কলকাতা : এবার পুজোয় দর্শকদের জন্য চমক আনছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা Nideas । আসছে পরপর তিনটি ছবি । তিনটি ছবিরই বিষয়বস্তু একেবারে আনকোরা, অন্য় ধরনের । খাবারকে কেন্দ্র করে রয়েছে ছবিগুলির গল্প । ছবিগুলির বিষয় নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন Nideas-র তরফে সৃজনী রায় ।
সৃজনী বলেন, "পুজোর সময় জি ফাইভে দেখানো হবে ছবিগুলি । খাবার নিয়ে চারটি ছবি থাকবে । তিনটে ছবির প্রযোজনা করছে Nideas । আর কিছুদিন পর থেকেই শুটিং শুরু ।" ছবি তিনটির প্রধান চরিত্ররা হলেন সন্ধ্যা রায়, সুহাসিনী মুলে এবং প্রিয়াঙ্কা সরকার ।
সৃজনী আরও বলেন, "এই গল্পগুলির মূল বিষয়বস্তু খাবারকে কেন্দ্র করে । যেখানে খাবারের সঙ্গে কোনওটায় মিশেছে প্রেমের গল্প, কোনওটায় রোম্যান্টিক কমেডি, আবার কোনওটায় বার্ধক্য । ছবি তিনটির নাম 'ফিল্টার কফি লিকার চা', 'দাওয়াত এ বিরিয়ানি' এবং 'ডাব চিংড়ি' ।"
তিনটি ছবির পরিচালক তিনজন । 'ডাব চিংড়ি'র পরিচালক সুদীপ দাস । 'দাওয়াত এ বিরিয়ানি'র পরিচালক অদিতি রায় । 'ফিল্টার কফি লিকার চা' পরিচালনা করেছেন দেবারতি গুপ্ত । 'ডাব চিংড়ি' গল্পটিতে অভিনয় করেছেন সন্ধ্যা রায়।
'ডাব চিংড়ি'র পরিচালক সুদীপ দাস বললেন, "এখানে রয়েছে একটি বৃদ্ধাশ্রমের গল্প । যেখানে থাকেন পুরোনো দিনের পাকা চুলের কয়েকজন মানুষ । থাকে তাদের গচ্ছিত কিছু সনাতনী সম্ভার । তার মধ্যে রান্নাও একটি অংশ । বৃদ্ধাশ্রমের বৃদ্ধার হাতের রান্নাও তাঁদের মতো ফুরিয়ে যাচ্ছে । এটিকে ঘিরে গল্প ।"
অন্যদিকে পরিচালক অদিতি রায় জানালেন, তাঁর গল্প 'দাওয়াত এ বিরিয়ানি'-র শুটিং হবে লখনউতে । বলেন, "এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন মহিলা । সেই চরিত্রে অভিনয় করবেন সুহাসিনী মুলে ।"
পরিচালক দেবারতি গুপ্ত গল্পের নাম 'ফিল্টার কফি লিকার চা' । এই গল্পে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার । তিনি বলেন, "দু'টি অল্প বয়সীর গল্প । একটি বাঙালি মেয়ে এবং একটি দক্ষিণী ছেলের গল্প ।"
আমাদের জীবনের সম্পর্কগুলোর রসায়ন অনেকটা খাবারের রসায়নের মতো । প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা সেই খাবারকে বেছে নিয়েছে ছবির বিষয়বস্তু হিসেবে । এখন শুধু পুজোর অপেক্ষা ।