মুম্বই : খুব তাড়াতাড়ি অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে 'শকুন্তলা দেবী' । সেই নিয়ে সোশাল মিডিয়ায় আড্ডায় মেতেছিলেন জিশু আর বিদ্যা । সেখানেই বিদ্যা অভিযোগ তোলেন যে, প্রথম দেখায় তাঁকে পাত্তাই দেননি জিশু । জিশু যদিও সেই অভিযোগ উড়িয়ে দেন ।
বিদ্যা জানান যে, প্রথম দেখায় জিশুর অ্যাটিটিউড দেখে অবাক হয়ে গেছিলেন তিনি । জিশু নাকি তাঁর দিকে তাকিয়ে হাসিটুকু হাসেননি ।
যদিও আত্মপক্ষ সমর্থনে জিশু প্রতিবাদ জানান । বলেন, বিদ্যাকে দেখে তিনি এতটাই ঘাবড়ে গেছিলেন যে, কথা বলে উঠতে পারেননি । এটা কোনওভাবেই অ্যাটিটিউড নয় । জিশু এটাও বলেন যে, লোকের সামনে তাঁকে অপ্রস্তুত করতে বিদ্যা এই জাতীয় কথা বলে থাকেন ।
বলে রাখা ভালো যে, এই পুরোটাই হয় মজার ছলে । জিশু আর বিদ্যা একে অপরের কাজ নিয়ে রীতিমতো ওয়াকিবহাল । 'রাজকাহিনী'-তে জিশুর নেগেটিভ চরিত্রে অভিনয় দেখে বাকরুদ্ধ হয়ে গেছিলেন অভিনেত্রী ।
অনু মেননের পরিচালনায় অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে 'শকুন্তলা দেবী' । জিশু আর বিদ্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন সান্যা মালোহেত্র ও অমিত সাধ ।