কলকাতা : টলিউডের সকলের প্রিয় তাজু। কারোর কাছে প্রিয় তাজুদা। ভালো নাম দেবপ্রতিম দাশগুপ্ত। বাংলা ভাষায় একটি ছবি তৈরি করছেন তিনি, ছবির নাম 'আর একটা রূপকথা'। কিন্তু, সেই ছবি কলকাতায় বা এদেশে না বানিয়ে তিনি চলে গেছেন অ্যামেরিকায়। মে মাসে এই ছবি মুক্তি পাবে অ্যামেরিকার বিভিন্ন শহরে । কলকাতায় মুক্তি পাবে জুন মাসে।
ছবির অধিকাংশ কলাকুশলী অ্যামেরিকান। ছবির চিত্রগ্রাহকও সেখানকারই। এমনকি, অ্যামেরিকান অভিনেতা অভিনেত্রীও কাজ করছেন ছবিতে। যদিও কলকাতার তারকাও রয়েছেন। তারকা রয়েছেন বাংলাদেশ থেকেও। প্রথমে অ্যামেরিকায় ও তারপর কানাডায় মুক্তি পাবে ছবিটি। পরিচালক দেবপ্রতিম বলেন, " আমার ছবির প্রযোজক রূপক চট্টোপাধ্যায়। তিনি অ্যামেরিকাতেই থাকেন, সেখানকার নাগরিক। অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন বাংলা ভাষায় একটা ছবি তৈরি করবেন।"
ছবির মূল বিষয়বস্তু এবং গল্প পরিচালকের নিজেরই। তবে চিত্রনাট্য লিখেছেন কৌশানি মিত্র। যদিও কৌশানিকে এই কাজে সাহায্য করেছেন দেবপ্রতিম। কেমন সেই গল্প?
দেবপ্রতিম বলেন, "অ্যামেরিকায় বসবাসকারী বাঙালিদের জীবন নিয়ে গল্প। যাঁরা মূলত বাংলা ভাষাতেই কথা বলেন। আমি চেয়েছি তাঁদের জীবনযাত্রাকে সেলুলয়েডে তুলে ধরতে।"
দেবপ্রতিম আগেও ছবি তৈরি করেছেন। তাঁতীদের জীবনী নিয়ে তৈরি তাঁর ছবির নাম ছিল "ত্রাশ বুনন"। সেই ছবি এখনও মুক্তির আশায়। এই ছবিতে রয়েছে কিছুটা রহস্য এবং কয়েকজন বন্ধুর গল্প। বলা যেতে পারে একটা রিইউনিয়নের গল্প। সেই রিউনিয়নকে ঘিরে ঘটে যায় কিছু ঘটনা। পুরোটাই শুটিং হয়েছে লস অ্যাঞ্জেলেসে।
অবশেষে দেবপ্রতিম জানান, "কলকাতার অভিনেতাদের মধ্যে রয়েছেন গীতশ্রী রায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, ঋষি কৌশিক, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবস্মিতা বন্দোপাধ্যায়, দেব সিনহা, স্বাগতা ঘোষ, পলি চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, অস্মিতা ভাদুড়ি এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়। ছবির চিত্রগ্রহণ করেছেন দিমিত্রি পোপভে। গান গেয়েছেন ইমন, সমন্তক, জোজো, রূপঙ্কর এবং পলি।"