ETV Bharat / sitara

সিল করা হল জ়োয়া আখতারের আবাসন - জ়োয়া আখতারের খবর

এবার সিল করা হল জ়োয়া আখতারের বিল্ডিং । কারণ তাঁর বিল্ডিংয়ে একজন কোরোনায় আক্রান্ত ।

Farhan Akhtar sister Zoya Akhtar
Farhan Akhtar sister Zoya Akhtar
author img

By

Published : Jul 15, 2020, 7:21 PM IST

মুম্বই : মহারাষ্ট্রের কোরোনা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে । প্রতিদিন অগণিত মানুষ শিকার হচ্ছেন এই মারণ ভাইরাসের । পথেঘাটে যেসব মানুষ ঘোরাফেরা করছেন তাঁরা তো বটেই, বিলাসবহুল বাড়িতে সুরক্ষিত জীবনযাপন করেও কোরোনা থেকে ছাড় পাচ্ছেন না কেউ । এবার সিল করা হল জ়োয়া আখতারের বান্দ্রার বাড়ি ।

কয়েকদিন আগেই অভিনেত্রী রেখার বাংলো সিল করা হয়েছে । তাঁর নিরাপত্তরক্ষীর দেহে পাওয়া গেছিল কোরোনা ভাইরাস । আর জ়োয়া থাকেন রেখার বাংলোর ঠিক পাশেই । তাঁর বিল্ডিংয়ের একজন আবাসিক কোভিড-19 পজ়িটিভ ।

জ়োয়ার বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে গেছে BMC । সেখানে লেখা রয়েছে, "এই এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে, কারণ এখানকার আবাসিক কোরোনা আক্রান্ত । এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ এবং কেউ সেই নিষেধাজ্ঞা না মানলে তাকে শাস্তি দেওয়া হবে ।"

Farhan Akhtar sister Zoya Akhtar
জ়োয়ার বাড়ি..

রেখার নিরাপত্তারক্ষী কোরোনা পজ়িটিভ ধরা পড়লেও নিজের বাংলোকে স্যানিটাইজ় করাননি রেখা । নিজে কোরোনা পরীক্ষাও করাতে চাননি অভিনেত্রী ।

মুম্বই : মহারাষ্ট্রের কোরোনা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে । প্রতিদিন অগণিত মানুষ শিকার হচ্ছেন এই মারণ ভাইরাসের । পথেঘাটে যেসব মানুষ ঘোরাফেরা করছেন তাঁরা তো বটেই, বিলাসবহুল বাড়িতে সুরক্ষিত জীবনযাপন করেও কোরোনা থেকে ছাড় পাচ্ছেন না কেউ । এবার সিল করা হল জ়োয়া আখতারের বান্দ্রার বাড়ি ।

কয়েকদিন আগেই অভিনেত্রী রেখার বাংলো সিল করা হয়েছে । তাঁর নিরাপত্তরক্ষীর দেহে পাওয়া গেছিল কোরোনা ভাইরাস । আর জ়োয়া থাকেন রেখার বাংলোর ঠিক পাশেই । তাঁর বিল্ডিংয়ের একজন আবাসিক কোভিড-19 পজ়িটিভ ।

জ়োয়ার বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে গেছে BMC । সেখানে লেখা রয়েছে, "এই এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে, কারণ এখানকার আবাসিক কোরোনা আক্রান্ত । এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ এবং কেউ সেই নিষেধাজ্ঞা না মানলে তাকে শাস্তি দেওয়া হবে ।"

Farhan Akhtar sister Zoya Akhtar
জ়োয়ার বাড়ি..

রেখার নিরাপত্তারক্ষী কোরোনা পজ়িটিভ ধরা পড়লেও নিজের বাংলোকে স্যানিটাইজ় করাননি রেখা । নিজে কোরোনা পরীক্ষাও করাতে চাননি অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.