ETV Bharat / sitara

"আর আমাদের ঠকিয়ো না", কাকে বললেন মিমি ?

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মিমি । মাস্ক পরে মুখ আকাশের দিকে উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন তিনি । আর সূর্যের আলো এসে পড়েছে তাঁর মুখে ।

asd
asd
author img

By

Published : Dec 31, 2020, 8:02 PM IST

Updated : Jan 1, 2021, 11:44 AM IST

কলকাতা : রাত পোহালেই নতুন বছর । 2021-এ সব দুঃখ ও সমস্যা দূর হয়ে যাবে বলে আশাবাদী গোটা বিশ্ব । একই আশায় বুক বাঁধছেন মিমি চক্রবর্তীও । কিন্তু, 2020-র মতো এই নতুন বছরও যাতে সবাইকে ঠকিয়ে না দেয় তার জন্য অনুরোধ করলেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মিমি । সেখানে হলুদ স্কার্ট ও টিশার্টে দেখা গিয়েছে তাঁকে । মাস্ক পরে মুখ আকাশের দিকে উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন তিনি । আর সূর্যের আলো এসে পড়েছে তাঁর মুখের উপর ।

এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "2021 অনেক আশায় রয়েছি, আমাদের আর ঠকিয়ো না..."।

আসলে বছরের শুরুটাই হয়েছিল কোরোনা দিয়ে । সকালটা শুরুই হত মৃত ও আক্রান্তের সংখ্যা দিয়ে । এরপর লকডাউন, ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা, রোজগার বন্ধ হয়ে যাওয়া, কাজ হারানোর মতো বিষয় জ্বলজ্বল করছে 2020-র স্মৃতির পাতায় ।

আর সেই কোরোনা পরিস্থিতির মধ্যেই আবার ধেয়ে আসে আমফান । তছনছ হয়ে যায় বহু গ্রাম । ভিটেমাটি হারান অনেকেই । এছাড়া একাধিক নক্ষত্রপতনের সাক্ষী থেকেছে এই বছর । সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋষি কাপুর, ইরফান খান, বালা সুব্রমনিয়ম, সুশান্ত সিং রাজপুতের মতো তারকার প্রয়াণ হয়েছে । এভাবেই ভালো মন্দ মিশে কেটে গিয়েছে গোটা একটা সাল । এবার একটা নতুন সূর্য উদয়ের পালা ।

আর সেই সূর্য নতুন দিন, নতুন আশা, নতুন আনন্দ বয়ে নিয়ে আসবে বলেই আশাবাদী সকলে । 31 ডিসেম্বরের সঙ্গে সঙ্গে যাতে বিশের বিষ শেষ হয়ে যায় সেই আশায় রয়েছেন সবাই । বিশ্ববাসীর পাশাপাশি নতুন বছরের সঙ্গে সুদিনের আশায় রয়েছেন মিমিও...।

কলকাতা : রাত পোহালেই নতুন বছর । 2021-এ সব দুঃখ ও সমস্যা দূর হয়ে যাবে বলে আশাবাদী গোটা বিশ্ব । একই আশায় বুক বাঁধছেন মিমি চক্রবর্তীও । কিন্তু, 2020-র মতো এই নতুন বছরও যাতে সবাইকে ঠকিয়ে না দেয় তার জন্য অনুরোধ করলেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মিমি । সেখানে হলুদ স্কার্ট ও টিশার্টে দেখা গিয়েছে তাঁকে । মাস্ক পরে মুখ আকাশের দিকে উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন তিনি । আর সূর্যের আলো এসে পড়েছে তাঁর মুখের উপর ।

এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "2021 অনেক আশায় রয়েছি, আমাদের আর ঠকিয়ো না..."।

আসলে বছরের শুরুটাই হয়েছিল কোরোনা দিয়ে । সকালটা শুরুই হত মৃত ও আক্রান্তের সংখ্যা দিয়ে । এরপর লকডাউন, ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা, রোজগার বন্ধ হয়ে যাওয়া, কাজ হারানোর মতো বিষয় জ্বলজ্বল করছে 2020-র স্মৃতির পাতায় ।

আর সেই কোরোনা পরিস্থিতির মধ্যেই আবার ধেয়ে আসে আমফান । তছনছ হয়ে যায় বহু গ্রাম । ভিটেমাটি হারান অনেকেই । এছাড়া একাধিক নক্ষত্রপতনের সাক্ষী থেকেছে এই বছর । সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋষি কাপুর, ইরফান খান, বালা সুব্রমনিয়ম, সুশান্ত সিং রাজপুতের মতো তারকার প্রয়াণ হয়েছে । এভাবেই ভালো মন্দ মিশে কেটে গিয়েছে গোটা একটা সাল । এবার একটা নতুন সূর্য উদয়ের পালা ।

আর সেই সূর্য নতুন দিন, নতুন আশা, নতুন আনন্দ বয়ে নিয়ে আসবে বলেই আশাবাদী সকলে । 31 ডিসেম্বরের সঙ্গে সঙ্গে যাতে বিশের বিষ শেষ হয়ে যায় সেই আশায় রয়েছেন সবাই । বিশ্ববাসীর পাশাপাশি নতুন বছরের সঙ্গে সুদিনের আশায় রয়েছেন মিমিও...।

Last Updated : Jan 1, 2021, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.