ETV Bharat / sitara

কোভিড কাড়ল আয়ুষ্মানের ড্রিম গার্ল কো-স্টারের প্রাণ - আয়ুষ্মান খুরানা

করোনা কাড়ল বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানার সহ-অভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভের প্রাণ ৷ ড্রিম গার্লে আয়ুষ্মানের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ৷

actor Ayushmann Khurrana's Dream Girl co-star Rinku Singh Nikumbh dies of Covid-19
কোভিড কাড়ল আয়ুষ্মানের ড্রিম গার্ল কো-স্টারের প্রাণ
author img

By

Published : Jun 4, 2021, 5:12 PM IST

মুম্বই, 4 জুন : কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানার সহ-অভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভ ৷ ড্রিম গার্লে আয়ুষ্মানের সঙ্গে অভিনয় করেছেন তিনি ৷ শেষ তাঁকে দেখা গিয়েছে আদর জৈনের হ্যালো চার্লিতে ৷

গত কয়েকদিন ধরেই কোভিডের উপসর্গ দেখা দেয় রিঙ্কু সিং নিকুম্ভের ৷ তাঁর তুতো বোন চন্দা সিং জানিয়েছেন, 25 মে রিঙ্কুর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপর বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি ৷ পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তাঁর অ্যাস্থমা থাকায় দিতে হয় আইসিইউতে ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন চন্দা ৷ তিনি জানিয়েছেন, 7 মে করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছিলেন রিঙ্কু ৷ শিগগিরই তাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল ৷

চন্দা আরও জানিয়েছেন, "সম্প্রতি একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এর জন্য গোয়া যাওয়ার কথা ছিল ওর ৷ তবে কোভিডের জন্যই আমরা ওকে যেতে দিইনি ৷ কে জানত, ও বাড়িতে থেকেই সংক্রমিত হবে !"

আরও পড়ুন: হাতে কাজ নেই, কার্তিকের কেরিয়ারেও কি তবে সমাপ্তির রেখা ?

চিড়িয়াঘর, মেরি হানিকারক বিবি-র মতো বহু জনপ্রিয় সিরিজেও পরিচিত মুখ ছিলেন রিঙ্কু ৷ গত বছর সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের মেডিক্যাল ড্রামা ধড়কনেও কাজ করার কথা ছিল তাঁর ৷ ড্রিম গার্লে রিঙ্কু, আয়ুষ্মান ছাড়াও নুসরত ভারুচা, অন্নু কাপুর, মনজ্যোত সিং ছিলেন ড্রিম গার্লে ৷

মুম্বই, 4 জুন : কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল বলিউডের অভিনেতা আয়ুষ্মান খুরানার সহ-অভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভ ৷ ড্রিম গার্লে আয়ুষ্মানের সঙ্গে অভিনয় করেছেন তিনি ৷ শেষ তাঁকে দেখা গিয়েছে আদর জৈনের হ্যালো চার্লিতে ৷

গত কয়েকদিন ধরেই কোভিডের উপসর্গ দেখা দেয় রিঙ্কু সিং নিকুম্ভের ৷ তাঁর তুতো বোন চন্দা সিং জানিয়েছেন, 25 মে রিঙ্কুর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপর বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি ৷ পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তাঁর অ্যাস্থমা থাকায় দিতে হয় আইসিইউতে ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন চন্দা ৷ তিনি জানিয়েছেন, 7 মে করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছিলেন রিঙ্কু ৷ শিগগিরই তাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল ৷

চন্দা আরও জানিয়েছেন, "সম্প্রতি একটি বিজ্ঞাপনের শ্যুটিং-এর জন্য গোয়া যাওয়ার কথা ছিল ওর ৷ তবে কোভিডের জন্যই আমরা ওকে যেতে দিইনি ৷ কে জানত, ও বাড়িতে থেকেই সংক্রমিত হবে !"

আরও পড়ুন: হাতে কাজ নেই, কার্তিকের কেরিয়ারেও কি তবে সমাপ্তির রেখা ?

চিড়িয়াঘর, মেরি হানিকারক বিবি-র মতো বহু জনপ্রিয় সিরিজেও পরিচিত মুখ ছিলেন রিঙ্কু ৷ গত বছর সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের মেডিক্যাল ড্রামা ধড়কনেও কাজ করার কথা ছিল তাঁর ৷ ড্রিম গার্লে রিঙ্কু, আয়ুষ্মান ছাড়াও নুসরত ভারুচা, অন্নু কাপুর, মনজ্যোত সিং ছিলেন ড্রিম গার্লে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.