মুম্বই : বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করলেও দীপিকা পাড়ুকোনকে কোনও বলিউড ছবিতে ভিলেন চরিত্রে দেখা যায়নি । এবার সেই লক্ষ্যও পূরণ করতে চলেছেন দীপিকা । কারণ এবার একটি নেগেটিভ চরিত্রে দেখা যাবে সুন্দরীকে ।
হিন্দি সিনেমার অত্যন্ত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি 'ধূম' । এই ক্রাইম অ্যান্ড অ্যাকশন থ্রিলারের তিনটি ভাগে বাজেটের সঙ্গে বক্স অফিস কালেকশনও বেড়েছে । আমির খান অভিনীত 'ধূম 3'-তো সাড়ে পাঁচশো কোটি টাকার ব্যবসা করে । তাই স্বাভাবিকভাবেই 'ধূম 4' নিয়ে রয়েছে চূড়ান্ত উত্তেজনা ।
সেই উত্তেজনার পারদ আকাশ ছুঁল একটি খবরে ।'ধূম 4'-এ নাকি নেগেটিভ চরিত্রে দেখা যাবে দীপিকাকে । এমন একটি চরিত্রে অভিনয় করার জন্য নাকি মুখিয়ে ছিলেন অভিনেত্রী । কিন্তু, শুধু ইচ্ছে থাকলেই তো হবে না । 'ধূম 4'-এর জন্য তাঁকে যতটা সময় দিতে হবে, আদৌ তা ম্যানেজ করতে পারবেন কিনা সেই নিয়ে চিন্তিত দীপিকা ।
দীপিকার বাকেটে এখন পর পর ছবি । 'পাঠান', 'ফাইটার' ছাড়াও আরও অনেক ছবির কাজে ব্যস্ত মিসেস পাড়ুকোন । তবে 'ধূম 4'-এ তাঁকে দেখতে মুখিয়ে দর্শক ।