ETV Bharat / sitara

নিজেকে নিয়ে গর্বিত হৃত্বিক - hrithik roshan proud of himself

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন হৃত্বিক । ক্যাপশনে লেখেন, "এটা একটা সেলফি । ক্যামেরার বোতাম আমার হাতে রয়েছে । বাহ ! আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি ।"

asd
asd
author img

By

Published : Sep 21, 2020, 10:57 PM IST

মুম্বই : নিজেকে নিয়ে গর্ববোধ করেন হৃত্বিক রোশন । আর একথা সম্প্রতি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন হৃত্বিক । সেখানে কালো টি-শার্ট ও কালো টুপি পরে পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবি অবশ্য নিজেই তুলেছেন । আর ওই ছবি দেখার পর নিজের প্রশংসা না করে থাকতে পারেননি তিনি । আসলে এই ছবি দেখে মনেই হচ্ছে না যে হৃত্বিক সেলফি তুলেছেন ।

এই ছবির ক্যাপশনে লেখেন, "এটা একটা সেলফি । ক্যামেরার বোতাম আমার হাতে রয়েছে । বাহ ! আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি ।"

কাজের দিক থেকে শেষবার 'ওয়ার' ছবিতে দেখা গিয়েছিল হৃত্বিককে । সেখানে টাইগার শ্রফ ও বাণী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

মুম্বই : নিজেকে নিয়ে গর্ববোধ করেন হৃত্বিক রোশন । আর একথা সম্প্রতি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন হৃত্বিক । সেখানে কালো টি-শার্ট ও কালো টুপি পরে পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে । সেই ছবি অবশ্য নিজেই তুলেছেন । আর ওই ছবি দেখার পর নিজের প্রশংসা না করে থাকতে পারেননি তিনি । আসলে এই ছবি দেখে মনেই হচ্ছে না যে হৃত্বিক সেলফি তুলেছেন ।

এই ছবির ক্যাপশনে লেখেন, "এটা একটা সেলফি । ক্যামেরার বোতাম আমার হাতে রয়েছে । বাহ ! আমি নিজেকে নিয়ে গর্ববোধ করছি ।"

কাজের দিক থেকে শেষবার 'ওয়ার' ছবিতে দেখা গিয়েছিল হৃত্বিককে । সেখানে টাইগার শ্রফ ও বাণী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.