মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ সিনেমা হল । এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক ছবি । দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে সেগুলির মুক্তির তারিখ । আর তাই এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করে ছবিগুলিকে ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ় করার সিদ্ধান্ত নিচ্ছেন নির্মাতারা । যদিও সিনেমা কোথায় মুক্তি পেল তা নিয়ে খুব একটা চিন্তা নেই অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর । তাঁর মতে, যে কোনও মাধ্যমের দ্বারা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোটাই আসল বিষয় ।
সিনেমা হলের পরিবর্তে ডিজিটালে মুক্তি পেতে চলেছে বলিউডের একাধিক ছবি । আর সেই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত 'গুলাবো সিতাবো', বিদ্যা বালনের 'শকুন্তলা দেবী' ও অক্ষয় কুমার অভিনীত ছবি 'লক্ষ্মী বম'।
এ প্রসঙ্গে IANS-কে পঙ্কজ বলেন, "আমি একজন অভিনেতা । আমরা সিনেমা বানাই । আর আমাদের মূল লক্ষ্য হল সেটাকে যে কোনও মাধ্যমের দ্বারা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া । তবে বড় পরদার অভিজ্ঞতাটা একেবারেই আলাদা ।"
তিনি আরও বলেন, "বড় পরদায় ছবি মুক্তি পেলে সেটা অনেক মানুষ একসঙ্গে বসে দেখতে পারেন । কিন্তু, ছোটো স্ক্রিনে সেই সুযোগ থাকে না । সেখানে একটা সিনেমা একজনই দেখতে পারেন । এমনটা নয় যে সিনেমা হল কখনওই খুলবে না । এর আগেও আমরা অনেক বড় সমস্য়ার সম্মুখীন হয়েছি । এই পরিস্থিতি থেকেও ঠিক বেরিয়ে আসব ।"
কাজের দিক থেকে কবির খানের '83' ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী । সেখানে রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি ।