কলকাতা : এই লকডাউন মানুষের মধ্যে থেকে খুঁজে বের করছে সুপ্ত প্রতিভাকে । মানুষ জানতে পারছেন তাঁর জীবনের অন্য দিকগুলো । যেমন জানতে পেরেছেন অভিনেতা ওম সাহানি । 'গোত্র' ছবির জনপ্রিয় 'রঙ্গবতী' গানে দেবলীনা দত্তর বিপরীতে ছিলেন ওম । প্রচুর বাণিজ্যিক ছবির মুখ্য চরিত্রেও কাজ করেছেন । তবে লকডাউনে বাড়িতে বসে একটুও সময় নষ্ট করছেন না তিনি । সিনেমা তৈরি করার ইচ্ছে তাঁর অনেকদিনের । সিনেমা বানানোর কারিগরি শিখে ফেলেছেন এই ফাঁকে । লেখাপড়া করছেন সেই বিষয়ে । আর তারই প্রতিফলন ওমের ছবি 'ইকা'।
ETV ভারতকে ওম বলেন, "এই লকডাউনে আমার ছবি বানানোর ইচ্ছে পূরণ করছি । মোবাইলেই শুট করছি পুরোটা । এটা পাঁচটা সিজ়নে আসবে । প্রথমটার নাম 'সমান্তরাল পৃথিবী'। 25 এপ্রিল এটি মুক্তি পেয়েছে । আর দ্বিতীয়টির নাম 'ইকা'। এটার কাজ একটু বাকি রয়েছে । পরের সপ্তাহে রিলিজ় করার ইচ্ছা আছে ।"
ওম আরও বলেন, "আমার ছবির বিষয় প্যারালাল ওয়ার্ল্ড । এই পৃথিবীতেই আমরা যেগুলো চাই, যেগুলো পাই না, সেগুলো হয়তো অন্য পৃথিবীতে পাই । এরকম কী কোনও লুপহোল আছে, যা দিয়ে আমরা প্যারালাল পৃথিবীর সঙ্গে যোগাযোর করতে পারি ? অনেক সময় এমন কিছু হয় যা আমাদের মনে হয় আগেও হয়েছে, যেটাকে আমরা দেজাভু বলি । এটা কী ? কেন হয় ? প্যারালাল, টাইম মেশিন, এসব নিয়েই পুরো সিরিজ়টা করছি । সিরিজ়টার নাম 'দা ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার'। 5টা পার্ট আছে ।"