইউ-তে ছিলেন ৷ আজ পৌনে তিনটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয় ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

জন্ম 1950 সালে ৷ 20 বছর বয়সে এলাহাবাদে এসি বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নাটকের জগতে যাত্রা শুরু স্বাতীলেখা সেনগুপ্তর ৷ 1978 সালে তিনি কলকাতায় আসেন এবং নান্দীকার নাট্যদলে যোগ দেন ৷ ক্রমে মঞ্চাভিনেত্রী হিসেবে বাংলার মানুষের মনে জায়গা করে নেন তিনি ৷ বাংলার নাট্যজগতে তিনি একটি প্রতিষ্ঠিত নাম ৷ ভারতীয় থিয়েটারে অবদানের জন্য তিনি পেয়েছেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ৷ পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কারেও সম্মানীত করা হয় তাঁকে ৷

আরও পড়ুন: এই লকডাউনে কেমন আছেন স্বাতীলেখা ?

মঞ্চের পাশাপাশি সিনেমার পর্দাতে তাঁর পদার্পণ ঘটে 1975 সালে ৷ সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে' ছবিতে তিনি ছিলেন মুখ্য চরিত্র বিমলার ভূমিকায় ৷ তাঁর মুখে শোনা যায় নারীমুক্তির কথা ৷ এরপর বহুদিন আর ফিল্মে দেখা যায়নি তাঁকে ৷ বরং মঞ্চে তাঁর উপস্থিতি ছিল অনেক বেশি উজ্জ্বল ৷ আবারও 2015 সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'বেলাশেষে'তে পর্দায় প্রত্যাবর্তন ঘটে স্বাতীলেখা সেনগুপ্তর ৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী আরতি মজুমদারের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় ৷ এই ছবির আর এক অধ্যায় 'বেলাশুরু'তেও অভিনয় করেছেন তিনি ৷ এখানেও তিনি স্ক্রিন শেয়ার করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ এ ছাড়াও এ বছরই রাজ চক্রবর্তীর পরিচালনায় ধর্মযুদ্ধ ফিল্মে নজর কেড়েছেন এই নাট্যব্যক্তিত্ব ৷

আরও পড়ুন: মালদা জেলায় স্থাপিত হতে চলেছে প্রথম বৃদ্ধাশ্রম 'বেলাশেষে'

গত মাসেই গিয়েছে তাঁর জন্মদিন ৷ 71 বছরে পড়েছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্তের স্ত্রী ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ৷ লিখেছিলেন, "বেলাশেষে থেকে বেলাশুরু । তিরিশ বছর পর আবার তুমিই পারো দুশো সতের দিনের বক্স অফিস রেকর্ড গড়তে । সবাই অপেক্ষা করছে তোমায় দেখবে বলে । Happy birthday my heroine. My darling. My guru. My teacher. সাবাস স্বাতীলেখা সেনগুপ্ত !!"

এই নাট্যব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়

এই নাট্যব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ৷ তিনি ইটিভি ভারতকে বলেছেন, "এটা একটা অপূরণীয় ক্ষতি ৷ থিয়েটার ও ফিল্ম জগতকে তাঁর আরও অনেক কিছু দেওয়ার ছিল ৷ সেটা হল না ৷ তাঁর থেকে নাটক শিখতে পারাটা আমার জীবনের বড় প্রাপ্তি ৷"

বেলাশুরু দর্শকরা দেখবেন ৷ কিন্তু, দেখা হবে না স্বাতীলেখার ৷

কলকাতা, 16 জুন : প্রয়াত হলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর ৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷ তাঁর ডায়ালিসিসও চলছিল ৷ তবে গত বেশ কয়েকদিন ধরে তিনি আইসিইউ-তে ছিলেন ৷ আজ পৌনে তিনটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয় ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

জন্ম 1950 সালে ৷ 20 বছর বয়সে এলাহাবাদে এসি বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নাটকের জগতে যাত্রা শুরু স্বাতীলেখা সেনগুপ্তর ৷ 1978 সালে তিনি কলকাতায় আসেন এবং নান্দীকার নাট্যদলে যোগ দেন ৷ ক্রমে মঞ্চাভিনেত্রী হিসেবে বাংলার মানুষের মনে জায়গা করে নেন তিনি ৷ বাংলার নাট্যজগতে তিনি একটি প্রতিষ্ঠিত নাম ৷ ভারতীয় থিয়েটারে অবদানের জন্য তিনি পেয়েছেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার ৷ পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কারেও সম্মানীত করা হয় তাঁকে ৷

আরও পড়ুন: এই লকডাউনে কেমন আছেন স্বাতীলেখা ?

মঞ্চের পাশাপাশি সিনেমার পর্দাতে তাঁর পদার্পণ ঘটে 1975 সালে ৷ সত্যজিৎ রায়ের 'ঘরে বাইরে' ছবিতে তিনি ছিলেন মুখ্য চরিত্র বিমলার ভূমিকায় ৷ তাঁর মুখে শোনা যায় নারীমুক্তির কথা ৷ এরপর বহুদিন আর ফিল্মে দেখা যায়নি তাঁকে ৷ বরং মঞ্চে তাঁর উপস্থিতি ছিল অনেক বেশি উজ্জ্বল ৷ আবারও 2015 সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'বেলাশেষে'তে পর্দায় প্রত্যাবর্তন ঘটে স্বাতীলেখা সেনগুপ্তর ৷ সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী আরতি মজুমদারের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় ৷ এই ছবির আর এক অধ্যায় 'বেলাশুরু'তেও অভিনয় করেছেন তিনি ৷ এখানেও তিনি স্ক্রিন শেয়ার করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ৷ এ ছাড়াও এ বছরই রাজ চক্রবর্তীর পরিচালনায় ধর্মযুদ্ধ ফিল্মে নজর কেড়েছেন এই নাট্যব্যক্তিত্ব ৷

আরও পড়ুন: মালদা জেলায় স্থাপিত হতে চলেছে প্রথম বৃদ্ধাশ্রম 'বেলাশেষে'

গত মাসেই গিয়েছে তাঁর জন্মদিন ৷ 71 বছরে পড়েছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্তের স্ত্রী ৷ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ৷ লিখেছিলেন, "বেলাশেষে থেকে বেলাশুরু । তিরিশ বছর পর আবার তুমিই পারো দুশো সতের দিনের বক্স অফিস রেকর্ড গড়তে । সবাই অপেক্ষা করছে তোমায় দেখবে বলে । Happy birthday my heroine. My darling. My guru. My teacher. সাবাস স্বাতীলেখা সেনগুপ্ত !!"

এই নাট্যব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়

এই নাট্যব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ৷ তিনি ইটিভি ভারতকে বলেছেন, "এটা একটা অপূরণীয় ক্ষতি ৷ থিয়েটার ও ফিল্ম জগতকে তাঁর আরও অনেক কিছু দেওয়ার ছিল ৷ সেটা হল না ৷ তাঁর থেকে নাটক শিখতে পারাটা আমার জীবনের বড় প্রাপ্তি ৷"

বেলাশুরু দর্শকরা দেখবেন ৷ কিন্তু, দেখা হবে না স্বাতীলেখার ৷

Last Updated : Jun 17, 2021, 7:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.