মুম্বই : আয়ুষ্মান খুরানা এখন বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা । তবে বরাবরই যে তিনি অভিনেতা হতে চেয়েছিলেন তেমনটা নয় । ক্যারিয়ারের শুরুতে গায়কই হতে চেয়েছিলেন আয়ুষ্মান । আর সেই সময় তাঁর অডিশন নিয়েছিলেন ইউফোরিয়া ব্যান্ডের লিড ভোকালিস্ট পলাশ সেন ।
স্মৃতির পাতা খুঁজে সেই মুহূর্তটা মনে করলেন পলাশ । সেই সময় এক রিয়েলিটি শোয়ের জন্য় অডিশন দিতে এসেছিলেন আয়ুষ্মান, বিচারক ছিলেন পলাশ । শুধু এটাই নয়, ইউফোরিয়ার লাইভ শো করার জন্য তার সঙ্গে আয়ুষ্মান বিভিন্ন জায়গায় ট্র্যাভেলও করতেন সেই সময় ।
পলাশ বললেন, "সালটা 2003, একটা অল্পবয়সী ছেলে গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে একটা শোয়ে আসে, যেখানে আমি বিচারক ছিলাম । 'পাপস্টার' নামে সেই শো-টা হয়তো ও জিততে পারেনি, তবে আমার মন জিতে নিয়েছিল । আমার সঙ্গে ইউফোরিয়া-র শো করতে বিভিন্ন জায়গায় ট্র্যাভেল করত, আমার কাছে কাছে থাকত ।"
আর পলাশ তাঁকে কী বলতেন ? "কখনও হার মানবে না..." ছেলেটাকে বারবার এটাই বলতেন গায়ক । সেই অল্পবয়সী ছেলেটাই আয়ুষ্মান । পলাশ বললেন, "ও এখন ভারতের সবথেকে প্রিয় ও প্রতিভাবান অভিনেতা । আয়ুষ, আমি তোমায় নিয়ে এখনও ততটাই গর্বিত, যতটা 17 বছর আগে ছিলাম ।"
গতকাল অর্থাৎ 12 জুন মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার 'গুলাবো সিতাবো', আর সেই প্রসঙ্গেই এতগুলো কথা লিখেছেন পলাশ । সবাইকে এই ছবি দেখার উপদেশ দিয়েছেন গায়ক । ছবিটি ইতিমধ্যেই মন জিতে নিয়েছে সমালেচকদের ।