ETV Bharat / sitara

অভিনয়ে আসার আগে পকেট মানির জন্য কী করতেন রাজকুমার ?

author img

By

Published : Nov 2, 2020, 2:03 PM IST

অভিনয়ে আসার আগে একটু বেশি পকেট মানি পাওয়ার জন্য শিক্ষকতা করতেন রাজুমার রাও । কোন সাবজেক্ট বলুন তো ? তিনি যেই বিষয়টি সবচেয়ে ভালো পারেন, অভিনয় ।

rajkumar rao was a dramatics teacher
rajkumar rao was a dramatics teacher

মুম্বই : কলেজের সেকেন্ড ইয়ারে পড়ার সময় রাজকুমার রাওয়ের প্রায় সব বন্ধু BPO বা কল সেন্টারে চাকরি নেন । একটু বেশি পকেট মানি পাওয়ার আশায় । তবে রাজকুমার কখনও কল সেন্টারে চাকরি করতে চাননি । তাই তিনি ভাবতে শুরু করেন যে, কী করা যায় ।

"আমি ভাবলাম এমন কিছু করি, যেটা আমার করতে ভালো লাগে । তাই গুরগাঁওয়ের K V পাবলিক স্কুলে আমি ড্রামা টিচার হিসেবে জয়েন করি । ওখানে আমি একটা নাটক করেছিলাম আগে ।", বলেন রাজকুমার ।

তবে তিন মাসের বেশি সময় ছিলেন না তিনি সেই স্কুলে । নিজের পড়াশোনা আর অভিনয় শেখার দিকে মন দেন রাজকুমার ।

rajkumar rao was a dramatics teacher
.

রাজকুমারকে কি ছাত্ররা পছন্দ করত ? উত্তরে অভিনেতা বললেন, "আমায় ওরা ভালোবাসত কারণ, আমি মোটামুটি ওদের বয়সী ছিলাম । বয়সের ফারাক ছিল না । তাই বন্ধুর মতো মিশতে পারতাম ।"

রাজকুমারের পরবর্তী ফিল্ম 'ছলাং'-এও তিনি একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন । এক পি.টি টিচার হয়েছেন তিনি সেখানে । পরিচালনায় হনসল মেহতা । অ্যামাজ়ন প্রাইমে 13 নভেম্বর মুক্তি পাবে 'ছলাং' ।

মুম্বই : কলেজের সেকেন্ড ইয়ারে পড়ার সময় রাজকুমার রাওয়ের প্রায় সব বন্ধু BPO বা কল সেন্টারে চাকরি নেন । একটু বেশি পকেট মানি পাওয়ার আশায় । তবে রাজকুমার কখনও কল সেন্টারে চাকরি করতে চাননি । তাই তিনি ভাবতে শুরু করেন যে, কী করা যায় ।

"আমি ভাবলাম এমন কিছু করি, যেটা আমার করতে ভালো লাগে । তাই গুরগাঁওয়ের K V পাবলিক স্কুলে আমি ড্রামা টিচার হিসেবে জয়েন করি । ওখানে আমি একটা নাটক করেছিলাম আগে ।", বলেন রাজকুমার ।

তবে তিন মাসের বেশি সময় ছিলেন না তিনি সেই স্কুলে । নিজের পড়াশোনা আর অভিনয় শেখার দিকে মন দেন রাজকুমার ।

rajkumar rao was a dramatics teacher
.

রাজকুমারকে কি ছাত্ররা পছন্দ করত ? উত্তরে অভিনেতা বললেন, "আমায় ওরা ভালোবাসত কারণ, আমি মোটামুটি ওদের বয়সী ছিলাম । বয়সের ফারাক ছিল না । তাই বন্ধুর মতো মিশতে পারতাম ।"

রাজকুমারের পরবর্তী ফিল্ম 'ছলাং'-এও তিনি একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন । এক পি.টি টিচার হয়েছেন তিনি সেখানে । পরিচালনায় হনসল মেহতা । অ্যামাজ়ন প্রাইমে 13 নভেম্বর মুক্তি পাবে 'ছলাং' ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.