মুম্বই : গত কয়েকবছর ধরে আমরা বড় পরদায় একাধিক বায়োপিক দেখেছি । আর তার মধ্যে বেশিরভাগ বায়োপিক বা আত্মজীবনী তৈরি হয়েছে কোনও না কোনও বিখ্যাত খেলোয়াড়কে নিয়ে । মহেন্দ্র সিং ধোনি, মহম্মদ আজ়ারুদ্দিন, মিলখা সিং, মেরি কমের মতো স্পোর্টসপার্সনদের পর এবার পালা চেস মাস্টার বিশ্বনাথন আনন্দের ।
এই আন্তর্জাতিক মানের ভারতীয় দাবা খেলোয়াড়কে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক আনন্দ এল.রাই । এর আগে অনেকবার নিজের বায়োপিক তৈরির অফারকে প্রত্যাখ্যান করেছেন বিশ্বনাথন । তবে আনন্দের অফারকে ফেরাতে পারেননি তিনি ।
![Aanand L Rai on Viswanathan Anand](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9860463_annad.jpg)
তবে কে অভিনয় করবেন এই বিখ্যাত দাবা প্লেয়ারের চরিত্রে ? না, সেটা এখনও স্থির হয়নি । বাকি কাস্টিংও ফাইনাল করা হয়নি । তবে খুব তাড়াতাড়ি প্রযোজনা সংস্থার তরফ থেকে ছবিটির খবর ঘোষণা করা হবে, জানা গেল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে ।
বিশ্বনাথনের ছোটোবেলা থেকে শুরু করে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হয়ে ওঠা- এই পুরো জার্নিকেই তুলে ধরবেন আনন্দ এল.রাই । 2021 সালের প্রথমার্ধেই শুরু হবে শুটিং, শোনা যাচ্ছে এমনটাই ।