ETV Bharat / sitara

সোনাক্ষীর থ্রোব্যাক ছবি শেয়ার করে কটাক্ষ বিবেকের, প্রতিবাদ অভিনেত্রীর

সোনাক্ষী সিনহার একটি পুরোনো শুটিংয়ের ছবি দিয়ে ভুয়ো খবর তৈরি করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম । আর সেই খবরটি আবার নিজের পেজে শেয়ার করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী । লিখেছেন, "এই সময় শুটিং করে কে ?" । বিবেকের এই পোস্ট নিয়ে প্রতিবাদ জানান সোনাক্ষী ।

sonakshi sinha shooting
sonakshi sinha shooting
author img

By

Published : Apr 13, 2020, 8:09 PM IST

মুম্বই : এই লকডাউনের মাঝে নিজের শুটিংরত ছবি দেখে চমকেছিলেন সোনাক্ষী সিনহা । ভুল ভাঙে কিছু সময়ের মধ্য়েই । বুঝতে পারেন এটি তো পুরোনো শুটিংয়ের ছবি । সঙ্গে সঙ্গে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অভিনেত্রীর ।

সোনাক্ষী লিখেছেন, "একজন পরিচালক ও একাধিক ফিল্ম সংস্থার সদস্য হয়ে আপনার একটু খবর নিয়ে কথা বলা উচিত । এই সময় কেউ শুটিং করছে না কারণ সমস্ত শুটিং স্টুডিয়ো বন্ধ আর এটা একটা জাতীয় লকডাউন ।"

  • Being a Director and member of many unions and film bodies one would expect you to be better informed that Absolutely NO one is shooting since studios are shut and its a national lockdown! I believe Classic freeze frame means throwback in @MumbaiMirror terms, https://t.co/Nrjlh6PuIH pic.twitter.com/6Z8v0S0Ahr

    — Sonakshi Sinha (@sonakshisinha) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে বিবেক ছবিটি পেলেন কোথায় ? ছবিটি দিয়ে ভুয়ো খবর বানিয়েছেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যম । সেই সংবাদমাধ্য়মকেও নিজের পোস্টটি ট্যাগ করেছেন সোনাক্ষী ।

এরপর সোনাক্ষী আরও একটি পোস্ট করেন । যেখানে তিনি মুম্বই পুলিশকে পোস্টটি ট্যাগ করেন । অভিনেত্রী লিখেছেন, "এক্সকিউজ় মি মুম্বই পুলিশ । আমায় বলতে পারেন যে, এই সময় এরকম ভুয়া খবর ছড়ানোটা কী করে বন্ধ করা যায় ?" এখন তিনি কোনও শুটিং করছেন না বলে জানিয়েছেন সোনাক্ষী ।

  • Excuse me @MumbaiPolice , @OfficeofUT what is the procedure to stop people from spreading rumors and fake news at a time like this? Asking for a responsible citizen, sitting at home, practicing social distancing and NOT shooting - ME 🙋🏻‍♀️ pic.twitter.com/piKLznKjoo

    — Sonakshi Sinha (@sonakshisinha) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পালটা উত্তর হিসেবে বিবেক জানিয়েছেন যে, "আমার যদি আপনাকে কিছু বলার থাকত, আমি আপনাকেই ট্যাগ করতাম । এই সময় এরকম ইনসেনসিটিভ খবর করা উচিত নয়, যেটা কারও সম্পর্কে খারাপ ধারণা করতে পারে ।" সোনাক্ষী নয়, বিবেক বরং সেই সংবাদমাধ্য়মকেই কটাক্ষ করে পোস্টটি করেছিলেন বলে জানিয়েছেন । দেখে নিন তাঁর পোস্ট..

  • The dig is at @MumbaiMirror not you. If I have to say something to you, I’d tag you. It’s very insensitive to print such pictures in a trying time like this giving wrong impression.

    As a star you should also very strongly condemn this kind of yellow and insensitive journalism.

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : এই লকডাউনের মাঝে নিজের শুটিংরত ছবি দেখে চমকেছিলেন সোনাক্ষী সিনহা । ভুল ভাঙে কিছু সময়ের মধ্য়েই । বুঝতে পারেন এটি তো পুরোনো শুটিংয়ের ছবি । সঙ্গে সঙ্গে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অভিনেত্রীর ।

সোনাক্ষী লিখেছেন, "একজন পরিচালক ও একাধিক ফিল্ম সংস্থার সদস্য হয়ে আপনার একটু খবর নিয়ে কথা বলা উচিত । এই সময় কেউ শুটিং করছে না কারণ সমস্ত শুটিং স্টুডিয়ো বন্ধ আর এটা একটা জাতীয় লকডাউন ।"

  • Being a Director and member of many unions and film bodies one would expect you to be better informed that Absolutely NO one is shooting since studios are shut and its a national lockdown! I believe Classic freeze frame means throwback in @MumbaiMirror terms, https://t.co/Nrjlh6PuIH pic.twitter.com/6Z8v0S0Ahr

    — Sonakshi Sinha (@sonakshisinha) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে বিবেক ছবিটি পেলেন কোথায় ? ছবিটি দিয়ে ভুয়ো খবর বানিয়েছেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যম । সেই সংবাদমাধ্য়মকেও নিজের পোস্টটি ট্যাগ করেছেন সোনাক্ষী ।

এরপর সোনাক্ষী আরও একটি পোস্ট করেন । যেখানে তিনি মুম্বই পুলিশকে পোস্টটি ট্যাগ করেন । অভিনেত্রী লিখেছেন, "এক্সকিউজ় মি মুম্বই পুলিশ । আমায় বলতে পারেন যে, এই সময় এরকম ভুয়া খবর ছড়ানোটা কী করে বন্ধ করা যায় ?" এখন তিনি কোনও শুটিং করছেন না বলে জানিয়েছেন সোনাক্ষী ।

  • Excuse me @MumbaiPolice , @OfficeofUT what is the procedure to stop people from spreading rumors and fake news at a time like this? Asking for a responsible citizen, sitting at home, practicing social distancing and NOT shooting - ME 🙋🏻‍♀️ pic.twitter.com/piKLznKjoo

    — Sonakshi Sinha (@sonakshisinha) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পালটা উত্তর হিসেবে বিবেক জানিয়েছেন যে, "আমার যদি আপনাকে কিছু বলার থাকত, আমি আপনাকেই ট্যাগ করতাম । এই সময় এরকম ইনসেনসিটিভ খবর করা উচিত নয়, যেটা কারও সম্পর্কে খারাপ ধারণা করতে পারে ।" সোনাক্ষী নয়, বিবেক বরং সেই সংবাদমাধ্য়মকেই কটাক্ষ করে পোস্টটি করেছিলেন বলে জানিয়েছেন । দেখে নিন তাঁর পোস্ট..

  • The dig is at @MumbaiMirror not you. If I have to say something to you, I’d tag you. It’s very insensitive to print such pictures in a trying time like this giving wrong impression.

    As a star you should also very strongly condemn this kind of yellow and insensitive journalism.

    — Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.