ETV Bharat / sitara

Payel De: প্রথমবার ওয়েব সিরিজে পায়েল - পায়েল দে অভিনেত্রী

বড় পর্দায় আগেই ডেবিউ করেছেন ৷ এ বার ওয়েব সিরিজে অভিষেক (Web Series Debut) ঘটতে চলেছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-র (Payel De)। হইচইয়ের 'ইন্দু' ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি ৷

actress-payel-de-first-time-acting-in-web-series
প্রথমবার ওয়েব সিরিজে পায়েল দে
author img

By

Published : Oct 6, 2021, 5:23 PM IST

কলকাতা, 6 অক্টোবর: কিছুদিন আগেই 'মুখোশ' ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় ডেবিউ করছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে (Payel De)। বড় পর্দায় দর্শকদের তারিফ পাওয়ার পর এবার ওয়েব সিরিজে অভিষেক (Web Series Debut) ঘটতে চলেছে অভিনেত্রীর ৷

সাহানা দত্তের প্রযোজনা সংস্থা 'মিসিং স্ক্রু'-এর ব্যানারে তৈরি হয়েছে ওয়েব সিরিজ 'ইন্দু'। হইচইতে খুব তাড়াতাড়িই আসছে এই ওয়েব সিরিজ । ইতিমধ্যেই দর্শকদের কাছে এসে গিয়েছে ওয়েব সিরিজের প্রথম টিজার । তাতেই দেখা গিয়েছে, একজন মানসিক ভারসাম্যহীন মহিলার চরিত্রে অভিনয় করছেন পায়েল । বেশ কয়েক মাস আগেই পায়েল তাঁর সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিত দিয়েছিলেন এই ওয়েব সিরিজের । সঙ্গে নিজের পোস্টে ট্যাগও করেছিলেন সাহানা দত্তকে । অবশেষে জানা গেল পুরোটাই । 'ইন্দু' ওয়েব সিরিজের প্রথম টিজার সামনে আসতেই অভিনব এক চরিত্রে ধরা দিলেন পায়েল ।

actress-payel-de-first-time-acting-in-web-series
প্রথমবার ওয়েব সিরিজে পায়েল দে

আরও পড়ুন: Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের

নিজের নয়া সফর নিয়ে পায়েল জানিয়েছেন, "আমার চরিত্রের নাম কৌশানি । বাড়ির সকলে আমাকে কুশি বলে ডাকে । সে বাড়ির বড় মেয়ে, বিয়ের পর তিন বছর যেতে না-যেতেই কন্যা সন্তান সঙ্গে নিয়ে নিজের বাড়ি ফিরে আসতে হয় তাঁকে । কুশি মানসিকভাবে অসুস্থ । জীবন সম্বন্ধে তাঁর ধারণা সেভাবে নেই । নিজের মেজো ভাই (বুকাই) তাঁকে কিছুটা হলেও আগলে রাখে । তাঁর বউয়ের সঙ্গেই একমাত্র কুশি আতঙ্কহীন ভাবে মিশতে পারে । বাদ বাকি মানুষদের থেকে বেশ কিছুটা নিজেকে সরিয়ে রাখে সে । কিন্তু কেন মানুষের প্রতি ওর এই আতঙ্ক, সেই গল্পটা জানতে গেলেই অপেক্ষা করতে হবে 'ইন্দু'র জন্য । আমি খুব আশাবাদী, দর্শকদের 'ইন্দু' এবং এই কাহিনিতে ঘিরে থাকা কুশির যে চরিত্র তা বেশ ভাল লাগবে ।"

actress-payel-de-first-time-acting-in-web-series
মানসিক ভারসাম্যহীন মহিলার চরিত্রে

আরও পড়ুন: Iman Chakraborty: এবার পুজোয় ইচ্ছে ডানায় ভাসবেন ইমন

'ইন্দু'-র পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল । ফ্যামিলি ড্রামার মোড়কে বেশ টানটান রহস্যের গল্প শোনাবে এই ওয়েব সিরিজ । পায়েল এই মুহূর্তে 'দেশের মাটি' ধারাবাহিকে উজ্জয়িনীর চরিত্রে অভিনয় করছেন । তাঁর বিপরীতে রয়েছেন তথাগত মুখোপাধ্যায় । একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন পায়েল । লিড রোলে না-থেকেও দর্শকের নজর কেড়েছেন নিজের অভিনয়ের দৌলতে ।

আরও পড়ুন: Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের

কলকাতা, 6 অক্টোবর: কিছুদিন আগেই 'মুখোশ' ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় ডেবিউ করছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে (Payel De)। বড় পর্দায় দর্শকদের তারিফ পাওয়ার পর এবার ওয়েব সিরিজে অভিষেক (Web Series Debut) ঘটতে চলেছে অভিনেত্রীর ৷

সাহানা দত্তের প্রযোজনা সংস্থা 'মিসিং স্ক্রু'-এর ব্যানারে তৈরি হয়েছে ওয়েব সিরিজ 'ইন্দু'। হইচইতে খুব তাড়াতাড়িই আসছে এই ওয়েব সিরিজ । ইতিমধ্যেই দর্শকদের কাছে এসে গিয়েছে ওয়েব সিরিজের প্রথম টিজার । তাতেই দেখা গিয়েছে, একজন মানসিক ভারসাম্যহীন মহিলার চরিত্রে অভিনয় করছেন পায়েল । বেশ কয়েক মাস আগেই পায়েল তাঁর সোশ্যাল মিডিয়াতে ইঙ্গিত দিয়েছিলেন এই ওয়েব সিরিজের । সঙ্গে নিজের পোস্টে ট্যাগও করেছিলেন সাহানা দত্তকে । অবশেষে জানা গেল পুরোটাই । 'ইন্দু' ওয়েব সিরিজের প্রথম টিজার সামনে আসতেই অভিনব এক চরিত্রে ধরা দিলেন পায়েল ।

actress-payel-de-first-time-acting-in-web-series
প্রথমবার ওয়েব সিরিজে পায়েল দে

আরও পড়ুন: Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের

নিজের নয়া সফর নিয়ে পায়েল জানিয়েছেন, "আমার চরিত্রের নাম কৌশানি । বাড়ির সকলে আমাকে কুশি বলে ডাকে । সে বাড়ির বড় মেয়ে, বিয়ের পর তিন বছর যেতে না-যেতেই কন্যা সন্তান সঙ্গে নিয়ে নিজের বাড়ি ফিরে আসতে হয় তাঁকে । কুশি মানসিকভাবে অসুস্থ । জীবন সম্বন্ধে তাঁর ধারণা সেভাবে নেই । নিজের মেজো ভাই (বুকাই) তাঁকে কিছুটা হলেও আগলে রাখে । তাঁর বউয়ের সঙ্গেই একমাত্র কুশি আতঙ্কহীন ভাবে মিশতে পারে । বাদ বাকি মানুষদের থেকে বেশ কিছুটা নিজেকে সরিয়ে রাখে সে । কিন্তু কেন মানুষের প্রতি ওর এই আতঙ্ক, সেই গল্পটা জানতে গেলেই অপেক্ষা করতে হবে 'ইন্দু'র জন্য । আমি খুব আশাবাদী, দর্শকদের 'ইন্দু' এবং এই কাহিনিতে ঘিরে থাকা কুশির যে চরিত্র তা বেশ ভাল লাগবে ।"

actress-payel-de-first-time-acting-in-web-series
মানসিক ভারসাম্যহীন মহিলার চরিত্রে

আরও পড়ুন: Iman Chakraborty: এবার পুজোয় ইচ্ছে ডানায় ভাসবেন ইমন

'ইন্দু'-র পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল । ফ্যামিলি ড্রামার মোড়কে বেশ টানটান রহস্যের গল্প শোনাবে এই ওয়েব সিরিজ । পায়েল এই মুহূর্তে 'দেশের মাটি' ধারাবাহিকে উজ্জয়িনীর চরিত্রে অভিনয় করছেন । তাঁর বিপরীতে রয়েছেন তথাগত মুখোপাধ্যায় । একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন পায়েল । লিড রোলে না-থেকেও দর্শকের নজর কেড়েছেন নিজের অভিনয়ের দৌলতে ।

আরও পড়ুন: Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.