মুম্বই : মহারাষ্ট্রের কোরোনা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে । প্রতিদিন অগণিত মানুষ শিকার হচ্ছেন এই মারণ ভাইরাসের । পথেঘাটে যেসব মানুষ ঘোরাফেরা করছেন তাঁরা তো বটেই, বিলাসবহুল বাড়িতে সুরক্ষিত জীবনযাপন করেও কোরোনা থেকে ছাড় পাচ্ছেন না কেউ । এবার সিল করা হল জ়োয়া আখতারের বান্দ্রার বাড়ি ।
কয়েকদিন আগেই অভিনেত্রী রেখার বাংলো সিল করা হয়েছে । তাঁর নিরাপত্তরক্ষীর দেহে পাওয়া গেছিল কোরোনা ভাইরাস । আর জ়োয়া থাকেন রেখার বাংলোর ঠিক পাশেই । তাঁর বিল্ডিংয়ের একজন আবাসিক কোভিড-19 পজ়িটিভ ।
জ়োয়ার বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে গেছে BMC । সেখানে লেখা রয়েছে, "এই এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে, কারণ এখানকার আবাসিক কোরোনা আক্রান্ত । এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ এবং কেউ সেই নিষেধাজ্ঞা না মানলে তাকে শাস্তি দেওয়া হবে ।"
রেখার নিরাপত্তারক্ষী কোরোনা পজ়িটিভ ধরা পড়লেও নিজের বাংলোকে স্যানিটাইজ় করাননি রেখা । নিজে কোরোনা পরীক্ষাও করাতে চাননি অভিনেত্রী ।