ETV Bharat / sitara

"ঘরেই থাকুন, সুরক্ষিত থাকুন", বার্তা নিয়ে এল 'ফ্যামিলি' - short film on covid-19

কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতেই 'ফ্যামিলি' নামে শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে । রয়েছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, চিরঞ্জীবি, মামুতি, মোহনলাল, রণবীর কাপুর, দিলজিৎ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও অনেককে ।

sdf
sf
author img

By

Published : Apr 7, 2020, 12:49 PM IST

মুম্বই : সানগ্লাস খুঁজে পাচ্ছিলেন না অমিতাভ । অনেক ডেকেও কারও সাড়া পাচ্ছিলেন না । শেষে এগিয়ে আসেন দিলজিৎ । তাঁর সানগ্লাসের খোঁজে নেমে পড়েন তিনি । একে ওকে জিজ্ঞাসা করতে থাকেন । কেউ বলছেন দেখেননি আবার কেউ বলছেন দেখেছেন, কিন্তু কোথায় রয়েছে তা বলতে পারছেন না । শেষে পাওয়া যায় সানগ্লাস । কিন্তু, শাহেনশার হাতে সানগ্লাসটি দিয়ে প্রিয়াঙ্কার প্রশ্ন, এখনই কেন লাগবে ? উত্তরে তিনি বলেন, কারণ এখন এটা লাগবে না । কারণ এখন তো তিনি বাইরেই যাবেন না । ফলে এদিক-ওদিক পড়ে থেকে যদি হারিয়ে যায় ।

এই উত্তর শুনে যাঁরা হন্যে হয়ে সানগ্লাসটি খুঁজছিলেন তাঁরা কার্যত হতাশ । তাঁদের মনে প্রশ্ন-তাহলে কেন ? তারপরই আসল বার্তাটি শোনা গেল বিগ বির গলায় । জানালেন, এই ছবিটায় যাঁরা অভিনয় করেছেন তাঁরা কেউই ঘরের বাইরে বেরোননি । নিজের শহরে, নিজের ঘরে থেকে অভিনয় করেছেন । তারপর সকলের উদ্দেশে বলেন, "আপনারাও ঘর থেকে বেরোবেন না । তাহলেই কোরোনা থেকে সুরক্ষিত থাকবেন । ঘরেই থাকুন সুরক্ষিত থাকুন ।"

এর পিছনে আরও একটি কারণ রয়েছে বলেও জানান তিনি । বলেন, " আমরা এক পরিবার । কিন্তু, এর পিছনে আরও একটা বড় পরিবার আছে । যারা দিন আনে দিন খায় । জুনিয়র টেকনিশিয়নরা । তাদের জন্য স্পনসর ও টিভি চ্যানেলের সাহায্যে আমরা অর্থ সংগ্রহ করেছি । তা তাদের হাতে তুলে দেওয়া হবে ।"

শর্ট ফিল্মটির একদম শেষে তিনি বলেন, "ভয় পাবেন না । আতঙ্কিত হবেন না । সুরক্ষিত থাকুন । এই সময়টা কেটে যাবে । এই কালো মেঘ সরে যাবে । নমস্তে। "

টুইটারে শর্ট ফিল্মটি শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, "এর পিছনে কারণটা অনেক বড় । এই চেষ্টাটা করতে পারায় আমার সহকর্মী ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞ । আমরা এক এবং আমরা জিতবই । জয় হিন্দ ।"

  • T 3493 - When you see that the cause is greater than the idea you dreamt of .. there is just immense joy and gratitude for all my colleagues and friends in the making of this historic effort !

    WE ARE ONE and WE SHALL OVERCOME ! Jai Hind ! https://t.co/WoquwkSyqT

    — Amitabh Bachchan (@SrBachchan) April 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতেই 'ফ্যামিলি' নামে এই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে । এটিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা গেছে, রজনীকান্ত, চিরঞ্জীবি, মামুতি, মোহনলাল, রণবীর কাপুর, দিলজিৎ, আলিয়া, প্রিয়াঙ্কা সহ অনেককে । দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও ।

মুম্বই : সানগ্লাস খুঁজে পাচ্ছিলেন না অমিতাভ । অনেক ডেকেও কারও সাড়া পাচ্ছিলেন না । শেষে এগিয়ে আসেন দিলজিৎ । তাঁর সানগ্লাসের খোঁজে নেমে পড়েন তিনি । একে ওকে জিজ্ঞাসা করতে থাকেন । কেউ বলছেন দেখেননি আবার কেউ বলছেন দেখেছেন, কিন্তু কোথায় রয়েছে তা বলতে পারছেন না । শেষে পাওয়া যায় সানগ্লাস । কিন্তু, শাহেনশার হাতে সানগ্লাসটি দিয়ে প্রিয়াঙ্কার প্রশ্ন, এখনই কেন লাগবে ? উত্তরে তিনি বলেন, কারণ এখন এটা লাগবে না । কারণ এখন তো তিনি বাইরেই যাবেন না । ফলে এদিক-ওদিক পড়ে থেকে যদি হারিয়ে যায় ।

এই উত্তর শুনে যাঁরা হন্যে হয়ে সানগ্লাসটি খুঁজছিলেন তাঁরা কার্যত হতাশ । তাঁদের মনে প্রশ্ন-তাহলে কেন ? তারপরই আসল বার্তাটি শোনা গেল বিগ বির গলায় । জানালেন, এই ছবিটায় যাঁরা অভিনয় করেছেন তাঁরা কেউই ঘরের বাইরে বেরোননি । নিজের শহরে, নিজের ঘরে থেকে অভিনয় করেছেন । তারপর সকলের উদ্দেশে বলেন, "আপনারাও ঘর থেকে বেরোবেন না । তাহলেই কোরোনা থেকে সুরক্ষিত থাকবেন । ঘরেই থাকুন সুরক্ষিত থাকুন ।"

এর পিছনে আরও একটি কারণ রয়েছে বলেও জানান তিনি । বলেন, " আমরা এক পরিবার । কিন্তু, এর পিছনে আরও একটা বড় পরিবার আছে । যারা দিন আনে দিন খায় । জুনিয়র টেকনিশিয়নরা । তাদের জন্য স্পনসর ও টিভি চ্যানেলের সাহায্যে আমরা অর্থ সংগ্রহ করেছি । তা তাদের হাতে তুলে দেওয়া হবে ।"

শর্ট ফিল্মটির একদম শেষে তিনি বলেন, "ভয় পাবেন না । আতঙ্কিত হবেন না । সুরক্ষিত থাকুন । এই সময়টা কেটে যাবে । এই কালো মেঘ সরে যাবে । নমস্তে। "

টুইটারে শর্ট ফিল্মটি শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, "এর পিছনে কারণটা অনেক বড় । এই চেষ্টাটা করতে পারায় আমার সহকর্মী ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞ । আমরা এক এবং আমরা জিতবই । জয় হিন্দ ।"

  • T 3493 - When you see that the cause is greater than the idea you dreamt of .. there is just immense joy and gratitude for all my colleagues and friends in the making of this historic effort !

    WE ARE ONE and WE SHALL OVERCOME ! Jai Hind ! https://t.co/WoquwkSyqT

    — Amitabh Bachchan (@SrBachchan) April 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কোরোনা নিয়ে মানুষকে সচেতন করতেই 'ফ্যামিলি' নামে এই শর্ট ফিল্মটি তৈরি করা হয়েছে । এটিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা গেছে, রজনীকান্ত, চিরঞ্জীবি, মামুতি, মোহনলাল, রণবীর কাপুর, দিলজিৎ, আলিয়া, প্রিয়াঙ্কা সহ অনেককে । দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.