মুম্বই : যশরাজ ফিল্মসের 50তম জন্মদিনে সামনে আনা হবে প্রযোজনা সংস্থার নতুন লোগো, একথা অনেক আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন আদিত্য চোপড়া । অবশেষে সেই দিনটি এল । প্রকাশ্যে এল এই ঐতিহ্যশালী ও জনপ্রিয় প্রোযোজনা সংস্থার নতুন লোগো ।
লোগোটি শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ । প্রযোজনা সংস্থাটির প্রতিষ্ঠাতা যশ চোপড়ার 88তম জন্মদিনে লোগোটি সামনে আনলেন পুত্র আদিত্য ।
এত বছর ধরে এই সংস্থা যে সমস্ত কালজয়ী সিনেমা তৈরি করেছে, তার একটা ঝলক রাখা হয়েছে নতুন অ্যানিমেটেড লোগোতে । ব্যাকগ্রাউন্ডে লতার সেই বিখ্যাত কণ্ঠ, সেটা অবশ্য একই রয়ে গেছে ।
দেখে নিন লোগোটি...
-
NEW LOGO... On legendary filmmaker #YashChopra's 88th birth anniversary *AND* golden jubilee year celebrations [50th year] of #YashRajFilms today, #AdityaChopra unveils the new logo of #YRF... #YRF50 new logo: pic.twitter.com/UjGdUu8vgH
— taran adarsh (@taran_adarsh) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">NEW LOGO... On legendary filmmaker #YashChopra's 88th birth anniversary *AND* golden jubilee year celebrations [50th year] of #YashRajFilms today, #AdityaChopra unveils the new logo of #YRF... #YRF50 new logo: pic.twitter.com/UjGdUu8vgH
— taran adarsh (@taran_adarsh) September 27, 2020NEW LOGO... On legendary filmmaker #YashChopra's 88th birth anniversary *AND* golden jubilee year celebrations [50th year] of #YashRajFilms today, #AdityaChopra unveils the new logo of #YRF... #YRF50 new logo: pic.twitter.com/UjGdUu8vgH
— taran adarsh (@taran_adarsh) September 27, 2020