ETV Bharat / sitara

যেখানে মহিলাদের পাশে দাঁড়াবে পুরুষরা, এমন সমাজ দেখতে চান এশা

আসলে প্রতিদিন মহিলাদের উপর যে অত্যাচার হয় তার জন্য সমাজের বেশিরভাগ মানুষই মহিলাদেরই দায়ি করেন । বেশিরভাগ ক্ষেত্রেই দায়ি করা হয় মহিলাদের পোশাককে । আর এবার তার বিরুদ্ধে গলা চড়িয়েছেন এশা । অত্যাচার গুলির জন্য মহিলাদের দোষারোপ করা বন্ধ করতে বলেছেন তিনি ।

author img

By

Published : Dec 9, 2019, 11:52 PM IST

f
dgf

মুম্বই : প্রায় প্রতিদিনই কোনও না কোনও ধর্ষণের ঘটনা সামনে আসে । সম্প্রতি হায়দরাবাদে এক পশু চিকিৎসককে গণধর্ষণ করে হত্যা করা হয় । এই ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের । এরপর পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তর । সমাজে প্রতিদিন ঘটতে থাকা এই ঘটনার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন এশা গুপ্ত ।

এশা এমন একটা সমাজ চান যেখানে মহিলাদের দোষারোপ করা হবে না । সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "আমাদের এই মুহূর্তে কি চাই ? এমন একটা সমাজ যেখানে পোশাকের জন্য আমাদের দোষারোপ করা হবে না । এতে 3 বছর বয়সি শিশু বা 90 বছরের বৃদ্ধার কোনও দোষ নেই । ধর্ষণের আসল কারণ হল ধর্ষকরা নিজেই । এমন একটা সমাজ দরকার যেখানে মহিলাদের উপর হতে থাকা বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে মহিলারা মহিলাদের পাশে দাঁড়াবেন । এমনকী, পুরুষরাও মহিলাদের পাশে দাঁড়াবেন ।"

আসলে প্রতিদিন মহিলাদের উপর যে অত্যাচার হয় তার জন্য সমাজের বেশিরভাগ মানুষই মহিলাদেরই দায়ি করেন । বেশিরভাগ ক্ষেত্রেই দায়ি করা হয় মহিলাদের পোশাককে । আর এবার তার বিরুদ্ধে গলা চড়িয়েছেন এশা । অত্যাচার গুলির জন্য মহিলাদের দোষারোপ করা বন্ধ করতে বলেছেন তিনি ।

শেয়ার করা ওই ছবিতে একটি সাদা টি শার্ট পরেছিলেন এশা । টি শার্টের সামনে লেখা ছিল 'ফেমিনিস্ট এএফ' ।

কাজের দিক থেকে 'ওয়ান ডে : জাস্টিস ডেলিভার্ড' ছবিতে দেখা গিয়েছিল এশা গুপ্তকে । চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ছবিটি ।

মুম্বই : প্রায় প্রতিদিনই কোনও না কোনও ধর্ষণের ঘটনা সামনে আসে । সম্প্রতি হায়দরাবাদে এক পশু চিকিৎসককে গণধর্ষণ করে হত্যা করা হয় । এই ঘটনায় গর্জে উঠেছিল গোটা দেশ । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের । এরপর পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় চার অভিযুক্তর । সমাজে প্রতিদিন ঘটতে থাকা এই ঘটনার বিরুদ্ধে এবার মুখ খুলেছেন এশা গুপ্ত ।

এশা এমন একটা সমাজ চান যেখানে মহিলাদের দোষারোপ করা হবে না । সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "আমাদের এই মুহূর্তে কি চাই ? এমন একটা সমাজ যেখানে পোশাকের জন্য আমাদের দোষারোপ করা হবে না । এতে 3 বছর বয়সি শিশু বা 90 বছরের বৃদ্ধার কোনও দোষ নেই । ধর্ষণের আসল কারণ হল ধর্ষকরা নিজেই । এমন একটা সমাজ দরকার যেখানে মহিলাদের উপর হতে থাকা বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে মহিলারা মহিলাদের পাশে দাঁড়াবেন । এমনকী, পুরুষরাও মহিলাদের পাশে দাঁড়াবেন ।"

আসলে প্রতিদিন মহিলাদের উপর যে অত্যাচার হয় তার জন্য সমাজের বেশিরভাগ মানুষই মহিলাদেরই দায়ি করেন । বেশিরভাগ ক্ষেত্রেই দায়ি করা হয় মহিলাদের পোশাককে । আর এবার তার বিরুদ্ধে গলা চড়িয়েছেন এশা । অত্যাচার গুলির জন্য মহিলাদের দোষারোপ করা বন্ধ করতে বলেছেন তিনি ।

শেয়ার করা ওই ছবিতে একটি সাদা টি শার্ট পরেছিলেন এশা । টি শার্টের সামনে লেখা ছিল 'ফেমিনিস্ট এএফ' ।

কাজের দিক থেকে 'ওয়ান ডে : জাস্টিস ডেলিভার্ড' ছবিতে দেখা গিয়েছিল এশা গুপ্তকে । চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.