মুম্বই : সিনেমা দুনিয়া থেকে বেশ কয়েক বছর দূরে রয়েছেন তনুজা । তবুও তাঁর ক্যারিশ্মা আজও মনে রেখেছে দর্শক । সেই মিষ্টি হাসি, সরল চাহনি কি ভোলা যায় ? মা-কে নিয়ে বরাবরই স্পর্শকাতর কাজল । আর মায়ের জন্মদিনে তিনি শুভেচ্ছা জানাবেন না তা হয় নাকি ?
মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কাজল । দিয়েছেন মিষ্টি শুভেচ্ছাবার্তা ।
কাজল লিখেছেন, "তোমার সঙ্গে থাকলে মনে হয় আমি আমার আর্মির সঙ্গে আছি । শুভ জন্মদিন সেই মানুষটিকে, যাঁর প্রতিটা নারী রূপ দেখেছি আমি । কখনও যোদ্ধা, কখনও স্ত্রী, মা, বোন, নারী, মানুষ এবং স্পিরিট...সব রূপ দেখেছি তোমার মধ্যে ।"
কাজলকে মেয়ে হিসেবে "বেছে নিয়েছেন" তনুজা । তাই ধন্য অভিনেত্রী । কাজলের এই পোস্ট মন কেড়েছে নেটিজেনদের । তাঁরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন তনুজাকে । দেখে নিন পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তনুজার জন্মদিনে অনেক শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।