মুম্বই : সবার প্রথমে অমিতাভ বচ্চনের কোরোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে । তার কিছুক্ষণ পর ছেলে অভিষেকও টুইট করে কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানান ৷ গতকাল দুপুরের দিকে নানাবতী হাসপাতালের তরফে জানানো হয় বিগ বির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । এরপর পজ়িটিভ আসে ঐশ্বরিয়া রাই ও আরাধ্যার কোরোনা পরীক্ষার রিপোর্ট । বচ্চন পরিবারের এই চার সদস্য কোরোনায় আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়ে যান ফ্যানরা । তাঁদের সুস্থতা কামনা করে সোশাল মিডিয়া পোস্ট করেন অনেক তারকা । বাদ যাননি বিবেক ওবেরয়ও ।
এক সময় বিবেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে সরগরম হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রি । সলমান খানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পরই বিবেককে ডেট করতে শুরু করেন ঐশ্বরিয়া । 'কিউ হো গ্যায়া না' ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁদের । ছিলেন অমিতাভও । বেশ কিছুদিন একসঙ্গে সময় কাটান তাঁরা । যদিও বেশিদিন টেকেনি সম্পর্ক । বিচ্ছেদ হয়ে যায় তাঁদের । তিক্ততা তৈরি হয় তাঁদের সম্পর্কে ।
পরে অবশ্য সব তিক্ততা ধামাচাপা দিয়ে অভিষেকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বরিয়া । তবে বিয়ের পর থেকেই সলমান কিংবা বিবেক কারও সঙ্গেই মুখোমুখি হননি তিনি । কিন্তু, ঐশ্বরিয়ার কোরোনায় আক্রান্ত হওয়ার কথা জানতে পেরে টুইট না করে থাকতে পারেননি বিবেক ।
গতকাল আরাধ্যা ও ঐশ্বরিয়ার একটি ছবি পোস্ট করে টুইট করেন তিনি । লেখেন, "গোটা পরিবার যাতে শীঘ্রই সুস্থ হয়ে যান সেই প্রার্থনা করি ।" পাশাপাশি আরও একটি টুইট করেন তিনি । সেখানে অভিষেক ও অমিতাভের দ্রুত সুস্থতার প্রার্থনা করেন ।
-
Wishing @SrBachchan sir & @juniorbachchan a speedy recovery🙏
— Vivek Anand Oberoi (@vivekoberoi) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
We’re all praying for you! Get well super soon! Take care 🙏
">Wishing @SrBachchan sir & @juniorbachchan a speedy recovery🙏
— Vivek Anand Oberoi (@vivekoberoi) July 11, 2020
We’re all praying for you! Get well super soon! Take care 🙏Wishing @SrBachchan sir & @juniorbachchan a speedy recovery🙏
— Vivek Anand Oberoi (@vivekoberoi) July 11, 2020
We’re all praying for you! Get well super soon! Take care 🙏