ETV Bharat / sitara

GIFF-এ সেরা পরিচালকের পুরস্কার 'অব্যক্ত'-র ঝুলিতে

গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'অব্যক্ত'র জন্যই সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন অর্জুন ।

ff
author img

By

Published : Nov 7, 2019, 11:23 PM IST

Updated : Nov 7, 2019, 11:47 PM IST

কলকাতা : বাংলা ছবি হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চগুলিতে প্রশংসা পাচ্ছে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'অব্যক্ত'। সম্প্রতি গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'অব্যক্ত'র জন্যই সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন অর্জুন ।

এবছর গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান কম্পিটিশনের বিভাগে ছিল 'ইনার ভয়েস' (অন্তর্ধ্বনী), 'দা টিচার' (মাসাব), 'অ্যাবোড' (ইদাম), 'লাউড স্পিকার' (ভোয়ানগা), 'ডিয়ার মলি' (হোদি), 'মা আম্মা', 'Jwlwi - দা সিড', 'সিয়িং' (দিথি), 'Ravening'এর (আমিশ) মতো ছবি। এই ছবিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন অর্জুন ।

অর্জুন বলেন, "একসপ্তাহ ধরে ফেস্টিভাল চলেছে । গতকাল ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠান । আমাকে দেওয়া হয়েছে সেরা পরিচালকের পুরস্কার । এই নিয়ে চারটে পুরস্কার পেল ছবিটি । কিন্তু সেরা পরিচালকের জন্য প্রথম পুরস্কার পেল 'অব্যক্ত'।"

GIFF
পুরস্কার

মা-ছেলের সুখের সম্পর্কের গল্প নিয়েই 'অব্যক্ত'। সেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, ছেলের চরিত্রে অনুভব কাঞ্জিলাল । ছেলে মায়ের কাছে ফিরছে অনেকগুলো বছর পর । সম্পর্কভিত্তিক এই ছবি জিতে নিল আরও একটা পুরস্কার ।

অর্জুন আরও বলেন, "এই ছবি দেখার জন্য গুয়াহাটিতে এসেছিলেন 450 জন দর্শক । তাঁদের মধ্যে 200 জনকে আমাদের ফেরত পাঠাতে হয়েছিল । বসার জায়গা ছিল না ।"

অর্জুনের আরেকটি ছবি 'গুলদাস্তা' শুটিং শেষ হয়েছে । ছবিটি মুক্তি পেতে পারে 2020 সালের মাঝামাঝি । এবং 'অব্যক্ত' মুক্তি পেতে পারে 2020 সালেরই শুরুর দিকে । এই পুরস্কারের জন্য ETV ভারত সিতারার তরফে অর্জুনকে এবং টিম 'অব্যক্ত'কে অনেক শুভেচ্ছা ।

কলকাতা : বাংলা ছবি হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চগুলিতে প্রশংসা পাচ্ছে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'অব্যক্ত'। সম্প্রতি গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'অব্যক্ত'র জন্যই সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন অর্জুন ।

এবছর গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান কম্পিটিশনের বিভাগে ছিল 'ইনার ভয়েস' (অন্তর্ধ্বনী), 'দা টিচার' (মাসাব), 'অ্যাবোড' (ইদাম), 'লাউড স্পিকার' (ভোয়ানগা), 'ডিয়ার মলি' (হোদি), 'মা আম্মা', 'Jwlwi - দা সিড', 'সিয়িং' (দিথি), 'Ravening'এর (আমিশ) মতো ছবি। এই ছবিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন অর্জুন ।

অর্জুন বলেন, "একসপ্তাহ ধরে ফেস্টিভাল চলেছে । গতকাল ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠান । আমাকে দেওয়া হয়েছে সেরা পরিচালকের পুরস্কার । এই নিয়ে চারটে পুরস্কার পেল ছবিটি । কিন্তু সেরা পরিচালকের জন্য প্রথম পুরস্কার পেল 'অব্যক্ত'।"

GIFF
পুরস্কার

মা-ছেলের সুখের সম্পর্কের গল্প নিয়েই 'অব্যক্ত'। সেখানে মায়ের চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, ছেলের চরিত্রে অনুভব কাঞ্জিলাল । ছেলে মায়ের কাছে ফিরছে অনেকগুলো বছর পর । সম্পর্কভিত্তিক এই ছবি জিতে নিল আরও একটা পুরস্কার ।

অর্জুন আরও বলেন, "এই ছবি দেখার জন্য গুয়াহাটিতে এসেছিলেন 450 জন দর্শক । তাঁদের মধ্যে 200 জনকে আমাদের ফেরত পাঠাতে হয়েছিল । বসার জায়গা ছিল না ।"

অর্জুনের আরেকটি ছবি 'গুলদাস্তা' শুটিং শেষ হয়েছে । ছবিটি মুক্তি পেতে পারে 2020 সালের মাঝামাঝি । এবং 'অব্যক্ত' মুক্তি পেতে পারে 2020 সালেরই শুরুর দিকে । এই পুরস্কারের জন্য ETV ভারত সিতারার তরফে অর্জুনকে এবং টিম 'অব্যক্ত'কে অনেক শুভেচ্ছা ।

Intro:বাংলা ছবি হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চগুলিতে প্রশংসা পাচ্ছে অর্জুন দত্ত পরিচালিত ছবি 'অব্যক্ত'। সম্প্রতি গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'অব্যক্ত'র জন্যই সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন অর্জুন। কিছুক্ষণ আগে তিনি কলকাতা ফিরেছেন গুয়াহাটি থেকে। ফিরেই তাঁর এই সুখবর ভাগ করে নিলেন ETV ভারত সিতারার সঙ্গে।


Body:এবছর গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান কম্পিটিশনের বিভাগে ছিল 'ইনার ভয়েস' (অন্তর্ধ্বনী), 'দা টিচার' (মাসাব), 'অ্যাবোড' (ইদাম), 'লাউড স্পিকার' (ভোয়ানগা), 'ডিয়ার মলি' (হোদি), 'মা আম্মা', Jwlwi - দা সিড', 'সিয়িং' (দিথি), 'Ravening'এর (আমিশ) মতো ছবি। এই ছবিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন অর্জুন। আসাম সরকার তাকে প্রদান করেছে একটি রুপোর ট্রফি এবং দেড় লাখ টাকা।

সাফল্যে খুশি অর্জুন আমাদের বলেছেন, "একসপ্তাহ ধরে ফেস্টিভ্যাল চলেছে। গতকাল ছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে ভারতীয় প্রতিযোগিতা ছিল 'অব্যক্ত'। আমাকে দেওয়া হয়েছে সেরা পরিচালকের পুরস্কার। এই নিয়ে চারটে পুরস্কার পেল। কিন্তু সেরা পরিচালকের জন্য প্রথম পুরস্কার পেল 'অব্যক্ত'। অরঙ্গাবাদে সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছিলাম। কালাইডোস্কোপ বস্টনে পেয়েছিলাম মস্ট প্রগ্রেসিভ ফিল্ম। অডিয়েন্স চয়েস পুরস্কার পেয়েছিলাম বার্লিনে।"

মা-ছেলের সুখের সম্পর্কের গল্প নিয়েই 'অব্যক্ত'। সেখানে মায়ের চরিত্র অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, ছেলের চরিত্রে অনুভব কাঞ্জিলাল। ছেলে মায়ের কাছে ফিরছে অনেকগুলো বছর পর। সম্পূর্ণভাবেই সম্পর্কভিত্তিক ছবি। মা ও ছেলের সূক্ষ্ম সম্পর্ক।

অর্জুন আমাদের আরও বলেন, "এই ছবি দেখার জন্য গুয়াহাটিতে এসেছিলেন সাড়ে ৪৫০ লোক দর্শক। তাদের মধ্যে ২০০জনকে আমাদের ফেরত পাঠাতে হয়েছিল। বসার জায়গা ছিল না। সিনের মাঝখানে প্রচুর হাততালি পড়েছিল। আমি যেই ট্রফিটা পেয়েছি সেটা এত ভারী, যে আমাকে আলাদা ব্যাগ কিনতে হয়েছে সেটা বহন করে আনার জন্যে। আমাকে আসাম সরকার দেড় লাখ টাকা পুরস্কার দিয়েছে।"


Conclusion:অর্জুনের আরেকটি ছবি 'গুলদাস্তা' সম্প্রতি শেষ করেছে শুটিং। ছবিটি মুক্তি পেতে পারে ২০২০ সালের মাঝামাঝি। এবং 'অব্যক্ত' মুক্তি পেতে পারে ২০২০ সালেরই শুরুর দিকে। এই পুরস্কার পাওয়ার জন্য ETV ভারত সিতারার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অর্জুনকে এবং টিম 'অব্যক্ত'কে।
Last Updated : Nov 7, 2019, 11:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.