মুম্বই, 22 নভেম্বর: দেশজুড়ে ক্রমে কমছে কোভিড আক্রান্তের সংখ্যা ৷ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ ৷ কাজে ফিরছে আম জনতা থেকে সেলিব্রিটিরা (Coronavirus in celebrities)৷ এই অবস্থায় আবারও করোনার থাবা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৷ কোভিড 19-এ আক্রান্ত হলেন দক্ষিণি স্টার কমল হাসান ৷ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে (Kamal Haasan Tests Positive)৷
নিজের জামাকাপড়ের ব্র্যান্ডের উদ্বোধনে দিনকয়েক আগেই আমেরিকা গিয়েছিলেন কমল হাসান (Kamal Haasan)৷ তাঁর পরবর্তী ফিল্মের শুটিং শুরু হবে বলে তড়িঘড়ি ফিরেও আসেন ৷ লোকেশ কানাগারাজ পরিচালিত 'বিক্রম' ছবির কাজ শিগগিরই শুরু হওয়ার কথা ৷ তবে সর্দি-কাশি থাকায় তিনি কোভিড 19 পরীক্ষা করান এবং দুর্ভাগ্যবশত সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷
আরও পড়ুন: Corona in India : দৈনিক সংক্রমণ কমে 8 হাজারের ঘরে, কমল মৃ্ত্যুও
নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই খবর নিজেই জানান কমল হাসান (kamal haasan corona) ৷ তামিলে টুইট করে (kamal haasan twitter) তিনি যা লিখেছেন তার অনুবাদ করলে দাঁড়ায়, "আমেরিকা থেকে ফেরার পর আমার সামান্য সর্দি হয়েছিল ৷ পরীক্ষা করে নিশ্চিত হই যে আমার কোভিড 19 রিপোর্ট পজিটিভ ৷ আমি হাসপাতালে নিজেকে আইসোলেশনে (Kamal Haasan hospitalised) রেখেছি ৷ ভাইরাসের সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি, এটা সবাইকে বোঝার জন্য অনুরোধ করছি ৷"
আরও পড়ুন: আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন কমল হাসান
কমল হাসান কোভিডে আক্রান্ত হওয়ায় বিক্রমের শেষ শুটিং শেডিউল স্থগিত রাখা হয়েছে ৷ এই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল ৷ এই অ্যাকশন থ্রিলারের মিউজিক করেছেন অনিরুধ রবিচন্দ্র ৷ বিক্রমে দেখা যাবে অর্জুন দাস, কালিদাস জয়ারাম, ময়না নন্দিনী-সহ আরও অনেকে ৷
আরও পড়ুন: রজনীকান্তের রাজনীতিতে না আসার সিদ্ধান্তে "আশাহত" কমল হাসান